কয়েকজন স্থানীয় ব্যক্তির বাধার কারণে বিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের এক যুবক। গত শুক্রবার ওই ঘটনার একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

ওই যুবকের নাম সারোয়ার হোসেন রাব্বি (২৭)। তিনি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা। ভিডিওতে তিনি বলেন, তিন-চার মাস ধরে এক লাখ টাকা না থাকায় তিনি সৌদি আরবে যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে ঋণের জন্য আবেদন করেছেন। তাঁর অভিযোগ, ‘সবকিছু ঠিক থাকার পরও ঋণ না দেওয়ার জন্য সমিতির লোকদের কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলা হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে কেউ এক টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি। কোনো দিন জেনে–বুঝে কারও ক্ষতি করিনি। তাহলে কেন আমার সঙ্গে এমন বৈষম্য করে আমার এলাকার লোক?’

ওই যুবকের দাবি, এলাকার কিছু মানুষ আগে থেকেই তাঁকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাঁর কাজে বাধা দেন। এই ক্ষোভ থেকেই তিনি মাইক ভাড়া করে গালাগাল করেছেন।

সারোয়ার ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘প্রথমে ক্ষমা চাইছি, আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি, সেটা শুনুন।’ তিনি জানান, তাঁর একটি ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য সুযোগ চান তিনি। ভিডিওতে একটি ভিসার কাগজ দেখিয়ে তিনি বলেন, ভিসা ও মেডিকেলের মেয়াদ আগামী ৩০ অক্টোবর শেষ হয়ে যাবে। এর আগে তাঁর দুবার ভিসার মেয়াদ শেষ হয়েছে। অটোরিকশা চালিয়ে ও বিকাশের অংশীদার ব্যবসা করে অর্থ জোগাড়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি এখন নিরুপায়। ভিডিওতে তিনি তাঁর কষ্টের কথা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলামসহ কয়েকজন বলেন, ভিডিওটি দেখে তাঁরা অপমানিত বোধ করেছেন। তবে অনেকে সারোয়ারের মানসিক কষ্ট ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সহানুভূতি প্রকাশ করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য কর ছ ন

এছাড়াও পড়ুন:

বেরোবি শিক্ষার্থীদের জন্য ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী পরিষদ উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল  ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারগণ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন, ক্ষেত্রবিশেষে তাদের দেওয়া হচ্ছে বিনামূল্যে ঔষধও।

রবিবার (‎১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠে চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প শেষ হবে আগামীকাল সোমবার দুপুর দেড়টায়।

আরো পড়ুন:

মোরাল প্যারেন্টিং বৃত্তি পেল অর্ধশতাধিক ইবি শিক্ষার্থী

খুবির হল ও ক্যাফেটেরিয়ার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের অভিযোগ

এ আয়োজনে মানসিক রোগ, চর্ম ও যৌন, চক্ষু, নারীস্বাস্থ্য ও মেডিসিন- এই পাঁচ ধরনের বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন । যেখানে সকাল থেকে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

‎চিকিৎসা সেবা নেওয়া শিক্ষার্থী হাসনাহেনা বলেন, “শিক্ষার্থী পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পটি বেশ ইতিবাচক মনে করি। বেরোবিতে মেডিকেল সেন্টার থাকলেও এখানে পর্যাপ্ত পরিমাণ বিশেষজ্ঞ ডাক্তার নেই। বেরোবি শিক্ষার্থী পরিষদে বিশেষ করে মানসিক স্বাস্থ্য, চক্ষু বিষয়ক, চর্ম বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে অনেক উপকৃত হচ্ছি।”

তিনি বলেন, “তারা খুব যত্ন সহকারে পরামর্শ দিচ্ছেন। পরবর্তীতে কিভাবে যোগাযোগ করবো এবং কতদিন পর আসতে হবে সে বিষয়েও বলেন। আমি মনে করি, প্রতি ৩ মাস অন্তর যদি এই ধরনের পরিষেবা দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হব।”

বেরোবি শিক্ষার্থী পরিষদের সদস্য শিবলী সাদিক বলেন, “বেরোবিতে মেডিকেল সেন্টার থাকলেও সেখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার নেই। সেই দৃষ্টিকোণ থেকে বেরোবি শিক্ষার্থী পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে উত্তরবঙ্গের বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়ে আসা হয়েছে, যাতে শিক্ষার্থীরা উন্নতমানের চিকিৎসা সেবা পায়।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ