পাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
Published: 22nd, October 2025 GMT
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘ওয়ার্কশপ অন ফিনানসিয়াল ম্যানেজমেন্ট অব হিট প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় হিট প্রজেক্টে গবেষণা প্রকল্প জমা দেওয়া শিক্ষকরা অংশগ্রহণ করেন।
আরো পড়ুন:
চবির হল সম্পাদককে নিজের টাকায় ইশতেহার পূরণ করতে বললেন প্রাধ্যক্ষ
প্রধান উপদেষ্টার আশা, শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন
বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “একাডেমিক চাপ যতই থাকুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিন শেষে একজন গবেষক। তাকে গবেষণার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। গুণগত শিক্ষা দিতে হলে গবেষণা করতে হবে। নিজের যোগ্যতা প্রমাণের জন্য গবেষণার বিকল্প নেই।”
তিনি বলেন, “যারা ভালো গবেষক, ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবেন। গবেষণার মাধ্যমে সীমাবদ্ধতাকে জয় করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক হলো আমাদের বেশিরভাগ শিক্ষক তরুণ। তরুণরা সবকিছুতে এগিয়ে থাকে। তারুণ্যই পারে দেশ ও জাতিকে এগিয়ে নিতে। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।
ঢাকা/শাহীন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাপানে শক্তিশালী ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উপকূল। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটির উপকূলে ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের মাত্রা ও সুনামি সতর্কতার বিষয়টি জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস। আজ সোমবার এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় রাত সোয়া ১১টায় জাপানের উপকূলের ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৩৩ মাইল গভীরে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, জাপানের পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত এলাকায় স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে।