২০২৫-২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (ইনব্রিড-হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন’র সভাপতিত্বে  সভা  অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

উম্মে ফারহানা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রুপালী খাতুন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন প্রমূখ। 

সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত জানান,কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২৬০ ক্ষুদ্র  প্রান্তিক কৃষকদের জন্য বসতবাড়িতে চাষযোগ্য বিঘাপ্রতি বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। 

এছাড়া একই কর্মসূচির আওতায় উপজেলায় মাঠে চাষযোগ্য শাক-সবজির বীজ বাবদ প্রতি ২০ শতাংশ জমির উপকরণ সহায়তায় বাবদ ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ সার বিতরণ করা হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সদর উপজ ল কর মকর ত শ ক সবজ ব তরণ

এছাড়াও পড়ুন:

জাপানে শক্তিশালী ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উপকূল। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটির উপকূলে ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা ও সুনামি সতর্কতার বিষয়টি জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস। আজ সোমবার এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় রাত সোয়া ১১টায় জাপানের উপকূলের ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৩৩ মাইল গভীরে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, জাপানের পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত এলাকায় স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে।

সম্পর্কিত নিবন্ধ