সরকারী প্রাইমারি স্কুলের ২২ গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান
Published: 23rd, October 2025 GMT
নারায়ণগঞ্জের সরকারী প্রাইমারি স্কুলের ২২ জন গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করেছে বিদ্যানিকেতন হাই স্কুল ও বিদ্যানিকেতন ট্রাস্ট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিদ্যানিকেতন মিলনায়তনে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য ও শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান ও বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য বদিউজ্জামান বদু, শিক্ষাবিদ ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড.
অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত তৈরি করার প্রথম সোপান। কিন্তু আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে প্রাইমারীর গুণী শিক্ষকদের মূল্যায়ণ করা হয় না। এক্ষেত্রে বিদ্যানিকেতন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে গুণী শিক্ষকরা সম্মাননা প্রদানের পরে তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, শিক্ষকতা মহান পেশা। এই পেশায় সাধারণত শ্রম দেয়া হয় কিন্তু মেধার মূল্যায়ন হয় না। আজকে বিদ্যানিকেতন ২২জন শিক্ষককে সম্মাননা প্রদান করে যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল সেটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধিত শিক্ষকরা হলেন- নুরুন্নাহার বেগম, মাহবুবা খানম, ভজনা রানী পাল, সাজেদা আক্তার বীথি, মোঃ নিজাম উদ্দীন, শুভাশীষ রায়, জেসমিন আক্তার, একেএম খুরশীদ আলম, মোশারাত মোন্তাজীম, সুরাইয়া আক্তার, সালমা আক্তার, সেলিনা মোয়াজ্জেম, মরিয়ম বিন নাহার, অজিত কুমার দাস, হোমায়রা, সিফাত আরা খানম, গৌতম মজুমদার, আরিফা ইয়াসমিন, তাসলিমা আক্তার, সাহিদা আহমেদ, শাম্মী আক্তার, আঞ্জুমানারা বেগম।
সংবর্ধিত শিক্ষকদের বিদ্যানিকেতন ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক, শাড়ী, পাঞ্জাবী, সনদপত্র প্রদান করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র সদস য
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার
কিশোরগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে হত্যার দায়ে ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব-১৪।
আরো পড়ুন:
খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
হবিগঞ্জে বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধে ছোট ভাইকে হত্যা
কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল জানান, গত ১৭ অক্টোবর আব্দুল মালেকের কাছে মাদকের জন্য টাকা চান তার ছেলে বাদল। টাকা না পেয়ে তিনি তার বাবাকে ছুরিকাঘাত করে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মালেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় তার বড় ভাই বাদলকে প্রধান এবং অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করা হয়। বুধবার বিকেলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় বাদলকে গ্রেপ্তার করে।
ঢাকা/রুমন/মাসুদ