নারায়ণগঞ্জের সরকারী প্রাইমারি স্কুলের ২২ জন গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করেছে বিদ্যানিকেতন হাই স্কুল ও বিদ্যানিকেতন ট্রাস্ট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিদ্যানিকেতন মিলনায়তনে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য ও শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান ও বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য বদিউজ্জামান বদু, শিক্ষাবিদ ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড.

ফজলুল হক রুমন রেজা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, ট্রাস্ট সদস্য ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সমাজসেবক ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মনির হোসেন খান, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্ট ও বিদ্যানিকেতন হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সদস্য প্রদীপ গোপ, আফরোজা আক্তার, পারভেজ শরীফ এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।  

অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত তৈরি করার প্রথম সোপান। কিন্তু আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে প্রাইমারীর গুণী শিক্ষকদের মূল্যায়ণ করা হয় না। এক্ষেত্রে বিদ্যানিকেতন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে গুণী শিক্ষকরা সম্মাননা প্রদানের পরে তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, শিক্ষকতা মহান পেশা। এই পেশায় সাধারণত শ্রম দেয়া হয় কিন্তু মেধার মূল্যায়ন হয় না। আজকে বিদ্যানিকেতন ২২জন শিক্ষককে সম্মাননা প্রদান করে যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল সেটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সংবর্ধিত শিক্ষকরা হলেন- নুরুন্নাহার বেগম, মাহবুবা খানম, ভজনা রানী পাল, সাজেদা আক্তার বীথি, মোঃ নিজাম উদ্দীন, শুভাশীষ রায়, জেসমিন আক্তার, একেএম খুরশীদ আলম, মোশারাত মোন্তাজীম, সুরাইয়া আক্তার, সালমা আক্তার, সেলিনা মোয়াজ্জেম, মরিয়ম বিন নাহার, অজিত কুমার দাস, হোমায়রা, সিফাত আরা খানম, গৌতম মজুমদার, আরিফা ইয়াসমিন, তাসলিমা আক্তার, সাহিদা আহমেদ, শাম্মী আক্তার, আঞ্জুমানারা বেগম। 

সংবর্ধিত শিক্ষকদের বিদ্যানিকেতন ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক, শাড়ী, পাঞ্জাবী, সনদপত্র প্রদান করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র সদস য

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ : মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও  নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, পীর সাহেব চরমোনাই মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন ন।

সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালে একটি ভূয়া নিউজ ছাপা হয়েছে। সেটা খুবই নিন্দনীয়। আমি প্রতিদিন মাঠে ময়দানে বিভিন্ন স্থানে হাতপাখার পক্ষে গণসংযোগ করে যাচ্ছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে নির্বাচন করবো এটাই বাস্তব। কারো কানকথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করবো সবাইকে।

আজ ১৬ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ।

তিনি আরও বলেন, আগামীতে ৮ দলের সমন্বয়ে বৃহৎ ইসলামী ঐক্য গঠন হতে যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস আগামীতে ইসলামী শক্তিকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসাবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে,  ইনশাআল্লাহ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়া ও সানির সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড জাসাসের দোয়া মাহফিল
  • মাসুদ ভাই আপনাদের পথের কাঁটা হয়ে থাকবেন না : সজল
  • আড়াইহাজারে কাভার্ডভ্যান থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চালক
  • নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা 
  • নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ : মাসুম বিল্লাহ