বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু
Published: 24th, October 2025 GMT
পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর দান। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধবিহারে এ উৎসব শুরু হয়।
উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নর-নারী। তারা দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বেশি ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোষাক, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন উপহার সামগ্রী দেন। পাশাপাশি পটুয়াখালী ও বরগুনার ১০জন ঠাকুরকে চিবর দান স্বরুপ নতুন পোশাক দেওয়া হয়।
আরো পড়ুন:
সীমার বাইরে যেজন: ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব আজ থেকে
পটুয়াখালীতে চলছে প্রবারণা উৎসব
এর আগে, সকালে ২৮ বুদ্ধকে স্মরণে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়। পরে তুলাতলী বৌদ্ধবিহারের সভাপতি মং তেন চিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর এ উৎসব চলবে।
তুলাতলী পাড়ার বাসিন্দা উচু মং বলেন, “আমাদের পাড়ায় বিভিন্ন এলাকা থেকে রাখাইন নর-নারীরা এসেছেন। আমরা খুব ভোরে এই বিহারে এসে সংঘদান ও অষ্টদান সম্পন্ন করেছি। এখন ঠাকুরদের চিবর দান চলছে।”
বরগুনা থেকে আসা চিং লুই বলেন, “মা-বাবর সঙ্গে এখানে এসেছি। আমরা বিশেষ প্রার্থনা করেছি। সংঘরাজের আর্শীবাদ নিয়েছি। তাকেসহ ঠাকুরদের বিভিন্ন উপহার দিয়েছি। বুদ্ধের কাছে মনের আশা ব্যক্ত করছি।”
তুলাতলী বৌদ্ধবিহারের সভাপতি মং তেন চিং বলেন, “দিনভর নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এ উৎসব চলবে। পটুয়াখালী ও বরগুলা জেলার বিভিন্ন পাড়া থেকে রাখাইন নারী-পুরুষ এখানে এসেছেন। আমরা তাদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছি। আমরা দেশের সব জীবের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেছি।”
ঢাকা/ইমরান/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উৎসব চ বর দ ন
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
মঙ্গলবার (২১ অক্টোবর) এনএসইউ-এর অডিটোরিয়ামে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
ডিএসইতে সূচকের পতন, সিএসইতে উত্থান
ইউসিবির রাইট ইস্যুর আবেদনে অসঙ্গতি, বিএসইসির ব্যাখ্যা তলব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।
এনএসইউ-এর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকসের ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিচালক (ভর্তি কার্যক্রম) ড. নূরুল কবির, বিআইসিএমের সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিনসহ বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনএসইউ ফাইন্যান্স ক্লাবের সদস্য তাশফিয়া ও রিজভী।
বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের নিমিত্ত ‘গ্রাহক সেবা পক্ষ' উপলক্ষে বিআইসিএম পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এনএসইউ'র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের এ আয়োজন।
ঢাকা/এনটি/এসবি