‘একটি খুন তোমার তিন গুণ ধৈর্যশক্তি বাঁচায়’, যাঁরা জনপ্রিয় অ্যাকশন-রিভেঞ্জ সিনেমা ‘কিল বকসুন’ দেখেছেন, তাঁদের সংলাপটি মনে থাকার কথা। এই সংলাপ দিয়েই ‘খুনিদের জগৎ’ সম্পর্কে ধারণা দিতে পেরেছিলেন পরিচালক। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। তবে অনেকের মতে, বাউন সাং-হিউন পরিচালিত এ সিনেমা ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজি থেকে প্রবলভাবে অনুপ্রাণিত। সিনেমার অ্যাকশন, হ্যান্ড টু হ্যান্ড লড়াই থেকে ক্যামেরার ছুটে চলায় কিয়ানু রিভসের সিনেমাগুলোর কথা মনে পড়ে ভালোভাবেই। যদিও ‘কিল বকসুন’ সিনেমায় প্রাধান্য দেওয়া হয়েছে সম্পর্কের দিক, তবে খুনিদের গোপন সমাজ ও নিয়মের অনেকটাই জন উইকের সঙ্গে মিল পাওয়া যায়।
একনজরেসিনেমা: ‘ম্যান্টিস’
পরিচালক: লি তায়ে-সাং
অভিনয়: ইম সি-ওয়ান, পার্ক গিউ-ইয়ং, জো উ-জিন, চোই হিউন-উক
লেখক: বিউন সাং-হিউন, লি তায়ে-সাং, লি জি-সিওন
স্ট্রিমিং: নেটফ্লিক্স
ধরন: অ্যাকশন থ্রিলার
দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৫৩ মিনিট
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘কিল বকসুন’-এর স্পিন–অফ সিনেমা ‘ম্যান্টিস’। অক্টোবরের ২ তারিখে মুক্তি পেয়েছে সিনেমাটি। নেটফ্লিক্সের ইংরেজিবিহীন ভাষার সিনেমার তালিকায় শীর্ষ–৫–এ রয়েছে সিনেমাটি। কোরীয় নির্মাতা বাউন সাং-হিউনের ‘খুনিদের দুনিয়া’র নতুন সংযোগ এই সিনেমা। তবে সাং-হিউন ‘ম্যান্টিস’ পরিচালনা করেননি, আছেন সহলেখক হিসেবে। ‘ম্যান্টিস’ পরিচালনা করেছেন লি তায়ে-সাং।
গল্প যেহেতু পেশাদার খুনিদের নিয়ে, তাই শুরুতেই চমক দেখান পরিচালক। ঠান্ডা মাথায় হতে থাকে একের পর এক খুন। নিজের দক্ষতা দেখিয়ে খুন করতে থাকেন হান-উল (ইম সি-ওয়ান) নামের এক তরুণ, যিনি ম্যান্টিস নামেও পরিচিত। এরপর তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় এমকে এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী চা মিন-কিওকে (সোল কিউং-গু)।
‘ম্যান্টিস’–এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১০ ডিসেম্বর ২০২৫)
জুনিয়র বিশ্বকাপ হকির ফাইনাল আজ, মুখোমুখি জার্মানি ও স্পেন। চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আছে পিএসজির ম্যাচও।
ওয়েলিংটন টেস্ট-১ম দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস
গালফ-শারজা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস
জার্মানি-স্পেন
রাত ৮-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ভিয়ারিয়াল-কোপেনহেগেন
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২
ব্রুগা-আর্সেনাল
রাত ২টা, সনি স্পোর্টস ১
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
রাত ২টা, সনি স্পোর্টস ২
বিলবাও-পিএসজি
রাত ২টা, সনি স্পোর্টস ৫