নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই মাঠকে দেখে খুবই খারাপ লাগে মাঠে ঘাস নাই। ঘাস লাগানোর সময় পাই না। আমরা খুব দ্রুত মাঠের উন্নয়নের জন্য কাজ ধরা হবে। ‎মাঠে দর্শক আসছে না।  মাঠে দর্শক না আসার মধ্যে দুটি কারণ হচ্ছে। দর্শকে আমাদের খেলা দিয়ে অনুপ্রেণীত করতে পারছি না।

খেলুধলা একটা মনের আনন্দের জায়গা সে খান থেকে আমরা দূরে সরে আসছি। একটি ডিভাইসকে (মোবাইল) মনে করি আমার সকল আনন্দ। এ ‎ডিভাইস আমার সকল আনন্দ কেড়ে নিয়েছে। দর্শকদের মাঠে আনতে হলে আমাদের নতুন কিছু দেখাতে পারলে মাঠের গেলারি ভরে থাকবে।

‎শনিবার (২৫ অক্টোবর)  ওসমানী পৌর স্টেডিয়ামে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি বক্তব্যে  তিন এসব কথা বলেন। 

‎এসময় তিনি মাদকের পরনতি নিয়ে বলেন, মাদকের ভয়াল থাবা সমাজে এমন ভাবে পৌঁছে গেছে। মাদকরে বিরুদ্ধে প্রত্যেকে যদি সোচ্চার হয়ে না দাড়াই তাহলে আমাদের জন্য সকলের জন্য বোকামি হবে। 

যারা মাদক সেবন করছে তাদের নিয়ে আমার খুব জানতে ইচ্ছে হয় তারা কোন পরিবার থেকে আসছে! ‎তারা কোন প্রতিষ্ঠান থেকে উঠে আসছে, তারা কোন সমাজ থেকে বড়  হচ্ছে,  আমরা যারা ওই পরিবারে প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে আছে, সমাজের প্রধান আছি আমরা ক অন্ধ হয়ে গেছি। একটি ছেলে জন্ম হবার পর পরই  মাদকাসক্ত হয় না।

মাদকে পথে হাটছে আমরা তাদের প্রতি কি খেয়াল করেছি সে দায়িত্ব পালন করছি কি না। আমরা আমাদের দায়িত্ব পালন না করি তাহলে দেশ ও সমাজ সংস্কার করা সম্ভব না।

প্রত্যকে আমাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দক্ষ ও আরো যোগ্য হয়ে উঠতে হবে। ‎পৃথিবীর সব জায়গায় প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আপনাকেও পরিবর্তন হতে হবে নিজেকে উন্নত করতে হবে। ‎

পৃথিবীতে এভারেজের কোনো মূল্য নাই। মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবেন। কিন্তু সমাজে কোনো ভূমিকা রাখতে পারবেন না। ‎ভূমিকা রাখতে গেলে আপনাকে কঠিন পরিশ্রম করে দক্ষতা তৈরি করতে হবে। ‎

আপনারা দেশের সম্পদ আপনাদেরকে যোগ্য সম্পদ হিসাবে গড়ে তুলতে চাই। দেশে অনেক সমস্যা আমাদেরকেই এই সমস্যা সমাধান  করতে হবে অন্য কেউ সমাধান করে দিয়ে যাবে না।

‎আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ‎একটা সাইড নিয়ে দেশ এগিয়ে নেয়া যাবে না প্রত্যেকটি সাইডকে এগিয়ে নিতে না পারলে দেশ এগিয়ে নেয়া সম্ভব না।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় উপপরিচালক বাহাউদ্দিনের সভাপতিত্বে   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, ঢাকা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক একেম এম শওকত ইসলাম ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিরোধ শিক্ষা উপ পরিচালক দীপ জয় সীখা, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.

এফ এম মুশিউর রহমান। 

‎সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় উপপরিচালক বাহাউদ্দিন বলেন,  মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা আমাদের মূল লক্ষ্য। মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলা। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান হচ্ছে আমাদের মূল মন্ত্র। আমরা চাই যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং মাদক বিরোধী দূত হিসাবে কাজ করবে।

৪টি উপজেলা নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এদের মধ্যে আড়াইহাজার উপজেলা বেগুনি জার্সি দল, রূপগঞ্জ উপজেলার সবুজ জার্সি দল, সোনারগাঁ উপজেলা সাদা জার্সি দল, সদর উপজেলা কালো জার্সি দল নিয়ে অংশ গ্রহন করেন। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো সাখাওয়াত হোসেন। চুড়ান্ত খেলায় সদর উপজেলা জয় লাভ করে।  ‎রেফারি হিসাবে ছিলেন জজ মিয়া ‎সহকারী হিসাবে ছিলেন নয়ন, ইয়াকুব। 

পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। ‎পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মাদক বিরোধী শপথ পাঠ করান।

 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ফ টবল ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল আম দ র র জন য উপজ ল আনন দ

এছাড়াও পড়ুন:

বন্দরের নবীগঞ্জে শিল্পপতি বাবুলের উঠান বৈঠক 

বন্দর উপজেলার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান দুলাল’র সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল। 

বিকাল সাড়ে তিনটায় নাসিক ২৩ নং ওয়ার্ড এর কবিলের মোড় থেকে পদযাত্রা শুরু করে ৩১ দফার লিফলেট বিতরণ করতে করতে তিনি পৌঁছেন বৈঠকস্থলে। 

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল সাত্তার, মহানগর ১৯ নং ওয়ার্ড থেকে যুবদল নেতা আক্তার হোসেনের নেতৃত্বে আবু সাঈদ, রয়েল আহমেদ, দয়াল, রমজান যুব নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যোগদান করেন। এছাড়াও অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ ও সমর্থক বিশাল মিছিল নিয়ে উঠান বৈঠকে যোগদান করেন।

বৈঠকে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা ও দাবী উপস্থাপন করেন আবু জাফর বাবুলের সামনে। জবাবে তিনি বলেন, দল যদি আমাকে মনোনীত করে, আর আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেন তবে আমি আপনাদের সকল সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করব।

তিনি আর বলেন, “আমি আপনাদের মাঝে তারেক রহমানের একটি বার্তা পৌঁছে দিতে এসেছি। সেই বার্তাটি হল দেশ গঠনের জন্য ৩১ দফা। এই ৩১ দফায় এমন কিছু বাকি নেই যেন দেশ পরিচালনা করতে অন্য কিছু লাগবে।

আমাদের নেতা তারেক রহমান খুব বিচক্ষণ ও গভীর চিন্তার মানুষ, পরবর্তী রাষ্ট্র নায়ক। দেশ পরিচালনা করতে যা যা লাগবে তার বক্তৃতায় সুস্পষ্ট। আপনারা মনোযোগ দিয়ে তাহার বক্তব্য গুলো শুনলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।“ 

উঠান বৈঠক শেষে সবাইকে সাথে নিয়ে তিনি ২৫ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে করতে এগিয়ে যান। সবশেষে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এবং পদযাত্রা শেষ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী সরকার হবে বিএনপির : খোরশেদ
  • জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি কর্মীদের হামলা : প্রতিবাদ, শাস্তি দাবি
  • সোনারগায়ে এবি পার্টির গণসংযোগ
  • সোনারগাঁয়ে প্রতিটি ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান থাকবে : মামুন মাহমুদ
  • রূপগঞ্জে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত
  • যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাকিব ও ইফতি
  • নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা হাসান
  • সোনারগাঁয়ের পঞ্চমীঘাটে মামুন মাহমুদের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প
  • বন্দরের নবীগঞ্জে শিল্পপতি বাবুলের উঠান বৈঠক