নিজ জেলা খাগড়াছড়িতে বিশাল গণ-সংবর্ধনা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় জেলা শহরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। তরুণদের স্লোগান, উচ্ছ্বাস আর উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

আরো পড়ুন:

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার গেটে ককটেল বিস্ফোরণ, মামলা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরিচ্যুতির দাবি

আলোচনা সভায় ভিপি সাদিক কায়েম বলেন, “জুলাই আন্দোলনে তরুণরাই সামনে ছিল। তরুণ প্রজন্ম আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ বা টেন্ডারবাজকে ভয় করে না।” 

তিনি সতর্ক করে বলেন, “সামনে কেউ নির্যাতন, টেন্ডারবাজি বা ফ্যাসিবাদী আচরণ করলে তাকে জনগণের রোষের মুখে পড়তে হবে।”

টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ বলে মন্তব্য করে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, “ভয়ভীতি দেখিয়ে বা টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। কেউ বাধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী এয়াকুব আলী চৌধুরী।

সংবর্ধনাকে কেন্দ্র করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।

ঢাকা/রূপায়ন/রাসেল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘পোস্ট অফিস সোসাইটি’র প্রথম অ্যালবাম শোনা যাবে বিনা মূল্যে

দীর্ঘ প্রায় দুই দশকের পথচলার পর অবশেষে ডেব্যু অ্যালবাম প্রকাশ করল ব্যান্ড পোস্ট অফিস সোসাইটি। অ্যালবামের নাম ‘ইয়ারস ইন রেজোন্যান্স’। বহু বছরের এলোমেলো সংগীতযাত্রা, লাইভ পরিবেশনা ও ভাবনার সংগৃহীত প্রতিধ্বনিই জায়গা পেয়েছে এই অ্যালবামে। দুই দশকের প্রতিধ্বনি নিয়ে প্রকাশিত এই অ্যালবামের মধ্য দিয়ে পোস্ট অফিস সোসাইটি তাদের দীর্ঘ সংগীতযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শ্রোতাদের সামনে তুলে ধরল।

নগরজীবনের নীরব সাক্ষী কাককে রূপক হিসেবে সামনে এনে বরাবরই ভিন্নধারার চিন্তা ও পর্যবেক্ষণ হাজির করে ‘পোস্ট অফিস সোসাইটি’। ব্যান্ডের দর্শনে রঙের কোনো শ্রেণিবিভাগ নেই—সবাই কালো, সবাই ধূসর। গায়ের রং নয়, সুরের রঙেই এক হওয়ার বিশ্বাস থেকেই গড়ে ওঠে এই ‘সোসাইটি’। এখানে কেউ স্থায়ী সদস্য নন, আবার কেউ অতিথিও নন—সময় ও সুরের সঙ্গে যাঁরা একাত্ম হতে পেরেছেন, তাঁরাই এই যাত্রার অংশ হয়েছেন।
ব্যান্ড সূত্রে জানা গেছে, অ্যালবামটির জন্ম খানিকটা হঠাৎই। ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে একটি লাইভ কনসার্টে গান পরিবেশনের সময় ওই আয়োজনের অডিও ট্র্যাকগুলো আলাদাভাবে রেকর্ড করার ভাবনা আসে ব্যান্ডের গিটারিস্ট বখতিয়ার হোসেনের মাথায়। সেখান থেকেই সিদ্ধান্ত—এই লাইভ রেকর্ডিংগুলো নিয়েই তৈরি হবে পোস্ট অফিস সোসাইটির প্রথম অ্যালবাম।

‘ইয়ারস ইন রেজোন্যান্স’-এর গানগুলোতে উঠে এসেছে সমাজ ও ব্যক্তিসত্তার টানাপোড়েন, অভিমান, আত্মানুসন্ধান ও স্মৃতির দায় স্বীকারের গল্প। অ্যালবামের গানগুলো সাজানো বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা ফাঁকফোকরগুলো স্পষ্টভাবে তুলে ধরে; যেখানে কখনো আছে সমাজের চাপের নিচে নিজেকে হারানোর বেদনা, কখনো পুরোনো সময় ও অনুভূতির কাছে ফিরে যাওয়ার তাগিদ।

পোস্ট অফিস সোসাইটির গানগুলো শ্রোতাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিনা মূল্যে। অ্যালবামের সব গান শোনা যাবে অনলাইনে—নির্দিষ্ট লিংকে ভিজিট করে অথবা কিউআর কোড স্ক্যান করে।

ব্যান্ড সূত্রে জানা গেছে, অ্যালবামটির জন্ম খানিকটা হঠাৎ

সম্পর্কিত নিবন্ধ