টানা চার হার, চার ম্যাচে ১৬ গোল হজম—এই দৃশ্যগুলো হয়তো এখনো ঘুরে বেড়াচ্ছে রিয়াল মাদ্রিদের মাথায়। এত তারকা নিয়ে গত মৌসুমে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে আক্ষরিক অর্থেই অপদস্থ হয়েছিল রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন ভরাডুবি কোনো দলকেই স্বস্তিতে রাখে না। তার ওপর প্রতিপক্ষের তরুণ খেলোয়াড় যদি খোঁচা দিয়ে কথা বলেন, তখন সেটা যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা।

সম্প্রতি সেই কাজটাই করেছেন বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ক্লাসিকোর আগেই রিয়ালকে বলেছেন ‘চোর’ ও ‘ছিঁচকাঁদুনে’। জবাবে রিয়ালের দানি কারভাহাল বলেছেন, ইয়ামালের কথায় তাঁরা বিরক্ত। প্রেক্ষাপট আর প্রতিক্রিয়া মিলিয়ে বোঝাই যায়, আজ রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে। মানে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ধুন্ধুমার কিছু ঘটতেই পারে।

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ

গত মৌসুমের দিকে তাকালে দেখা যায়, এল ক্লাসিকো এখন লা লিগার ভাগ্য নির্ধারণের ম্যাচে পরিণত হয়েছে। যেমন বার্সেলোনা লিগ জিতেছিল মাত্র ৪ পয়েন্টে এগিয়ে থেকে। আর এল ক্লাসিকোর দুই লেগেই তারা জিতেছিল। সেই ৬ পয়েন্টই আসলে শিরোপা এনে দেয় কাতালানদের।
অন্যদিকে রিয়াল হেরেছিল মোট ৬ ম্যাচ—তার মধ্যে দুটোই এল ক্লাসিকো। শুধু তা–ই নয়, স্প্যানিশ সুপার কাপ আর কোপা দেল রেতেও বার্সার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। সব মিলিয়ে বার্সার বিপক্ষে মৌসুমজুড়ে চার ম্যাচে হেরে ঘরোয়া তিনটি ট্রফিই হারিয়েছে রিয়াল। তাই এবারের মৌসুমেও এই ম্যাচই হয়তো নির্ধারণ করবে লা লিগার ভাগ্য। ফলে দুই দলই মরিয়া, মাঠে লড়বে নিজেদের সবটা উজাড় করে।

উত্তাপ ছড়াচ্ছে এল ক্লাসিকো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক ল স ক

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা 

ক্রিকেট
নারীদের ওয়ানডে বিশ্বকাপ
বাংলাদেশ- ভারত 
সরাসরি, বিকেল ৩টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস।

ইংল্যান্ড-নিউ জিল্যান্ড
সরাসরি, বেলা ১১টা ৩০ মিনিট;
টি স্পোর্টস টিভি।

নিউ জিল্যান্ড-ইংল্যান্ড
প্রথম ওয়ানডে
সরাসরি, সকাল ৭টা;
টি স্পোর্টস টিভি।

ফুটবল
স্প্যানিশ লা লিগা
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা
সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট;
ফ্যানকোড।

ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-ম্যানচেস্টার সিটি
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ২।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ