দল নিবন্ধন ও শাপলা প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহে: ইসি
Published: 26th, October 2025 GMT
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন (ইসি) এখনো কাজ সম্পন্ন করতে পারেনি। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী নতুন দলের নিবন্ধন-সংক্রান্ত গেজেট সেপ্টেম্বরে প্রকাশের কথা ছিল। তবে, কমিশন জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে দল নিবন্ধন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (২৭ অক্টোবর) এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।
রবিবার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
শাপলা প্রতীকের যে ৭ নমুনাসহ ইসিকে চিঠি দিল এনসিপি
বিলে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা শাপলা
ইসি সচিব বলেন, ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। এটি সংবাদ সম্মেলনে জানানো হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও এ সপ্তাহে চূড়ান্ত হবে।
তিনি জানান, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে। এছাড়া প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগও তারা পর্যবেক্ষণ করেছে।
আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অতিরিক্ত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। আমরা আশা করি, এই সপ্তাহের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। তবে, পরিস্থিতি অনুযায়ী কিছু বিষয়ে সামঞ্জস্য আনতে হতে পারে।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ পল ফ ল এনস প ইস ইস
এছাড়াও পড়ুন:
মিরপুরে আগুনের ঘটনায় ১১ দিন পর আরেকটি মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনার ১১ দিন পর ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রাব্বি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
১৪ অক্টোবর শিয়ালবাড়ির ৩ নম্বর রোডে অবস্থিত আলম ট্রেডার্স নামের ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। এই আগুন বিস্ফোরিত হয়ে বিপরীত পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে।
ভবনটির দোতলায় স্মার্ট প্রিন্টিং নামের একটি কারখানায় টি-শার্ট প্রিন্ট করা হয়। আর তিন ও চারতলায় আর এন ফ্যাশন নামের একটি পোশাক কারখানা আছে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়।