অ্যাশেজ সিরিজের একেবারে শুরুতেই বড় আঘাত অস্ট্রেলিয়া শিবিরে। ইনজুরির কারণে বাদ পড়েছেন দলের অধিনায়ক ও প্রধান পেসার প্যাট কামিন্স। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাকে পাচ্ছে না অজিরা।

অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সোমবার (২৭ অক্টোবর) নিশ্চিত করেছেন, নিচের পিঠের চোট থেকে সেরে উঠতে কামিন্সের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। তাই প্রথম টেস্টে তাকে বিশ্রাম দেওয়া ছাড়া বিকল্প ছিল না। তার অনুপস্থিতিতে স্টিভ স্মিথ নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে।

আরো পড়ুন:

বৃষ্টির বদৌলতে আরও ‘এক পয়েন্ট’ পেল বাংলাদেশ

২৭ ওভারের ম্যাচে ভারতকে ১২০ রানের টার্গেট দিল বাংলাদেশ

ম্যাকডোনাল্ড বলেন, “আমরা কিছুদিন ধরে কামিন্সের অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। এই ধরনের চোটে প্রতিদিনই নতুন কিছু দেখা যায়। প্রথম টেস্টে হয়তো সময়টা যথেষ্ট ছিল না। কিন্তু আমরা খুব আশাবাদী সে দ্বিতীয় টেস্টেই ফিরতে পারবে।”

তিনি আরও জানান, কামিন্স এই সপ্তাহেই বোলিং শুরু করবেন। যা তার পুনর্বাসন প্রক্রিয়ায় বড় অগ্রগতি। তবে নির্দিষ্ট করে তিনি কবে ফিরবেন, সেটি এখনই বলা সম্ভব নয়।

৩২ বছর বয়সী কামিন্স শেষবার খেলেছিলেন গত জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে। সেই ম্যাচেই পেয়েছিলেন নিচের পিঠে চোট। কোচ ম্যাকডোনাল্ড বলেন, “আমরা ভাগ্যবান যে দলে স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ একজন আছে, যিনি আগেও দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন।”

কামিন্সের জায়গায় স্কোয়াডে যোগ দিচ্ছেন স্কট বোল্যান্ড। যিনি মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে থাকবেন।

“অবশ্যই অধিনায়ককে হারানো ভালো খবর নয়। কিন্তু যখন আপনার কাছে বোল্যান্ডের মতো একজন বিকল্প থাকে, তখন সেটা খুব খারাপ অবস্থাও নয়,” যোগ করেন কোচ।

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। কামিন্স এখনো আশা ছাড়ছেন না। সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “জিমে হালকা অনুশীলন করছি। এই ইনজুরিতে বিশ্রামটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে ফিরব, লক্ষ্য অ্যাশেজেই মাঠে নামা। এখন অপেক্ষা করতে হচ্ছে। সময়ই বলে দেবে।” কামিন্সের জন্য পিঠের সমস্যা নতুন নয়। ২০১৮ সালেও একই ইনজুরিতে পুরো অফ-সিজন মিস করেছিলেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ড আসছে পেসভিত্তিক দলে ভর করে। তাদের আক্রমণে থাকছেন জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জশ টং, ব্রাইডন কার্স ও মার্ক উড। যারা সবাই স্পিডে ভয়ঙ্কর।

সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড সম্প্রতি বলেন, “এটা সম্ভবত গত ১৫ বছরে সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়ান দল। আর একই সঙ্গে ২০১০ সালের পর সবচেয়ে শক্তিশালী ইংল্যান্ড দল।”

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, “এটা শুধু মতামত নয়, বাস্তবতাও তাই।” তবে বাস্তবতা হলো, ইংল্যান্ডের রেকর্ড অস্ট্রেলিয়ায় ভয়াবহ। ২০০২ সালের পর মাত্র একবারই (২০১০-১১) তারা সেখানে টেস্ট সিরিজ জিততে পেরেছে।

২০২৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজ ২-২ ড্র হলেও, তাতেই ট্রফি ধরে রাখে অস্ট্রেলিয়া। আর ২০২১-২২ মৌসুমে ঘরের মাঠে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল ৪-০ ব্যবধানে। যেখানে কামিন্স একাই নিয়েছিলেন ২১ উইকেট, গড়ে মাত্র ১৮ রান দিয়ে। কিন্তু এবার শুরুতেই তাকে হারিয়ে বড় পরীক্ষার সামনে অস্ট্রেলিয়া। কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দিবেন স্মিথ। আর বল হাতে দায়িত্ব পালন করবেন বোল্যান্ড-স্টার্ক-হ্যাজলউডরা। আর অন্যপ্রান্তে ইংল্যান্ড প্রস্তুত পুরো শক্তি নিয়ে। অ্যাশেজ ২০২৫ মাঠে গড়ানোর আগেই হয়ে উঠছে অগ্নিপরীক্ষার মঞ্চ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম ট স ট

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বয়ংক্রিয় ধনুক’ হাতে সংঘর্ষের ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের লাশ দেখতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে একজনের হাতে বিশেষ ধরনের ধনুক দেখা গেছে, যাকে ‘স্বয়ংক্রিয় ধনুক’ বলে বর্ণনা করছেন অনেকে।

ভিডিওতে উভয় পক্ষের লোকজনকে হেলমেট, লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেটের প্যাড পরে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়।

সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের অনুসারী এবং বিরামপুর গ্রামের ইকবাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান ও ব্যবসায়ী সাচ্চু মিয়ার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে নাসির উদ্দিন নামের একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। নাসির উদ্দিন বিরামপুর গ্রামের বাসিন্দা এবং ইকবাল হোসেনের পক্ষের লোক ছিলেন। আজ রোববার বাদ মাগরিব তাঁর দাফন সম্পন্ন হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে হারুন ও ইকবালের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার বিকেলে বিরামপুর গ্রামের হাসেম মিয়ার স্ত্রী মোসাম্মৎ বেগম (৯৫) মারা গেলে পূর্ববিরোধের কারণে তাঁর ছয় ছেলের মধ্যে চার ছেলে মায়ের লাশ দেখতে পারেননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সকাল থেকে উত্তেজনা দেখা দেয় এবং পরে বল্লম, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অংশগ্রহণকারীদের অনেকে মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরে দেশীয় অস্ত্র, তির–ধনুক, ইটপাটকেল ব্যবহার করেন।

আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিরামপুর গ্রাম ঘুরে দেখা গেছে, বাজারের সব দোকানপাট বন্ধ। বাজারের দক্ষিণ পাশের একটি বাড়িতে পুলিশ অবস্থান নিয়েছে। রাস্তায় স্থানীয়রা সংঘর্ষ নিয়ে আলোচনা করছিলেন, আর নারী-পুরুষদের চোখেমুখে আতঙ্কের ছাপ।

জেলা শহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা ইকরাম হোসেন বলেন, ‘খায়ের মিয়া নামে আমাদের এক আত্মীয় এখানে থাকেন। লাশ দাফন হলে যেকোনো সময় আবার সংঘর্ষ হতে পারে। তাই বসতঘরের আসবাব নিয়ে গোকর্ণঘাটে আমার বাড়িতে যাচ্ছি।’

স্থানীয় আমিনুল ইসলাম বলেন, ‘এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকে ভয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই। আইনশৃঙ্খলা বাহিনী যেন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়।’

হাসিনা বেগম নামের এক নারী বলেন, ‘আমিও বাড়ির সব আসবাব সরিয়ে ফেলেছি। খালপাড় এলাকার মানুষ কী করছে তা দেখতে এসেছি।’

নাম প্রকাশ না করার শর্তে বিরামপুর গ্রামের কয়েকজন বলেন, সংঘর্ষের সময় স্বয়ংক্রিয় ধনুক হাতে যে নারীকে দেখা যায়, তিনি ইকবাল, আনিছুর ও সাচ্চুর পক্ষের। তিনি ওই ধনুক কিনে এনেছেন। এ ছাড়া দুই নারীর হাতে সাধারণ ধনুক দেখা গেছে। তাঁরা সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের পক্ষের। কয়েক মাস ধরেই সংঘর্ষের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নাসির উদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • এমপিওভুক্ত শিক্ষকদের দুর্দশা লাঘবের উপায় কী
  • রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু. বিচার দাবিতে বিক্ষোভ
  • মৃত্যুর ২৯ বছর পরও ফ্যাশন ও স্টাইলে সালমান শাহ যে কারণে অনন্য
  • ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা
  • আবুল কালামের জীবনের দাম যখন আড়াই ভরি সোনার সমান
  • প্যারাগুয়ের চুরির ভিডিওকে ভারতে বাংলাদেশির বলে প্রচার
  • বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম: পাকিস্তানি অভিনেত্রী
  • মিরপুরে আগুনের ঘটনায় ১১ দিন পর আরেকটি মরদেহ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বয়ংক্রিয় ধনুক’ হাতে সংঘর্ষের ভিডিও ভাইরাল