ওয়ালটন ক্যাবলসের নতুন বিজ্ঞাপনে সিয়াম আহমেদ
Published: 27th, October 2025 GMT
ক্যাবলসকে বলা চলে একটি অত্যাধুনিক ভবনের ব্যাকবোন। ভবন নির্মাণে নিরাপদ ও গুণগতমানের ক্যাবলস ব্যবহার না করলে আবাসস্থল হয় অনিরাপদ এবং জীবনও হবে ঝুঁকিপূর্ণ। কোয়ালিটি এবং সেফটি—দুই দিকেই ওয়ালটন ক্যাবলস এখন বাজারের সেরা। তাই ভবিষ্যতে রাজধানী ঢাকাসহ দেশের সব শহর-নগরের স্থাপনা সজ্জিত হবে ওয়ালটন ক্যাবলসে। এমনই এক অসাধারণ গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে টেক জায়ান্ট ওয়ালটন ক্যাবলসের বিজ্ঞাপন।
জানা গেছে, ঢাকার নাইন এন’ হাফ স্টুডিওতে শুটিং হয়েছে ওই বিজ্ঞাপনের। এতে অভিনয় করেছেন ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। স্থপতি হিসেবে সিয়ামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আসাদুজ্জামান আসাদ। মূলত, এই দুজনের কথোপকথনেই এগিয়ে যায় বিজ্ঞাপনটি। ওয়ালটনের নিজস্ব প্রোডাকশন টিম সম্পূর্ণ নিজেদের ব্যবস্থাপনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছে।
আরো পড়ুন:
ভেঙে যাচ্ছে তারকা দম্পতির ১৪ বছরের সংসার?
শতবর্ষে নিভে গেল অভিনেত্রীর জীবনপ্রদীপ
ওয়ালটন ক্যাবলস প্রোডাক্টটি ওয়ালটনের প্রোডাকশন লাইনে সর্বশেষ সংযোজন। সর্বশেষ এই প্রোডাক্ট সম্পর্কে মানুষের মধ্যে সচেনতনতা তৈরিই এই কার্যক্রমের উদ্দেশ্য। গল্পচ্ছলে তুলে ধরা হয়েছে ওয়ালটন ক্যাবলসের নানান বৈশিষ্ট্য। ওয়ালটন ক্যাবলসের টার্গেট অডিয়েন্স বিবেচনায় রেখে গল্পটি লিখেছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম।
উল্লেখ্য, ওই বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে চলতি বছরের ৪ সেপ্টেম্বর। বিজ্ঞাপনটি ইতোমধ্যেই ওয়ালটনের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ সব ধরনের অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। ৩০ সেকেন্ড দৈঘ্যের বিজ্ঞাপনটির পরিচালনায় ছিলেন চিত্রপরিচালক আশিক আলম। চিত্রগ্রহণে ছিলেন সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান। বিজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে গতকাল (২৬ অক্টোবর) সব ধরনের প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পর দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “আমাদের পৃথিবীকে নিরাপদ আবাসস্থল হিসেবে গড়তে নিরাপদ বিদ্যুৎ সংযোগ গুরুত্বপূর্ণ। তাই ‘নিরাপদ আগামীর সংযোগ’—স্লোগানে দারুণ গল্প নিয়ে সাজানো হয়েছে ওয়ালটন ক্যাবলসের বিজ্ঞাপন। যে গল্পে ওয়ালটন ক্যাবলস সংযোগের মাধ্যমে আমরা একেকটি উন্নত, নিরাপদ ও ঝুঁকিহীন শহরের স্বপ্ন দেখি। গল্পের ধারাবাহিকতায় ওয়ালটনের ক্যাবলস প্রোডাক্টটি গুরুত্বসহ উঠে এসেছে। বিজ্ঞাপনটি দর্শকমহলে সাড়া ফেলেছে জেনে আমাদের ভালো লাগছে। এই ক্রিয়েটিভ কার্যক্রম নিশ্চয়ই দর্শকদের মনের খোরাক যোগাবে।”
সিয়াম আহমেদ বলেন, “দেশীয় কারখানায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত ওয়ালটন পণ্য নিয়ে এটি আমার একটি প্রিয় কাজ। পণ্যের ব্র্যান্ডিংয়ের সঙ্গে সবসময় আমাদের টার্গেট থাকে দেশকে তুলে ধরা। ওয়ালটনকে তুলে ধরতে গিয়ে মূলত দেশকেই তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের মুগ্ধ করতে আমরা সবসময় সচেষ্ট থাকি। আশা করি, ক্রেতা-দর্শকদের ভালো লাগবে এই বিজ্ঞাপন। দেশের নাম্বার ওয়ান ব্র্র্যান্ড ওয়ালটনের সঙ্গে কাজ করতে পেরে আমার ভালো লাগছে।”
ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ জানান, ওয়ালটন ক্যাবলস এখন হাউজহোল্ড, ইন্ডাস্ট্রিয়াল এবং কমিউনিকেশন ক্যাবলস ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি টেইলরমেইড ক্যাবলসসহ সকল ধরনের ক্যাবলস সফলভাবে উৎপাদন করছে। বাজারে আমরা ওয়ালটন ইলেক্ট্রিক সল্যুশন প্লাজা, ওয়ালটন প্লাজা এবং ডিলার–ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে ক্যাবলসের বিপণন কার্যক্রম পরিচালনা করছি। ওয়ালটন ক্যাবলস ৯৯.
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র ক য বলস র ব ব জ ঞ পনট ন র পদ আহম দ
এছাড়াও পড়ুন:
বিহারে যা করেছেন, বাংলায় হবে না: বিজেপির প্রতি মমতার হুঁশিয়ারি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর রাজ্যে এনআরসি হবে না। ডিটেনশন ক্যাম্পও হবে না। মমতা বলেন, ‘মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি। নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেবো না।’
এ সময় বিজেপির প্রতি মমতা হুঁশিয়ারি দেন, ‘বিহারে যা করেছেন, বাংলায় হবে না’। বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগরে এক সভা থেকে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।
সভায় দেওয়া বক্তব্যে নির্বাচন কমিশনের উদ্দেশে মমতা বলেন, ‘ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছো কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো। আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? ভোটের জন্য?’
বিজেপির প্রতি তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে। সেই লিস্ট ধরে ভোট করবেন? এটাই ইচ্ছা তো। বিহারে যা করেছেন, বাংলায় হবে না। এজেন্সি দিয়েও নয়।’
আরও পড়ুনভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়০৯ ডিসেম্বর ২০২৫সম্প্রতি ব্রিগেডে গীতাপাঠের সভাস্থলে মাংসযুক্ত প্যাটিস বিক্রি করার অভিযোগে বিক্রেতাদের হেনস্থা ও মারধর করার ঘটনার প্রতিবাদ জানান মমতা। তিনি বলেন, ‘প্যাটিস বিক্রেতাদের মারধর করা হয়েছে। কাল সবকটাকে গ্রেপ্তার করেছি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।’
‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিকে বিঁধে মমতা আরও বলেন, ‘গীতাপাঠ আমরা সবাই করি। তার জন্য পাবলিক মিটিং করার কী আছে?’ তাঁর মতে, ধর্মাচারণ ব্যক্তিগত, তা রাজনৈতিক প্রদর্শনের বিষয় হওয়া উচিত নয়।’
আসন্ন নির্বাচনের আগে রাজ্যে সড়ক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার সড়কের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনপশ্চিমবঙ্গে এসআইআর–আতঙ্কে ২৮ জনের মৃত্যু, দাবি মমতার১৯ নভেম্বর ২০২৫