হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বজন গ্রেপ্তার
Published: 27th, October 2025 GMT
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাবেদ মিয়া (৫৫)। তাঁর বাড়ি বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে।
র্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাবেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ওই কিশোরীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার একটি ভাড়া বাসায় ওই কিশোরীকে নিয়ে বসবাস করছিলেন তাঁর বড় বোন। অভিযুক্ত জাবেদ মিয়া তাঁদের স্বজন হওয়ায় সেই বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। গত রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে জাবেদ ওই বাসায় গিয়ে রাতে থাকার কথা জানান। তাঁকে পাশের একটি কক্ষে থাকার ব্যবস্থা করা হয়। ওই রাতে তিনি জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুই বোনকে খেতে দেন। একপর্যায়ে দুজনই অচেতন হয়ে পড়েন।
পরদিন সকালে পাশের বাড়ির লোকজন ডাকাডাকির পর বড় বোন জেগে উঠে দেখেন, ওই কিশোরী অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, জাবেদ মিয়া জুস খাওয়ানোর পর সে কিছুটা অচেতন হয়ে পড়ে। তখন তাকে ধর্ষণ করে পালিয়ে যান জাবেদ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাড়ল স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর
টানা দুই দফা বাড়ার পর এক দফা কমেছিল স্বর্ণের দাম। তবে দেশের বাজারে আবারও মূল্যবান এই ধাতুর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
আরো পড়ুন:
হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা
এলপিজির দাম বাড়ল
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ২ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ৩ ডিসেম্বর থেকে।
এ নিয়ে চলতি বছর মোট ৮৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৫৭ বার, আর কমেছে মাত্র ২৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
ঢাকা/নাজমুল/সাইফ