‘প্রিয় ইফতেখার, এই পৃথিবীর একটাই তো আকাশ’
Published: 30th, October 2025 GMT
কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ইফতেখার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিসিএস ক্যাডার হয়েও প্রশাসনিক চাকরি ছেড়ে শিক্ষকতা ও সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত করেছিলেন ইফতেখার মাহমুদ। তার মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন লেখক, সাহিত্যিক, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
আরো পড়ুন:
বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার চালু
উপন্যাস ‘মোকাম সদরঘাট’ নিয়ে বুকটক
‘ইফতেখার আপনাকে মনে থাকবে ভাই’
কবি, সাংবাদিক, কলাম লেখক এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “ইফতেখার লেখক হিসাবে ছিলেন ধীমান। মৃদু ভঙ্গিমায় চলতেন। তাঁর কোনো শত্রু থাকা সম্ভব ছিল না বলেই হয়ত ক্যানসার চরম শত্রুতাটা করলো। পড়াশোনা করতেন। সুলেখক। তার অকালমৃত্যু মানা যায় না। ছোট্ট মেয়েটার জন্য খারাপ লাগছে। মেয়েকে একা করে যাবার কষ্ট ইফতেখার মাহমুদের জন্য নিশ্চয় মৃত্যুর চাইতে বেশি ছিল। ইফতেখার আপনাকে মনে থাকবে ভাই।”
‘আমরা যেন ইফতেখার মাহমুদকে ভুলে না যাই’
কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও সমালোচক চঞ্চল আশরাফ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ইফতেখার মাহমুদ আমার ছাত্র ছিল। ২০১৬ সালের এপ্রিল থেকে প্রতি শুক্রবার বিকালে সাহিত্যের ক্লাস চালু করেছিলাম। ড্রয়িং রুমেই আমরা বসতাম। যতদিন ক্লাস চলেছে, ইফতেখারের উপস্থিতি অনিবার্য ছিল। খুব শান্ত, বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল, পরিপাটি আর মনোযোগী দেখেছি তাকে। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৮ সালের সম্ভবত মার্চের কোনো এক শুক্রবারের বিকালে। বিষণ্ন ছিল ওর মুখ, মনে পড়ে। সেদিন বাসায় কেউ ছিল না, ঋষভ ছাড়া। সে আমাদের জন্য চা বানিয়েছিল। ফোন করেই ইফতেখার এসেছিল। কথায় কথায় সন্ধ্যা হয়ে গেল। অন্যমনস্ক ছিল কি, সে? যাওয়ার অনুমতি চাইলে বললাম, চলো এগিয়ে দিই। গলির দোকানে আমরা আবার চা খেলাম। ইফতেখার অন্যমনস্ক ছিল। মনে পড়ে। যদিও কথার চেয়ে তার প্রশ্ন ছিল বেশি। এরপর আর দেখা হয়নি। ফোনে আলাপ হতো। কিন্তু বেশি নয়। ২০২০ সালে একবার কথা হয়েছিল, করোনার সময়ে। তারপর তাও বন্ধ হয়ে গেল। আমার উচিত ছিল ইফতেখারের খবর নেওয়া। কোনো কারণ দেখিয়ে এই ত্রুটি এড়ানো যাবে না। যদিও মৃত্যুর সামনে সব অর্থহীন।
আজ যখন দুঃসংবাদটা শুনলাম, বুকের ভেতরটা দুমড়ে মুচঢ়ে গেল। অনেকের ফোন পেয়েছি। ওর এত অনুরাগী, জানতাম না। আমরা যেন ইফতেখার মাহমুদকে ভুলে না যাই। তার রচিত গ্রন্থগুলি সম্পর্কে আলাপের মধ্য দিয়ে সেটা সম্ভব হবে।”
ইফতেখার মাহমুদ
‘আর কিছু বলার সাধ্য আমার নেই’
কথাসাহিত্যিক ও অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল এক ফেসবুক পোস্টে লিখেছেন, “কথাশিল্পী, ইস্টার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, অপার সম্ভাবনাময় সংবেদনশীল মানুষ ইফতেখার মাহমুদ পৃথিবীতে তাঁর সংক্ষিপ্ত সফর শেষে ফিরে গেলেন মহাকালের কাছে। বিদায় ইফতেখার। আর কিছু বলার সাধ্য আমার নেই।”
‘প্রিয় ইফতেখার, এই পৃথিবীর একটাই তো আকাশ’
কথাসাহিত্যিক মাসউদ আহমাদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আমাদের বন্ধু, গল্পকার, সুকথক এবং ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার মাহমুদ মারা গেছেন। খবরটা শোনার পর, কিছুতেই বিশ্বাস হয়নি। না হতে হতে, কেবলই চোখে ও মনের পাতায় ভাসছিল ইফতেখার মাহমুদের হাসিমুখ এবং দরাজ কণ্ঠে কথা বলার স্বতন্ত্র সুন্দর ভঙ্গিটি। তিনি এত জানতেন, এমন আশ্চর্য সংবেদনশীল বোধ ছিল তাঁর। আর তাঁর লেখালেখি; বই, মানুষ ও সমাজ নিয়ে তাঁর নরম কণ্ঠের তীব্র ও অসাধারণ সুন্দর পর্যবেক্ষণের রেখা আমাদের বিস্মিত করে গিয়েছে একুশে বইমেলার সন্ধ্যাগুলোতে, কখনো ধানমন্ডিতে মীনা বাজারের আশেপাশে বা শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে।
মনে পড়ছে.
ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়াই করছিলেন ইফতেখার মাহমুদ। অসুখটা গভীর ছিল। নিয়মমাফিক চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি।
আজ তিনি চলেই গেলেন।
প্রিয় ইফতেখার, এই পৃথিবীর একটাই তো আকাশ, এই একই আকাশের নিচে কোথাও না কোথাও আছেন আপনি। শুধু জানা হবে না আর, কেমন আছেন?
ইফতেখার মাহমুদ রচিত গ্রন্থসমূহ
তবু যেখানেই থাকুন, আপনি শান্তিতে থাকুন। মহান আল্লাহ আপনাকে ভালো রাখুন। অপরূপ নৈশব্দ্য ও সংবেদনশীলতার পুরোটা আপনার ওপর বর্ষিত হোক; এই প্রার্থনা করি।”
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য় ইফত খ র ফ সব ক র একট
এছাড়াও পড়ুন:
‘প্রিয় ইফতেখার, এই পৃথিবীর একটাই তো আকাশ’
কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ইফতেখার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিসিএস ক্যাডার হয়েও প্রশাসনিক চাকরি ছেড়ে শিক্ষকতা ও সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত করেছিলেন ইফতেখার মাহমুদ। তার মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন লেখক, সাহিত্যিক, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
আরো পড়ুন:
বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার চালু
উপন্যাস ‘মোকাম সদরঘাট’ নিয়ে বুকটক
‘ইফতেখার আপনাকে মনে থাকবে ভাই’
কবি, সাংবাদিক, কলাম লেখক এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “ইফতেখার লেখক হিসাবে ছিলেন ধীমান। মৃদু ভঙ্গিমায় চলতেন। তাঁর কোনো শত্রু থাকা সম্ভব ছিল না বলেই হয়ত ক্যানসার চরম শত্রুতাটা করলো। পড়াশোনা করতেন। সুলেখক। তার অকালমৃত্যু মানা যায় না। ছোট্ট মেয়েটার জন্য খারাপ লাগছে। মেয়েকে একা করে যাবার কষ্ট ইফতেখার মাহমুদের জন্য নিশ্চয় মৃত্যুর চাইতে বেশি ছিল। ইফতেখার আপনাকে মনে থাকবে ভাই।”
‘আমরা যেন ইফতেখার মাহমুদকে ভুলে না যাই’
কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও সমালোচক চঞ্চল আশরাফ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ইফতেখার মাহমুদ আমার ছাত্র ছিল। ২০১৬ সালের এপ্রিল থেকে প্রতি শুক্রবার বিকালে সাহিত্যের ক্লাস চালু করেছিলাম। ড্রয়িং রুমেই আমরা বসতাম। যতদিন ক্লাস চলেছে, ইফতেখারের উপস্থিতি অনিবার্য ছিল। খুব শান্ত, বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল, পরিপাটি আর মনোযোগী দেখেছি তাকে। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৮ সালের সম্ভবত মার্চের কোনো এক শুক্রবারের বিকালে। বিষণ্ন ছিল ওর মুখ, মনে পড়ে। সেদিন বাসায় কেউ ছিল না, ঋষভ ছাড়া। সে আমাদের জন্য চা বানিয়েছিল। ফোন করেই ইফতেখার এসেছিল। কথায় কথায় সন্ধ্যা হয়ে গেল। অন্যমনস্ক ছিল কি, সে? যাওয়ার অনুমতি চাইলে বললাম, চলো এগিয়ে দিই। গলির দোকানে আমরা আবার চা খেলাম। ইফতেখার অন্যমনস্ক ছিল। মনে পড়ে। যদিও কথার চেয়ে তার প্রশ্ন ছিল বেশি। এরপর আর দেখা হয়নি। ফোনে আলাপ হতো। কিন্তু বেশি নয়। ২০২০ সালে একবার কথা হয়েছিল, করোনার সময়ে। তারপর তাও বন্ধ হয়ে গেল। আমার উচিত ছিল ইফতেখারের খবর নেওয়া। কোনো কারণ দেখিয়ে এই ত্রুটি এড়ানো যাবে না। যদিও মৃত্যুর সামনে সব অর্থহীন।
আজ যখন দুঃসংবাদটা শুনলাম, বুকের ভেতরটা দুমড়ে মুচঢ়ে গেল। অনেকের ফোন পেয়েছি। ওর এত অনুরাগী, জানতাম না। আমরা যেন ইফতেখার মাহমুদকে ভুলে না যাই। তার রচিত গ্রন্থগুলি সম্পর্কে আলাপের মধ্য দিয়ে সেটা সম্ভব হবে।”
ইফতেখার মাহমুদ
‘আর কিছু বলার সাধ্য আমার নেই’
কথাসাহিত্যিক ও অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল এক ফেসবুক পোস্টে লিখেছেন, “কথাশিল্পী, ইস্টার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, অপার সম্ভাবনাময় সংবেদনশীল মানুষ ইফতেখার মাহমুদ পৃথিবীতে তাঁর সংক্ষিপ্ত সফর শেষে ফিরে গেলেন মহাকালের কাছে। বিদায় ইফতেখার। আর কিছু বলার সাধ্য আমার নেই।”
‘প্রিয় ইফতেখার, এই পৃথিবীর একটাই তো আকাশ’
কথাসাহিত্যিক মাসউদ আহমাদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আমাদের বন্ধু, গল্পকার, সুকথক এবং ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার মাহমুদ মারা গেছেন। খবরটা শোনার পর, কিছুতেই বিশ্বাস হয়নি। না হতে হতে, কেবলই চোখে ও মনের পাতায় ভাসছিল ইফতেখার মাহমুদের হাসিমুখ এবং দরাজ কণ্ঠে কথা বলার স্বতন্ত্র সুন্দর ভঙ্গিটি। তিনি এত জানতেন, এমন আশ্চর্য সংবেদনশীল বোধ ছিল তাঁর। আর তাঁর লেখালেখি; বই, মানুষ ও সমাজ নিয়ে তাঁর নরম কণ্ঠের তীব্র ও অসাধারণ সুন্দর পর্যবেক্ষণের রেখা আমাদের বিস্মিত করে গিয়েছে একুশে বইমেলার সন্ধ্যাগুলোতে, কখনো ধানমন্ডিতে মীনা বাজারের আশেপাশে বা শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে।
মনে পড়ছে...
ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়াই করছিলেন ইফতেখার মাহমুদ। অসুখটা গভীর ছিল। নিয়মমাফিক চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি।
আজ তিনি চলেই গেলেন।
প্রিয় ইফতেখার, এই পৃথিবীর একটাই তো আকাশ, এই একই আকাশের নিচে কোথাও না কোথাও আছেন আপনি। শুধু জানা হবে না আর, কেমন আছেন?
ইফতেখার মাহমুদ রচিত গ্রন্থসমূহ
তবু যেখানেই থাকুন, আপনি শান্তিতে থাকুন। মহান আল্লাহ আপনাকে ভালো রাখুন। অপরূপ নৈশব্দ্য ও সংবেদনশীলতার পুরোটা আপনার ওপর বর্ষিত হোক; এই প্রার্থনা করি।”
ঢাকা/এসবি