আমি ঈশ্বরে বিশ্বাস করি না: এসএস রাজামৌলি
Published: 16th, November 2025 GMT
‘বাহুবলি’খ্যাত নির্মাতা এসএস রাজামৌলি। এ পরিচালক বহুবার বলেছেন—“আমার সিনেমাগুলো পৌরাণিক কাহিনি সমৃদ্ধ।” কিন্তু রাজামৌলি ধর্ম চর্চাকারী কোনো হিন্দু নন। বরং নিজেকে একজন ‘নাস্তিক’ হিসেবে দাবি করেন। তার পরবর্তী সিনেমা ‘বারাণসী’। শনিবার (১৫ নভেম্বর) হায়দরাবাদে এ সিনেমা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। জমকালো এই অনুষ্ঠানে তার ‘নাস্তিকতা’ নিয়ে কথা বলেন এই পরিচালক।
‘বারাণসী’ সিনেমার টিজার মুক্তির আগেই টিজারের একটি অংশ অন্তর্জালে ফাঁস হয়ে যায়। এ বিষয়ে রাজামৌলি বলেন, “অনুষ্ঠান শুরুর আগে টেকনিক্যাল বিষয় চেক দেওয়া সময় ভেন্যুতে টিজারটি চালানো হয়েছিল, তখন একটি ড্রোন ফুটেজটি ধারণ করে। এর ফলে এই ঘটনার জন্ম হয়েছে।”
আরো পড়ুন:
রাশমিকাকে বিজয়ের চুম্বন, ভিডিও ভাইরাল
অজিতের বাড়িতে বোমা হামলার হুমকি
এরপর রাজামৌলি বলেন, “আমার জন্য এটা খুব আবেগময় মুহূর্ত। আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমার বাবা এসে বললেন, ‘হনুমানজি পিছন থেকে সব দেখবেন।’ সত্যি যদি তিনি দেখতেন, তাহলে এটা তিনি কীভাবে দেখলেন? এটা ভাবতেই আমার রাগ হচ্ছে।”
রাজামৌলির স্ত্রী রমা রাজামৌলিও হনুমানের ভক্ত। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমার স্ত্রীও হনুমানের খুব ভক্ত। সে হনুমানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে এবং কথা বলে। স্ত্রীর ওপরও রাগ করেছিলাম।”
রাজামৌলি ঈশ্বরে বিশ্বাস না করার কথা বলায় সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ তার নির্মিত ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজি বিশ্বব্যাপী ব্লকবাস্টার সিনেমার তকমা পেয়েছে। ২০২২ সাল মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপল আর’ সিনেমার সব জায়গাতে হিন্দু পুরাণ থেকে নেওয়া চমকপ্রদ ভিজ্যুয়াল দেখা যায়।
‘বাহুবলি’ সিনেমায় প্রভাসের চরিত্রের সঙ্গে মহাদেবের সাদৃশ্য রয়েছে। ‘ট্রিপল আর’ সিনেমার চূড়ান্ত অ্যাকশন দৃশ্যে রামচরণের মাঝে রাম-সুলভ ছায়া দেখা যায়। একটি অনুষ্ঠানে রাজামৌলি দাবি করেছিলেন, বারাণসীর গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এবং শুটিং সেটে মহেশ বাবুকে রামের সাজে দেখে তার গায়ে কাঁটা দিয়েছিল।
২০২২ সালে বিয়ন্ড ফেস্টে রাজামৌলি বলেছিলেন, “অনেকে মনে করেন হিন্দুইজম একটি ধর্ম, বর্তমান প্রেক্ষাপটে তা সত্যি। কিন্তু ধর্ম হিসেবে হিন্দুইজমের আগে ছিল ধর্ম বিশ্বাস; এটি একটি জীবনধারা, একটি দার্শনিক ধারণা। যদি ধর্ম হিসেবে দেখেন, তাহলে আমিও হিন্দু নই। কিন্তু যদি ধর্ম বিশ্বাস হিসেবে দেখেন, তাহলে আমি গভীরভাবে হিন্দু। আমি ‘ট্রিপল আর’ সিনেমায় যে বিষয়গুলো দেখিয়েছি, তা বহু শতাব্দী ও যুগ ধরে চলে আসা একটি জীবনদর্শন।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অন ষ ঠ ন হন ম ন
এছাড়াও পড়ুন:
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসেও পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। দুটি কেন্দ্রেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
আজ রোববার রুয়েটের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই ভর্তি পরীক্ষায় ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুনএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী৪ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতাভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ২০২৫ সালে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ পেতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে মোট জিপিএ ১৪ থাকতে হবে।
ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে। আবেদনকারীর এ লেভেল সনদ অবশ্যই ২০২৪ সালের নভেম্বর বা তার পরের হতে হবে।
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।
আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫