জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা আগামীকাল সোমবার সরাসরি সম্প্রচার করা হবে।

আজ রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ কথা বলেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, আগামীকাল রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন, সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। আর বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের অন্য সব গণমাধ্যম তা সরাসরি সম্প্রচার করতে পারবে।

বিচারপতি মো.

গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামীকাল এই মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকা থেকে ২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আরো ১৫ জনকে আটক করা হয়।

রবিবার (১৬ নভেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘বোমা’ নিক্ষেপ

ময়মনসিংহে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল কাভার্ডভ্যান

পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একাধিক টিম অভিযানে নামে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধরা পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওসি মাহিনুল ইসলাম জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে তারা অভিযান চালান। আটক নেতাকর্মীদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, “আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ব্যানার, লাঠি ও নাশকতার সরঞ্জাম।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদের শনাক্ত করার কাজও চলছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ