২০২৬ সালের আলিম পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন শিক্ষার্থী। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে এ ফল প্রকাশ করা হয়।

আরও পড়ুনএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী১ ঘণ্টা আগে

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবেদন করেছেন ৯ হাজার ৭০১ জন শিক্ষার্থী, মোট আবেদন হয়েছে ৩১ হাজার ৮২৮টি। এর মধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ৮৫ জনের। অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৪৫ জন এবং অকৃতকার্য থেকে অকৃতকার্য হয়েছেন ১৮ জন।

আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি১৩ নভেম্বর ২০২৫

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের জন্য সব আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকা থেকে ২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আরো ১৫ জনকে আটক করা হয়।

রবিবার (১৬ নভেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘বোমা’ নিক্ষেপ

ময়মনসিংহে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল কাভার্ডভ্যান

পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একাধিক টিম অভিযানে নামে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধরা পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওসি মাহিনুল ইসলাম জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে তারা অভিযান চালান। আটক নেতাকর্মীদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, “আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ব্যানার, লাঠি ও নাশকতার সরঞ্জাম।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদের শনাক্ত করার কাজও চলছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ