অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী তিন মাস দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগস্ট মাসে অর্থনৈতিক অবস্থা কঠিন ছিল, কিন্তু আমরা ভেতরের অবস্থা জানি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, এক্সপোর্টও বাড়ছে।

তিনি বলেন, ‌‌‌‌‘‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো, অর্থনৈতিক কাঠামোটি সুসংহত করা, যাতে আগামী সরকার দায়িত্ব নিয়ে এটিকে আরও উন্নত করতে পারে।’’

রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে নগদ লিমিটেডের প্রশাসক মো.

মোতাছিম বিল্লাহসহ নগদ পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, সাংবাদিক এবং দেশের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা উপস্থিত ছিলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘যদি অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিত, তবে দেশের অবস্থা আরও খারাপ হতে পারত। বর্তমানে মুদ্রাস্ফীতি ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এসেছে এবং এটি আরও কমবে।’’

তিনি বলেন, ‘‘সাংবাদিকরা ‘জনগণের কণ্ঠ’। দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য সরবরাহ করে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য জরুরি। যারা প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।’’

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘সাংবাদিকদের কাছে অনুরোধ, আপনারা সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজের দিকগুলোও তুলে ধরবেন এবং গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক কাজ করতে সহায়তা করবেন, যাতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যায়।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তব্য রাখেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ড চেয়ারম্যান ও সম্পাদক শামসুল হক জাহিদ।

আবু সালেহ আকন বলেন, ডিআরইউ বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ডে স্পন্সর করায় নগদকে ধন্যবাদ। আজকে যারা ডিআরইউ বেস্ট রিপোটিং এ্যাওয়ার্ড পেয়েছে তাদের অভিনন্দন আর যারা পাননি তারা ভবিষ্যতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

শুভেচ্ছা বক্তব্যে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘‘আজকের এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ডিআরইউর বার্ষিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পেশাদার সাংবাদিকতায় নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধকে সম্মান জানাতে ডিআরইউ প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রিপোর্টিং পুরস্কার প্রদান করে আসছে। এটি শুধু স্বীকৃতি নয়, দেশের সাংবাদিকতার গতিপথকে ইতিবাচক ও শক্তিশালী করার একটি ধারাবাহিক প্রচেষ্টা।’’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এ বছর ২৪টি ক্যাটাগরিতে ২৭ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছে। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ড. সালেহউদ্দিন আহমেদ। 

পুরস্কার পেলেন যারা

মৌসুমী ইসলাম (দ্য ডেইলি সান), মো. শওকত আলী (দৈনিক দেশ রূপান্তর), সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রফিকুল ইসলাম (দ্য ডেইলি সান), এমএ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মো. শরিফুল ইসলাম (দ্য ডেইলি স্টার), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), হারুন আর রশিদ (দৈনিক কালবেলা), মো. আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. রাহেনুর ইসলাম (সকালসন্ধ্যা ডটকম), মো. জসীম উদ্দীন (ঢাকা পোস্ট ডটকম), এহসানুল হক জসীম (দ্য ডেইলি সান), মো. হেলিমুল আলম (দ্য ডেইলি স্টার), শামসুল হক মোহাম্মদ মিরাজ (দৈনিক কালের কণ্ঠ), শাহ মো. রাশেদুর রহমান (ডিবিসি নিউজ), আবু জাহেদ মুহম্মদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), রাজিব ঘোষ (ডিবিসি নিউজ), মো. ইমদাদুল হক (চ্যানেল টোয়েন্টিফোর), মো: ইউসুফ আলী (ডিবিসি নিউজ), সুশান্ত সিনহা (একাত্তর টেলিভিশন), শাহনাজ শারমীন (একাত্তর টেলিভিশন), মেহ্‌দী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন) এবং হাসান আরিফ (দৈনিক রূপালী বাংলাদেশ)।

ঢাকা/এনটি//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন ড আরইউ ইসল ম আহম দ সরক র

এছাড়াও পড়ুন:

পুসকাস পুরস্কারের লড়াইয়ে ইয়ামাল, মার্তা পুরস্কারে ফের মনোনীত মার্তা

প্রতিবছর ফুটবল–দুনিয়া অসংখ্য গোলের সাক্ষী হচ্ছে। এই গোলগুলোর বেশির ভাগই সাদামাটা। তবে এমন কিছু গোলও আছে, যা অনেক দিন মনে রয়ে যায়। লম্বা সময় পরও স্মৃতিচারণা করতে গিয়ে উঠে আসে সেসব গোলের প্রসঙ্গ। তেমন কিছু চোখধাঁধানো গোল থেকেই প্রতিবছর দেওয়া হয় সেরা গোলের পুরস্কার পুসকাস ও মার্তা অ্যাওয়ার্ড।

আগে নারী ও পুরুষ ক্যাটাগরি এক করে বছরের সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ দেওয়া হতো। কিন্তু গত বছর থেকে নারীদেরকে আলাদা করে সেরা গোলের জন্য ‘মার্তা পুরস্কার’ দেওয়া হচ্ছে।

গতকাল রাতে প্রকাশ করা হয়েছে পুসকাস ও মার্তা অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকাও। মজার ব্যাপার, গত বছরের মতো এবারও নিজের নামে দেওয়া পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা। গতবার অবশ্য তিনি শুধু সংক্ষিপ্ত তালিকাতেই জায়গা পাননি, জিতে নিয়েছিলেন পুরস্কারও।

আরও পড়ুনমার্তার নামের পুরস্কারে মনোনয়ন পেলেন মার্তা নিজেই২৯ নভেম্বর ২০২৪

ফিফার দেওয়া মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য বিবেচিত হবে গত ১১ আগস্ট ২০২৪ থেকে ২ আগস্ট ২০২৫ সালের মধ্যে করা গোলগুলো। আর উভয় বিভাগে কে পুরস্কার জিতবেন, তা নির্ধারণ করবেন ভক্ত ও বিশেষজ্ঞরা।

মনোনীত গোলগুলোর তালিকা এখন ফিফা ডটকমে দেখা ও ভোট দেওয়ার জন্য উন্মুক্ত। গত বছরের মতো দুটি পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হবে সমানভাবে—৫০ শতাংশ ভক্তদের ভোট এবং ৫০ শতাংশ ফিফা লেজেন্ডস প্যানেলের ভোটের ভিত্তিতে।

ফুটবলভক্তরা ফিফা ডটকমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হলে তিনটি সেরা গোলকে ক্রমানুসারে সাজাতে পারবেন। প্রথম পছন্দের গোলকে দেওয়া হবে ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দকে ৩ পয়েন্ট এবং তৃতীয় পছন্দকে ১ পয়েন্ট।

পুসকাস পুরস্কারের জন্য যেসব গোল সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে, তার মধ্যে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে লামিনে ইয়ামালের করা গোল আছে। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে অসাধারণ এক গোল করেন ইয়ামাল। বার্সেলোনার এই স্প্যানিশ তরুণ ছাড়া তালিকায় আছেন আর্সেনালের ডেক্লান রাইস—তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফ্রি–কিক থেকে করেছিলেন দুর্দান্ত এক গোল।

নারীদের মধ্যে নিজের নামে দেওয়া পুরস্কারের জন্য মনোনীত গোলটি মার্তা করেছিলেন গত বছরের ১৭ নভেম্বর। অরল্যান্ডো প্রাইডের হয়ে সেদিন কানসাস সিটির গোলরক্ষকসহ চারজন কাটিয়ে অসাধারণ এক গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। এ গোলটিই পুরস্কারের লড়াইয়ে জায়গা করে দিয়েছে তাঁকে। এখন শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বারের মতো নিজের নামে দেওয়া পুরস্কারটি মার্তার হাতে ওঠে কি না, সেটাই দেখার অপেক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিসির আশ্বাসের ঘর পেল ফুটবলার সোনালীর পরিবার
  • পুসকাস পুরস্কারের লড়াইয়ে ইয়ামাল, মার্তা পুরস্কারে ফের মনোনীত মার্তা