Risingbd:
2025-11-20@15:14:13 GMT

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

Published: 20th, November 2025 GMT

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হচ্ছে। এ বিষয়ে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানান।

আরো পড়ুন:

সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়কে দিল এনবিআর

অনলাইনে এনবিআরের ভ্যাট রিফান্ড মডিউল চালু

নিয়ম অনুযায়ী, অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। কিন্তু আরো এক মাস বাড়িয়ে রিটার্ন জমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার কথা চলছে।

ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে এনবিআরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “আয়কর আইন, ২০২৩ অনুসারে ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। বিভিন্ন পেশাজীবী ও করদাতার সময় বৃদ্ধির আবেদন বিবেচনায় নিয়ে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হচ্ছে।” 

তিনি বলেন, “চলতি কর বছরে এরই মধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।”

ঢাকা/এনএফ/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনব আর আয়কর র ট র ন আয়কর র ট র ন এনব আর র সময় করদ ত

এছাড়াও পড়ুন:

ফেনীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ফেনীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার হয়। এদের মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, একজন হোটেলে নাস্তা করতে গিয়ে এবং অন্যজন গাছের ডাল ভেঙে পড়ে মারা গেছেন।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান বলেন, “ফেনীর ফাজিলপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হতে পারেন তিনি। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” 

আরো পড়ুন:

মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা: চিকিৎসাধীন অবস্থায় সোহলের মৃত্যু

কাশিমপুর কারাগারে বন্দী সাবেক ওয়ার্ড কমিশনারের মৃত্যু

সকাল সাড়ে ১১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ এলাকায় গাছ কাটার সময় ভেঙে পড়া ডালের আঘাতে মো. মুসা খাঁ (২৮) নামে এক শ্রমিক মারা গেছেন।

মুসা খাঁ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কালিরঘাট গ্রামের আবদুল খালেক খাঁর ছেলে। প্রায় দুই মাস আগে কাজের জন্য ফেনীতে আসেন এবং ধলিয়ার সোমবারিয়া বাজার এলাকায় ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সহকর্মীদের সঙ্গে গাছ কাটতে যান মুখা। এ সময় গাছের একটি ঢাল ভেঙ্গে পড়ে তার ওপর। গুরুতর আহত হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী মো. রাসেল বলেন, “গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় মুসার মৃত্যু হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার ছোট ভাই ঈসা খাঁ চট্টগ্রাম থেকে ফেনীতে আসতে রওনা হয়েছেন। আমরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছি।’ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাগেরহাটে নিয়ে যাওয়া হবে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে ফেনীর শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের গার্ডেন রেস্টুরেন্টে নাস্তা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০) নামে এক যুবক। দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকার খাদেমুল ইসলামের ছেলে খালেদ ফেনীতে সিঙ্গার কোম্পানির সার্ভিস সেন্টারে কাজ করতেন।

রেস্টুরেন্টের ওয়েটার রকি বলেন, “মারা যাওয়া যুবক নিয়মিত নাস্তা করতে আসতেন। আজ কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। বলেছিলেন, ঘাড়ে ব্যথা। নাস্তা আনতে গিয়ে দেখি তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামজুজ্জামান বলেন, “খালেদের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার ভগ্নীপতি শাহাব উদ্দিন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, “সকাল থেকে দুপুরের মধ্যে তিনজনের মরদেহ হাসপাতালে আসে। একজন ট্রেনে কাটা পড়ে, একজন গাছের ঢাল পড়ে এবং একজন অস্বাভাবিকভাবে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।” 

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • জয়পুরহাটে ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব, ‘বেরিয়ে এল’ দুর্নীতির তথ্য
  • চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে একজনের মৃত্যু
  • ফেনীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
  • আয়কর রিটার্ন দেওয়ার সময় আছে ১০ দিন, অনলাইনে রিটার্ন দেবেন কীভাবে
  • বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত, তবে অধ্যাদেশসহ সামগ্রিক প্রক্রিয়া সময়সাপেক্ষ
  • বিটিআরসিতে নিয়োগে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • পিএসসি কেন কোনো ক্যালেন্ডার অনুসরণ করে না
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: কোটায় আবেদন ও ভর্তির শর্ত প্রকাশ
  • স্ত্রী-সন্তানসহ কাজী জাফর উল্যাহর আয়কর নথি সিআইডিকে দিতে নির্দেশ