ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব
Published: 20th, November 2025 GMT
ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবের খসড়া তৈরি হয়েছে, যেখানে কিয়েভকে ভূখণ্ড ছাড় দিতে হতে পারে। রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তৈরি হওয়া এই প্রস্তাবে ইউক্রেনের সামরিক সক্ষমতা কমানোর শর্তও জুড়ে দেওয়া হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের মতে, রাশিয়া এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে জেলেনস্কি প্রশাসন যুক্তরাষ্ট্রের কাছে কার্যকরী পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। রাশিয়া অবশ্য নতুন কোনো শান্তি প্রস্তাবের বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ব
এছাড়াও পড়ুন:
শিশুদের স্পিচ থেরাপি কখন দরকার হয়
অনেক শিশু সময়মতো বয়স উপযোগী কথা শিখতে ব্যর্থ হয় বা দেরি করে। অথবা অনেক শব্দ শিখলে বা অনুকরণ করতে পারলেও পরিবেশ উপযোগী যোগাযোগ স্থাপন করতে পারে না।
অনেকে আবার অর্থবোধক শব্দ শিখতে পারে না সময়মতো। এই সমস্যাগুলোকে মোটাদাগে স্পিচ ডিলে (বিলম্বিত কথা বলা) বলা হয়ে থাকে।
সুস্থ ও স্বাভাবিক একটি শিশু সাধারণত দুই মাস বয়সেই বিভিন্ন ধ্বনি তৈরি করে কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে। ৬ থেকে ৮ মাসের দিকে সে বাবলিং করে অর্থাৎ বা বা, দাদ দা—এই ধরনের শব্দ করতে শুরু করে।
১ বছর বয়সের দিকে সে দাদা, মামা বাদেও কমপক্ষে একটি অর্থবোধক শব্দ বলতে শেখে। ১৬ থেকে ২০ মাস বয়সের মাঝে তার শব্দভান্ডার বেড়ে ১০ থেকে ৫০-এর মাঝে আসে।
২ বছরের দিকে দুটি শব্দ জোড়া লাগিয়ে ছোট ছোট বাক্য যেমন আমি খাব, এটা কী, তুমি বস—এসব বলতে পারে। ৩ থেকে ৪টি শব্দ জুড়ে বাক্য বানাতে তার সময় লেগে যায় তিন বছরের মতো।
৪ বছরের দিকে সে একটু জটিল বাক্য বোঝে, ছড়া-কবিতা বলতেও শিখে যায়। এই স্বাভাবিকতার ব্যত্যয় ঘটলে সেটিই স্পিচ ডিলে।
আরও পড়ুনকোন রঙের গাড়িতে পাখি সবচেয়ে বেশি মলত্যাগ করে১৩ নভেম্বর ২০২৫স্পিচ ডিলের বিভিন্ন কারণশিশুদের অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইসে বুঁদ হয়ে থাকাও স্পিচ ডিলের কারণ