তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ে জাতির দীর্ঘ দিনের কলঙ্ক মোচন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

পঞ্চগড়-২: এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিশির আসাদ

একটি দল গণভোট না দেওয়ার জন্য ক্যাম্পেইন করছে: আখতার 

আখতার হোসেন বলেন,“বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য।”

“অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তখন সম্পূর্ণ একতরফা রায় দেওয়া হয়। সেই রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের রায়কে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে।”

আখতার বলেন, “নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে অস্পষ্টতাগুলো দূর করতে হবে। তাহলেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।”

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.

তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট এনস প আখত র এনস প

এছাড়াও পড়ুন:

নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরি, কালিগঞ্জে গ্রেপ্তার ১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সনদ তৈরির অভিযোগে মাহিদুল আলম (২৮) নামের এক গ্রাম পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাতের অভিযানে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের তেতুইতলা এলাকার একটি কম্পিউটার দোকান থেকে তাকে আটক করে পুলিশ।

আরো পড়ুন:

প্রতারণা মামলায় অতিরিক্ত ডিআইজি হামিদুল কারাগারে

বগুড়ার সমন্বয়ক সাকিব খান গ্রেপ্তার

পরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তার মাহিদুল আলম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দড়িবাঘুন গ্রামের মো. আবুল বাশার খানের ছেলে। তিনি ওই ওয়ার্ডেই গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

অভিযান চলাকালে পুলিশ দোকান থেকে একটি কালো রঙের কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউসসহ মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের নামে মোট ছয়টি অফিসিয়াল সিল জব্দ করে। এছাড়া নকল পুলিশ ক্লিয়ারেন্স সনদের ছয়টি রঙিন কপি, অনলাইনে করা আবেদনপত্রের তিনটি কপি, ইউনিয়ন পরিষদের প্যাড বই জব্দ করা হয়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে মাহিদুলকে নকল পুলিশ ক্লিয়ারেন্স সনদ তৈরি করার সময় হাতেনাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অজ্ঞাতনামা আরো ২–৩ জন সহযোগীর সঙ্গে দীর্ঘদিন ধরে এ জালিয়াতি করে আসছিলেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, উদ্ধার হওয়া নকল সনদগুলোতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন ও গাজীপুর পুলিশ সুপারের কার্যাললের (গোয়েন্দা বিভাগ) নামে জাল সিল ব্যবহার করা হয়েছিল। এতে দীর্ঘদিন ধরে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নেওয়া বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন।

তিনি আরো জানান, এ ঘটনায় পেনাল কোডের ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭২ ও ৪৭৪ ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহিদুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা/রফিক/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ