যুক্তরাজ্যে নতুন যুগের পড়াশোনা: কোন বিষয়গুলো ট্রেন্ডে?
Published: 20th, November 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দ্রুত বদল হচ্ছে বিশ্বব্যাপী শিল্প খাত। একই সঙ্গে পুনর্গঠন করছে কর্মসংস্থানের ধরন। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে STEM শিক্ষা—বিজ্ঞান (Science), প্রযুক্তি (Technology), প্রকৌশল (Engineering) ও গণিত (Mathematics)।
যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় অনেক বিশ্ববিদ্যালয় গবেষণানির্ভর শিক্ষা ও উদ্ভাবনের ওপর আরও জোর দিচ্ছে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান STEM ও উদীয়মান প্রযুক্তিবিষয়ক প্রোগ্রাম সম্প্রসারণ করছে। উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সৃজনশীলতা, অভিযোজনক্ষমতা ও জটিল সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারা।
ব্রিটিশ কাউন্সিলের মতে, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো যেসব নতুন ও প্রভাবশালী ডিসিপ্লিনে বেশি জোর দিচ্ছে, সেগুলো ভবিষ্যৎ উদ্ভাবনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করছে।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ১৭ নভেম্বর ২০২৫ডেটা সায়েন্সডেটা-চালিত বিশ্বে ডেটা সায়েন্স হয়ে উঠেছে অন্যতম চাহিদাসম্পন্ন ক্ষেত্র। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিসংখ্যান, প্রোগ্রামিং, মেশিন লার্নিংসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জটিল ডেটা বিশ্লেষণ শেখানো হয়। স্বাস্থ্য, অর্থনীতি, জলবায়ু গবেষণা, ডিজিটাল মার্কেটিংসহ অনেক সেক্টরে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
আরও পড়ুনওবামা ফাউন্ডেশনে ছয় মাসের লিডারশিপ প্রোগ্রাম, যেভাবে আবেদন১৩ ঘণ্টা আগেস্কটিশ হাইল্যান্ডস থেকে জুরাসিক কোস্ট পর্যন্ত বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক গঠনের কারণে যুক্তরাজ্য জিওসায়েন্স অধ্যয়নের একটি শীর্ষ স্থান।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর জ য ব শ বব
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্যে নতুন যুগের পড়াশোনা: কোন বিষয়গুলো ট্রেন্ডে?
কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দ্রুত বদল হচ্ছে বিশ্বব্যাপী শিল্প খাত। একই সঙ্গে পুনর্গঠন করছে কর্মসংস্থানের ধরন। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে STEM শিক্ষা—বিজ্ঞান (Science), প্রযুক্তি (Technology), প্রকৌশল (Engineering) ও গণিত (Mathematics)।
যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় অনেক বিশ্ববিদ্যালয় গবেষণানির্ভর শিক্ষা ও উদ্ভাবনের ওপর আরও জোর দিচ্ছে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান STEM ও উদীয়মান প্রযুক্তিবিষয়ক প্রোগ্রাম সম্প্রসারণ করছে। উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সৃজনশীলতা, অভিযোজনক্ষমতা ও জটিল সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারা।
ব্রিটিশ কাউন্সিলের মতে, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো যেসব নতুন ও প্রভাবশালী ডিসিপ্লিনে বেশি জোর দিচ্ছে, সেগুলো ভবিষ্যৎ উদ্ভাবনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করছে।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ১৭ নভেম্বর ২০২৫ডেটা সায়েন্সডেটা-চালিত বিশ্বে ডেটা সায়েন্স হয়ে উঠেছে অন্যতম চাহিদাসম্পন্ন ক্ষেত্র। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিসংখ্যান, প্রোগ্রামিং, মেশিন লার্নিংসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জটিল ডেটা বিশ্লেষণ শেখানো হয়। স্বাস্থ্য, অর্থনীতি, জলবায়ু গবেষণা, ডিজিটাল মার্কেটিংসহ অনেক সেক্টরে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
আরও পড়ুনওবামা ফাউন্ডেশনে ছয় মাসের লিডারশিপ প্রোগ্রাম, যেভাবে আবেদন১৩ ঘণ্টা আগেস্কটিশ হাইল্যান্ডস থেকে জুরাসিক কোস্ট পর্যন্ত বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক গঠনের কারণে যুক্তরাজ্য জিওসায়েন্স অধ্যয়নের একটি শীর্ষ স্থান।