গাজীপুরের কালীগঞ্জে স্কুল বহির্ভূত তরুণ ও তরুণীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়নে এক অনন্য উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো চাকরির মেলা। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন তরুণ-তরুণী পেয়েছেন চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ।

ইএসডিও কর্তৃক আয়োজিত কর্মসূচিটি বাস্তবায়িত হয় ইউনিসেফ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) যৌথ অর্থায়নে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে প্রাথমিক ও কোন শিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড সহকারী পরিচালক আবুল হোসেন, ইএসডিও’র গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ধরনের উদ্যোগ বেকার তরুণ-তরুণীকে আর্থিক স্বনির্ভরতা ও সমাজে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন আয়োজকরা। 

অংশগ্রহণকারীরা জানান, এই মেলার মাধ্যমে তারা তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন ও ব্যবহারিক প্রয়োগের সুযোগ পেয়েছেন।

আয়োজন সূত্রে জানা গেছে, মেলায় ইএসডিও থেকে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তারা বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ট্রেডে দক্ষতা অর্জন করেছেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

মেলার মাধ্যমে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১১টি প্রতিষ্ঠানে ৬০ জন তরুণ-তরুণীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি, উন্নয়ন সংস্থা কারিতাস ও ডাচ্-বাংলা ব্যাংক উদ্যোক্তা হতে আগ্রহী নারীদের ২০-৫০ হাজার টাকার ঋণসহ নানা সহায়তা প্রদানের ঘোষণা দেয়।

ঢাকা/রফিক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর তর ণ তর ণ ইএসড ও

এছাড়াও পড়ুন:

সাংবাদিকতাকে একটা মাত্রায় নিয়ে গেছে প্রথম আলো: মির্জা ফখরুল

‘প্রথম আলো একটি ইনস্টিটিউশন, একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে সত্যিকার অর্থেই সাংবাদিকতাকে একটা মাত্রায় নিয়ে যাওয়া, এটাকে একটা আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করা যায়—এই মাত্রায় প্রথম আলোই নিয়ে গেছে।’

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে প্রথম আলো আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের গোবিন্দনগর এলাকার ইএসডিও প্রধান কার্যালয় চত্বরের ‘মুক্তির মন্দির সোপান তলে’ ভাস্কর্যের বেদিতে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সুধী সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম থেকে প্রথম আলোর একটা চেষ্টা ছিল যে এই দেশে একটি সত্যিকার অর্থেই প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং বুদ্ধিচর্চায় বিশ্বাসী একটি তরুণ প্রজন্মের সৃষ্টি করা। চেষ্টা করেছে; তবে কতটা সফল হয়েছে, সেটা আমি বলতে পারব না। এখন আমরা যা দেখছি, তাতে মনে হয় প্রথম আলো খুব একটা সফল হতে পারেনি। আজকে দুর্ভাগ্যজনকভাবে যাঁরা সাম্প্রদায়িকতার চর্চা করেন, তাঁরা বেশ বাহবা পান, তালি পান, অনেক পাঠকও পেয়ে যান। বিশেষ করে সামাজিক মাধ্যমে একটা ভয়াবহ উন্মাদনা সৃষ্টি হয়েছে, যেটা এ দেশের জন্য, জনগণের জন্য কখনই শুভ বার্তা বয়ে আনে না।’

ঠাকুরগাঁওয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সুধী সমাবেশ। বুধবার বিকেলে শহরের গোবিন্দনগর এলাকার ইএসডিও প্রধান কার্যালয় চত্বরের ‘মুক্তির মন্দির সোপান তলে’ ভাস্কর্যের বেদিতে

সম্পর্কিত নিবন্ধ

  • সাংবাদিকতাকে একটা মাত্রায় নিয়ে গেছে প্রথম আলো: মির্জা ফখরুল