যত রেকর্ড নিয়ে বিদায় নিলেন তামিম
Published: 11th, January 2025 GMT
তামিম ইকবাল আন্তর্জাতিক ক্যারিয়ারঅধিনায়ক তামিমতামিমের বিশ্ব রেকর্ড
• ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭ ওয়ানডে খেলে ২৮৫৩ রান তামিমের। এই রেকর্ডে পরে দুটি নামও বাংলাদেশের—মুশফিক (২৬৮৪) ও সাকিব (২৬৫৬)।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি গড়ার পথে ইমরুল ও তামিম।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেরানীগঞ্জে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারের নিচ তলায় একটি ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫.৩০ মিনিটের দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, ভোরে জমেলা টাওয়ার নামে ১২ তলা একটি ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সুমন মিয়া জানান, ওই ভবনের নিচ তলায় ঝুটের গোডাউন রয়েছে। ভোরে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রথমে দুয়েকটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে ১২টি ইউনিট যোগ দেয়। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ঢাকা/শিপন/এস