তামিম ইকবাল আন্তর্জাতিক ক্যারিয়ারঅধিনায়ক তামিমতামিমের বিশ্ব রেকর্ড

• ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭ ওয়ানডে খেলে ২৮৫৩ রান তামিমের। এই রেকর্ডে পরে দুটি নামও বাংলাদেশের—মুশফিক (২৬৮৪) ও সাকিব (২৬৫৬)।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি গড়ার পথে ইমরুল ও তামিম।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারত ২৩৪ আর পাকিস্তান জিতল ২৯৭ রানে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে জয় পেয়েছে মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত রেকর্ড ৪৩৩ রান করে জয় পায় ২৩৪ রানে। আর দ্য সেভেন স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে পাকিস্তান ৩৪৫ রান করে জয় পায় ২৯৭ রানে।

পাকিস্তান আগে ব্যাট করতে নেমে সামির মিনহাজের অপরাজিত ১৭৭ ও আহমেদ হুসেইনের ১৩২ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে তোলে ৩৪৫ রান। জবাবে পাকিস্তানের বোলিং তোপে ১৯.৪ ওভারে মাত্র ৪৮ রানে অলআউট হয় মালয়েশিয়া। তাদের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেননি। সর্বোচ্চ ৯টি করে রান করেন দিয়াজ পাত্র ও মুহাম্মদ আকরাম।

আরো পড়ুন:

৪৪ বছর বয়সে ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক অ্যান্ডারসন

পয়েন্ট টেবিলে কিউইদের বড় লাফ, ভারত নেমে গেল ছয়ে

বল হাতে পাকিস্তানের আলি রাজা ১১ রানে ৩টি ও সাইয়াম ২৭ রানে ৩টি উইকেট নেন। ৬ রানে ২টি উইকেট নেন আলী খান।

এদিকে ভারতের ইনিংসে ব্যাট হাতে রেকর্ড ১৭১ রানের ইনিংস খেলেন ভৈভব সুর্যবংশী। অ্যারোন জর্জ ৬৯ ও ভিহান মালহোত্রাও খেলেন ৬৯ রানের ইনিংস। এছাড়া ত্রিভেদির ৩৮, কুণ্ডুর ৩২ ও চৌহানের ২৮ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে রেকর্ড ৪৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে।

জবাবে ৫৩ রানে ৬ উইকেট হারানোর পর উদ্দিশা সুরির অপরাজিত ৭৮ ও পৃথিবী মাধুর ৫০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৯৯ রান করতে পারে আরব আমিরাত। ম্যাচসেরা হন ভারতের সুর্যবংশী। আর পাকিস্তানের ম্যাচসেরা হন অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলা সামির।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ