কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
Published: 15th, January 2025 GMT
কুষ্টিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল কাশেম শান্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু সিয়াম (২১)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া বিআরবি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শান্ত ও তার বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় বিপরীত দিকে আসা কুষ্টিয়া সড়ক বিভাগের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শান্ত নিহত হন এবং তার বন্ধু সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শান্তর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দেয়।
দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহত শান্তর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঢাকা/কাঞ্চন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খুলনায় আপ বাংলাদেশের নেতা ফাইজুল্লাহ শাকিলকে দল থেকে অব্যাহতি
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফাইজুল্লাহ ইকবাল শাকিলকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনের মুখপাত্র শাহরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও দেশজুড়ে মাজার-দরগাহ ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলা ও মারধর করার অভিযোগ ওঠার পর এই ব্যবস্থা নেওয়া হলো।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাইজুল্লাহ ইকবাল শাকিলকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।’
গতকাল বুধবার বিকেলে খুলনা নগরের শিববাড়ী মোড়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে সংগঠনের অন্তত ১৫ জন আহত হন। হামলাকারীরা মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলে ও পুড়িয়ে দেয়।
ওই ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে ফাইজুল্লাহ শাকিল উপস্থিত ছিলেন এবং তিনি তাঁর দলের কর্মীদের উসকানি দিচ্ছেন। পরে ব্যানারে আগুন ধরানোর সময়ও তাঁকে দেখা যায়। তিনি তাঁর ফেসবুক পেজেও প্রকাশ করেন।
নিজ ফেসবুক পোস্টে ফাইজুল্লাহ শাকিল লেখেন, ‘বাউল নাস্তিকদের পক্ষে সমাবেশ করতে চাওয়ায় বাম-রামদের প্যাদানি দিয়ে শক্ত হাতে আজকে প্রতিহত করা হয়েছে এবং দলীয় ব্যানার পুড়িয়ে দেওয়া হয়।’
তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিজেকে ছাত্র ইউনিয়ন খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক দাবি করে সজীব খান প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করার বিষয়ে আলোচনা চলছে। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, জোটের ভেতরে আলোচনা চলছে।