কুষ্টিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল কাশেম শান্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু সিয়াম (২১)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া বিআরবি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শান্ত ও তার বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় বিপরীত দিকে আসা কুষ্টিয়া সড়ক বিভাগের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শান্ত নিহত হন এবং তার বন্ধু সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শান্তর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দেয়। 

দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহত শান্তর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

ঢাকা/কাঞ্চন/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর দিয়ে বিকল্প ইঞ্জিন আনার পর বলাকা কমিউটার সরিয়ে নিলে রাত সাড়ে ৭টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেন বিকল, সাময়িক অচলাবস্থা

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার মো. শামীম বলেন, “হঠাৎ করে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। রাত সাড়ে ৭টার দিকে ইঞ্জিন আসার পর বলাকা কমিউটার সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ