কুষ্টিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল কাশেম শান্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু সিয়াম (২১)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া বিআরবি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শান্ত ও তার বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় বিপরীত দিকে আসা কুষ্টিয়া সড়ক বিভাগের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শান্ত নিহত হন এবং তার বন্ধু সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শান্তর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দেয়। 

দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহত শান্তর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

ঢাকা/কাঞ্চন/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হোয়াইটওয়াশ এড়ানোর কঠিন পরীক্ষায় ভারত

ইডেনের পর গৌহাটিতে কঠিন পরীক্ষার মুখোমুখি ভারত। নিজেদের মাটিতে টেস্ট ক্রিকেটে এমন পরীক্ষা শেষ কবে যে তারা দিয়েছিল! 

ইডেনে হেরে গৌহাটিতে এসেছিল টিম ইন্ডিয়া। সিরিজ বাঁচানোর পরীক্ষা ছিল তাদের। কিন্তু স্কোরবোর্ডের যা চিত্র তাতে মনে হচ্ছে, এবার হোয়াইটওয়াশ হতেই হবে প্রোটিয়াদের কাছে! আজ বুধবার শেষ দিনে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট তুলে নিলেই হোয়াইটওয়াশ হবে ভারত। 

আর স্বাগতিকদের পুরো দিন ব্যাটিং করে ম্যাচ বাঁচাতে লড়তে হবে। তাদের টার্গেট ৫৪৯ রান। চতুর্থ ইনিংসে ২৭ রান তুলতে ২ উইকেট হারিয়েছে রিশভ পান্তের দল। আউট হয়ে গেছেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। বাকিদের দিতে হবে কঠিন পরীক্ষা।  

টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। এশিয়াতে এই রেকর্ড ৩৯৫ রান। উইকেটের যা অবস্থা তাতে ভারত রান তাড়া করতে গেলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। এক্ষেত্রে একটাই উপায় ম্যাচটাকে ড্র করা। তাতে হোয়াইটওয়াশ এড়ানো যাবে। কিন্তু সিরিজ বাঁচানো যাবে না।  

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা ২৮৮ রানের লিড পেয়েছিল। মধ্যাহ্ন বিরতির পর তারা ৪০ মিনিট ব্যাটিং করেছিল। মূলত স্টাবসের সেঞ্চুরির অপেক্ষায় ছিল তারা। তাকে ৪০ মিনিট সময় বেঁধে দিয়েছিল। চেষ্টায় প্রায় সফল হয়ে গিয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

৯৪ রানে থাকতে জাজেদাজে সুইপ করে ছক্কা উড়াতে গিয়েছিলেন। টাইমিং মেলাতে না পেরে বোল্ড হন স্টাবস। এরপরই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। স্টাবস ছাড়া রান পেয়েছেন টনি জর্জি (৪৯), রিকেলটন (৩৫) ও মার্করাম (২৯)। ভারতের ৪টি উইকেটই নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

পাহাড় টপকানোর চ্যালেঞ্জে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। জানসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জয়সোয়াল। কিছুক্ষণ পর দুর্দান্ত এক ডেলিভারিতে লোকেশ রাহুলের স্টাম্প ভেঙে দেন সাইমন হার্মার। শাই সুদার্শান ও কুলদ্বীপ যাদব অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ