কুষ্টিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল কাশেম শান্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু সিয়াম (২১)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া বিআরবি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শান্ত ও তার বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় বিপরীত দিকে আসা কুষ্টিয়া সড়ক বিভাগের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শান্ত নিহত হন এবং তার বন্ধু সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শান্তর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দেয়। 

দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহত শান্তর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

ঢাকা/কাঞ্চন/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম, সাবেক কাউন্সিলর ইস্রাফিল, সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শেখ শামসুদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি এ্যাডভোকেট তিন্নি, সোনারগাঁ উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, ফতুল্লা থানা মহিলা দলের সভাপতি রাশিদা মেম্বার, সোনারগাঁ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার বিউটি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, আহসান খলিল শ্যামল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, ছাত্রদল নেতা মেহেদী ফারহানসহ বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান।

সম্পর্কিত নিবন্ধ