কুষ্টিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল কাশেম শান্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু সিয়াম (২১)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া বিআরবি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শান্ত ও তার বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় বিপরীত দিকে আসা কুষ্টিয়া সড়ক বিভাগের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শান্ত নিহত হন এবং তার বন্ধু সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শান্তর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দেয়। 

দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহত শান্তর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

ঢাকা/কাঞ্চন/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সুপারকম্পিউটারের হিসাবে এবার লিগ জিতবে আর্সেনাল, অন্য কোন দলের সম্ভাবনা কেমন

নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে ফিরে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা যেন বিশাল এক ঝাঁকুনি খেল। ইংলিশ ফুটবলের ‘বিগ সিক্স’-এর চার দলই এই সপ্তাহে জয়হীন। হেরে গেছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড।

সিটির টানা চার ম্যাচের জয়রথ থেমেছে সেন্ট জেমস পার্কে। হার্ভি বার্নসের জোড়া গোলে নিউক্যাসলের কাছে তারা হেরেছে ২-১ ব্যবধানে। লিভারপুলও অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের কাছে হেরেছে ৩-০ গোলে। টানা সাত ম্যাচে মাত্র এক জয় পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা নেমে গেছে ১২ নম্বরে।

প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতার সুযোগে আরও এগিয়ে গেছে আর্সেনাল। টটেনহামকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা। চেলসি বার্নলিকে হারিয়েছে ২-০ গোলে। কিন্তু ইউনাইটেড হোঁচট খেয়েছে দুর্বল এভারটনের কাছে। ১-০ গোলে হেরে তারা এখন ১২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ১০ নম্বরে।

আরও পড়ুনলিভারপুল কেন এত খারাপ খেলছে, আর কি লিগ জেতার আশা আছে২৪ নভেম্বর ২০২৫

চারটি বড় দলের এই হোঁচটের পর প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় কীভাবে এগোতে পারে, তার হিসাব করেছে অপ্টার সুপারকম্পিউটার। অপ্টার হিসাব অনুযায়ী আর্সেনালই এখনো শিরোপার সবচেয়ে বড় দাবিদার। সুপারকম্পিউটার মিকেল আরতেতার দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছে ৭৬.৬৫ শতাংশ। অনুমান করা হচ্ছে, মৌসুম শেষে তাদের পয়েন্ট হবে প্রায় ৮১।

অন্যদিকে গত বছর তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করা সিটিজেনদের জন্য এবার দ্বিতীয় স্থানে ফেরাটা হয়তো এক ধাপ অগ্রগতি হবে। কিন্তু এই গ্রীষ্মে ২৩ কোটি ৫১ লাখ ডলার খরচ করেও যদি পয়েন্টের দিক থেকে কোনো উন্নতি না হয়, তবে তা হতাশাজনকই বটে। এই সপ্তাহের হার তাদের শিরোপা জেতার সম্ভাবনাকে কমিয়ে এনেছে মাত্র ১৩.৬৪ শতাংশে। মনে হচ্ছে, সিটির বিপুল অঙ্কের টাকা খরচ এবার জলে গেল!

শিরোপা দৌড়ে আছে ম্যানচেস্টার সিটিও

সম্পর্কিত নিবন্ধ