কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
Published: 15th, January 2025 GMT
কুষ্টিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল কাশেম শান্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু সিয়াম (২১)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া বিআরবি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শান্ত ও তার বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় বিপরীত দিকে আসা কুষ্টিয়া সড়ক বিভাগের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শান্ত নিহত হন এবং তার বন্ধু সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শান্তর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দেয়।
দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহত শান্তর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঢাকা/কাঞ্চন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আলিম (৩৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পান্থাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আলিম মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে।
আরো পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল কাভার্ডভ্যান, নিহত ১
অভয়নগরে ট্রলি উল্টে নিহত ১
প্রত্যক্ষদর্শীরা জানান, এক মোটরসাইকেলে তিনজন বগুড়ার দিকে যাচ্ছিল। পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আলিমকে ধাক্কা দেন। এতে আলিম ও মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলিম মারা যান। আহত হন মোটরসাইকেল আরোহী খলিল মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘‘পথচারী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/মাসুম/রাজীব