গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সৈকত (১৯) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘‘সৈকতের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের সাবেক প্রেমিক সৈকতকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।’’

আরো পড়ুন:

কক্সবাজারে সাবেক কাউন্সিলর হত্যা: আরো ৩ জন গ্রেপ্তার 

চুরি করতে দেখে ফেলায় ওহাব মাতুব্বরকে হত্যা: পুলিশ

তিনি আরো বলেন, ‘‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.

সাঈয়িদা ইমরোজ ইমা বলেন, ‘‘মৃত অবস্থায় স্বজনেরা সৈকতকে হাসপাতালে নিয়ে আসে। তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’’

ঢাকা/রফিক/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কালীগঞ্জে মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ

গাজীপুরের কালীগঞ্জে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

খুলনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও এসআইএমসিবিপি প্রকল্পের পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুঁইয়া, পৌরসভা কমিটির সদস্যবৃন্দ এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীগণ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ‘মা ও শিশু সহায়তা তহবিল’ কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি, তহবিল ব্যবস্থাপনা, উপকারভোগী নির্ধারণ ও পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করেন।

ঢাকা/রফিক/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ