গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সৈকত (১৯) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘‘সৈকতের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের সাবেক প্রেমিক সৈকতকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।’’

আরো পড়ুন:

কক্সবাজারে সাবেক কাউন্সিলর হত্যা: আরো ৩ জন গ্রেপ্তার 

চুরি করতে দেখে ফেলায় ওহাব মাতুব্বরকে হত্যা: পুলিশ

তিনি আরো বলেন, ‘‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.

সাঈয়িদা ইমরোজ ইমা বলেন, ‘‘মৃত অবস্থায় স্বজনেরা সৈকতকে হাসপাতালে নিয়ে আসে। তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’’

ঢাকা/রফিক/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে একটি সিংহী

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহী বের হয়ে গেছে। বের হয়ে সিংহীটি চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিংহীটিকে নিয়ন্ত্রণে নিতে পারেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় কেউ হতাহত হননি।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চিড়িয়াখানার মঠ এলাকায় একটা ফিমেল (নারী) সিংহ আছে, সেটা খাঁচা থেকে বের হয়েছে। বের হয়ে সেখানকার পানির পাম্পের পাশে হরিণের খাঁচা সেখানে বসেছে। অচেতন করার জন্য কোনো দিক থেকে তাঁকে গুলি করা যাচ্ছে না। তাঁরা (চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারী) অবস্থান নিয়ে আছেন, সিংহীটা নড়াচড়া করলে সেটাকে অজ্ঞান কর যাবে।

রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাটা ঘটেছে বিকেল পৌনে ৫টায়। তখন এমনিতেই দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার সময়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের বের করে দেওয়া হয়েছে। যেহেতু চিড়িয়াখানা বন্ধের সময় হয়ে গেছে, তাই দর্শনার্থীরা বুঝতে পারেনি কেন বের করা হচ্ছে। এখন কোনো দর্শনার্থী নাই। কোনো দুর্ঘটনাও ঘটেনি।

ওই খাঁচায় একটি সিংহীই ছিল উল্লেখ করে রফিকুল ইসলাম তালুকদার বলেন, তদন্ত করার পর বলা যাবে সেটা কীভাবে বের হলো।

সম্পর্কিত নিবন্ধ