বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে যুদ্ধ বাধিয়েছিল যে দুই দেশ
Published: 12th, December 2025 GMT
এল সালভাদরের কৃষকদের হন্ডুরাসে অভিবাসন নিয়ে আগেই থেকে সম্পর্কটা তিক্ত ছিল মধ্য আমেরিকার দুই প্রতিবেশী এল সালভাদর ও হন্ডুরাসের। সেই তিক্ততা ১৯৬৯ সালে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ ঘিরে রূপ নেয় আসল যুদ্ধে। ১৯৬৯ সালের জুনের শুরুতে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচ খেলতে এল সালভাদর জাতীয় দল পাড়ি দেয় প্রতিবেশী হন্ডুরাসে। ম্যাচের আগের রাতে তেগুসিগালপায় এল সালভাদরের টিম হোটেলের জানালায় ছোড়া হয় ইট-পাথর। হোটেলের বাইরে হইচই করে খেলোয়াড়দের ঘুমাতেও দেয়নি হন্ডুরাসের সমর্থকেরা।
পরের দিন ম্যাচের শেষ মুহূর্তে হন্ডুরাসের রবার্তো ‘দ্য পিস্তল’ কারদোনা গোল করে জেতান দলকে। সেই হার সহ্য করতে পারেনি এল সালভাদরের ১৮ বছর বয়সী এক কিশোরী আমেলিয়া বোলানিওস। বাবার রিভলবার দিয়ে আত্মহত্যা করে সে।
পরদিন এল সালভাদরের শীর্ষ দৈনিক এল নাসিওনাল প্রথম পাতায় ছাপে খবরটি। ‘নিজ দেশের অপমান সহ্য করতে পারেনি মেয়েটি’—এমনই ছিল শিরোনাম। শবযাত্রায় আমেলিয়ার কফিন কাঁধে নিয়েছিলেন জাতীয় দলের খেলোয়াড়েরা। দেশটির প্রেসিডেন্ট ও তাঁর সঙ্গীরা আমেলিয়ার ছবি নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে কাঁদলেন। এমন যখন পরিস্থিতি, দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে হন্ডুরাস যায় এল সালভাদরে। ম্যাচের দিন এল সালভাদরের একটি পত্রিকার প্রথম পাতায় আমেলিয়ার ছবি দিয়ে শিরোনাম দেয় ‘দেশের অপমান সইতে পারেনি সে।’
১৯৭০ বিশ্বকাপে খেলেছিল এল সালভাদর। সেই দলের এক খেলোয়াড় দলের ছবি হাতে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হন ড র স ব শ বক প আম ল য়
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে যুদ্ধ বাধিয়েছিল যে দুই দেশ
এল সালভাদরের কৃষকদের হন্ডুরাসে অভিবাসন নিয়ে আগেই থেকে সম্পর্কটা তিক্ত ছিল মধ্য আমেরিকার দুই প্রতিবেশী এল সালভাদর ও হন্ডুরাসের। সেই তিক্ততা ১৯৬৯ সালে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ ঘিরে রূপ নেয় আসল যুদ্ধে। ১৯৬৯ সালের জুনের শুরুতে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচ খেলতে এল সালভাদর জাতীয় দল পাড়ি দেয় প্রতিবেশী হন্ডুরাসে। ম্যাচের আগের রাতে তেগুসিগালপায় এল সালভাদরের টিম হোটেলের জানালায় ছোড়া হয় ইট-পাথর। হোটেলের বাইরে হইচই করে খেলোয়াড়দের ঘুমাতেও দেয়নি হন্ডুরাসের সমর্থকেরা।
পরের দিন ম্যাচের শেষ মুহূর্তে হন্ডুরাসের রবার্তো ‘দ্য পিস্তল’ কারদোনা গোল করে জেতান দলকে। সেই হার সহ্য করতে পারেনি এল সালভাদরের ১৮ বছর বয়সী এক কিশোরী আমেলিয়া বোলানিওস। বাবার রিভলবার দিয়ে আত্মহত্যা করে সে।
পরদিন এল সালভাদরের শীর্ষ দৈনিক এল নাসিওনাল প্রথম পাতায় ছাপে খবরটি। ‘নিজ দেশের অপমান সহ্য করতে পারেনি মেয়েটি’—এমনই ছিল শিরোনাম। শবযাত্রায় আমেলিয়ার কফিন কাঁধে নিয়েছিলেন জাতীয় দলের খেলোয়াড়েরা। দেশটির প্রেসিডেন্ট ও তাঁর সঙ্গীরা আমেলিয়ার ছবি নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে কাঁদলেন। এমন যখন পরিস্থিতি, দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে হন্ডুরাস যায় এল সালভাদরে। ম্যাচের দিন এল সালভাদরের একটি পত্রিকার প্রথম পাতায় আমেলিয়ার ছবি দিয়ে শিরোনাম দেয় ‘দেশের অপমান সইতে পারেনি সে।’
১৯৭০ বিশ্বকাপে খেলেছিল এল সালভাদর। সেই দলের এক খেলোয়াড় দলের ছবি হাতে