কেউ কিশোর, কেউ তরুণ। নিজ জনগোষ্ঠীর মানুষের কাছে সবাই বেশ জনপ্রিয়। সবারই পরিচিতি তারা কন্টেন্ট ক্রিয়েটর। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরণের গল্প তুলে ধরাই তাদের কাজ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এমনই প্রায় ৩৬ জন রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে হয়ে গেল ব‍্যতিক্রমী এক সংলাপ।

আরো পড়ুন:

ইয়াবা পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ২ রোহিঙ্গার যাবজ্জীবন

টেকনাফে ঘরের দরজা ভেঙে স্থানীয় বাসিন্দাকে অপহরণ করেছে রোহিঙ্গারা

আশ্রয়শিবিরের ক‍্যাম্প-১-এর বি-ব্লকে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। সহযোগিতায় ছিল ডয়েচে ভেলে একাডেমি।

‘দ্বীপ্তি ছড়াও বিশ্বময়’ শিরোনামের এই সংলাপে আলোচনা হয় কন্টেন্ট তৈরির নানা কলাকৌশল নিয়ে। আলাপে উঠে আসে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে নৈতিক বিবেচনা এবং মিথ‍্যা তথ‍্য রোধের বিষয়টিও।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক ইফতেখার ফয়সাল এবং রোহিঙ্গা আলোকচিত্রী ও প্রযোজক মো.

ইয়াছিন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইব্রাহীম ও ইয়াসমিন আক্তার। 

সাংবাদিক ইফতেখার ফয়সাল বলেন, ‍“নাগরিক সাংবাদিকতার মধ্য দিয়ে গণমানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে হবে। যদি সঠিকভাবে এসব কথা তুলে ধরা যায়, তবে এসব সমস্যার সমাধানও মিলবে।” 

তিনি আরো বলেন, “গল্প বলার শক্তিই মানুষকে টানে। গল্পটা যদি ঠিকভাবে বলা যায়, মানুষ শেষ পর্যন্ত শুনবে। কন্টেন্ট ক্রিয়েটররা চাইলে নিজের সমাজকে এগিয়ে নিতে পারেন। কন্টেন্টের জন্য ভালো গল্প, ভালো উপস্থাপনা আর সঠিক তথ্য এই তিনটিই গুরুত্বপূর্ণ।” তার পরামর্শ, “যাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি, তাদের মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।”

রোহিঙ্গা আলোকচিত্রী ও প্রযোজক মো. ইয়াছিন নিজের যাত্রার গল্প শোনান। বালুখালির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় থেকেও তিনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজ করছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে। তার বিশ্বাস নিজের কমিউনিটির গল্পই সবচেয়ে শক্তিশালী। “যেটা সত্য সেটাকেই তুলে ধরতে হবে। জাত–ধর্ম ভেদাভেদ করে নয়। ভালো সাংবাদিক হতে হলে সাহসিকতাও গুরুত্বপূর্ণ। আগে নিজের গল্প বলা শুরু কর, ধীরে ধীরে পথ তৈরি হবে।”

সংলাপ শেষে বাংলাদেশি তরুণ মোহাম্মদ ফয়সালও জানান নিজের অভিজ্ঞতার কথা। শখের বসে ভিডিও বানানো শুরু করলেও এই সংলাপে এসে তিনি শিখেছেন ভিডিও নির্মাণের শেকড় ও নৈতিকতা। তার ভাষায়, এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার কনটেন্টকে আরো সমৃদ্ধ করবে। 

রোহিঙ্গা ক্যাম্প ওয়ান ইস্টের বাসিন্দা ১৯ বছর বয়সী মোহাম্মদ রিদোয়ান। হাতে একটি মোবাইল ফোন আর মনে অদম্য ইচ্ছে নিয়ে তিনি চালান একটি ফেসবুক পেজ। সেখানে তুলে ধরেন নিজের কমিউনিটির মানুষের জীবন আর সংগ্রামের কথা। কথায় কথায় তিনি বলেন, “আমি চাই গল্পের মাধ্যমে আমাদের জীবনটা দেখাতে। যেন সারা বিশ্ব জানে আমরা কেমন করে বাঁচি।”

আলোচনার পুরো সময়জুড়ে তরুণদের চোখে ছিল নিজেদের গল্প নিজেই বলার আকাঙ্ক্ষা। কমিউনিটি কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্ট ফর সোশ্যাল অ্যাওয়ারনেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শিহাব জিশান বলেন, “গল্প যখন নিজের, তখন সে গল্প সবচেয়ে সত্য এবং সবচেয়ে শক্তিশালী। এজন্যই আমরা দুই কমিউনিটির তরুণদের নিয়ে এমন একটি আয়োজন করেছি। এটি শুধু একটি আয়োজন নয়, বরং দুই কমিউনিটির তরুণদের পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং সহযোগিতা গড়ার একটি প্ল্যাটফর্ম। গল্প বলার মধ্য দিয়ে তারা খুঁজে পেয়েছেন নিজেদের পরিচয়, স্বপ্ন এবং ভবিষ্যতের পথরেখা। পুরো বছরজুড়ে এ ধরণের মোট ১০টি সংলাপের আয়োজন করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র গল প

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া এলাকায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই মিছিলের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

বিদায়ী সংবর্ধনা পেলেন আসিফ মাহমুদ

স্বাগত জানালেও সুষ্ঠু নির্বাচনের পথে শঙ্কা দেখছে রাষ্ট্র সংস্কার আন্দোলন

মুফতি আমির হামজার নেতৃত্বে গণমিছিলটি ঝাউদিয়া বাজার এলাকায় বিভিন্ন সড়ক পরিদর্শন করে। মিছিলে জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মুফতি আমির হামজা বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন, শিক্ষা,স্বাস্থ্য ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে মতপ্রকাশ ও নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন এটাই গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দিক।”

মিছিল ও সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া সদর থানা সেক্রেটারি ডা. রায়হান আলী, কুষ্টিয়া ইবি থানা আমির রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ