ডাফির ৫ উইকেটে তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
Published: 12th, December 2025 GMT
জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় দিনেই ওয়েলিংটন টেস্ট ৯ উইকেটে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা তাঁদের দ্বিতীয় ইনিংসে কিউই এই পেসারের সামনে দাঁড়াতেই পারেনি। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নেন ডাফি। ডাফিকে দারুণ সঙ্গ দেওয়া অভিষিক্ত পেসার মিচেল রায়ে নেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ২ উইকেটে ৩২ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ ৩৬.
সব মিলিয়ে ৪৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২৮ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য মাত্র ৫৬ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড। শুধু অধিনায়ক টম ল্যাথামের (৯) উইকেটটি হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। তিন ম্যাচের এই সিরিজে ১–০ তে এগিয়ে গেল ল্যাথামের দল। ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ড্র হয়।
আরও পড়ুনএগিয়ে যাওয়ার দিনে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড২০ ঘণ্টা আগেগতকাল শুধু ‘নাইটওয়াচম্যান’ অ্যান্ডারসন ফিলিপের উইকেট নিয়েছিলেন ডাফি। আজ নেন আরও ৪ উইকেট। তাঁর বোলিংয়ে সকালের সেশনেই ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। কাভেম হজ সর্বোচ্চ ৩৫ রান করেন। জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ২৫ রান। সপ্তম উইকেটে গ্রিভস ও ইমলাচের ২৫ রানই ইনিংসে সর্বোচ্চ রানের জুটি।
জয় নিয়ে মাঠ ছাড়ছেন কনওয়ে ও উইলিয়ামসনউৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
বিল্ড এক্সপোতে SWISH-এর অংশ গ্রহণ
বিল্ড এক্সপোতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে SWISH IAB। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্যাভিলিয়নটি উদ্বোধন করেন SWISH GLOBAL-এর সিইও ইসমাইল হোসেন।
প্যাভিলিয়নে SWISH-এর অত্যাধুনিক চীনামাটির বাসন টাইলস, স্নানের জিনিসপত্র এবং রান্নাঘরের জিনিসপত্রের চিত্তাকর্ষক সংগ্রহ প্রদর্শন করা হয়।
বাজারে আমদানি করা টাইলস পরিমাপের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতির সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং গ্রাহকের সুবিধা নিশ্চিত করতে SWISH-এর সিইও বিষয়টি স্পষ্ট এবং কার্যকরভাবে তুলে ধরেন।
তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “SWISH গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে এক্সপো।
ঢাকা/এস