বিল্ড এক্সপোতে SWISH-এর অংশ গ্রহণ
Published: 12th, December 2025 GMT
বিল্ড এক্সপোতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে SWISH IAB। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্যাভিলিয়নটি উদ্বোধন করেন SWISH GLOBAL-এর সিইও ইসমাইল হোসেন।
প্যাভিলিয়নে SWISH-এর অত্যাধুনিক চীনামাটির বাসন টাইলস, স্নানের জিনিসপত্র এবং রান্নাঘরের জিনিসপত্রের চিত্তাকর্ষক সংগ্রহ প্রদর্শন করা হয়।
বাজারে আমদানি করা টাইলস পরিমাপের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতির সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং গ্রাহকের সুবিধা নিশ্চিত করতে SWISH-এর সিইও বিষয়টি স্পষ্ট এবং কার্যকরভাবে তুলে ধরেন।
তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “SWISH গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে এক্সপো।
ঢাকা/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিল্ড এক্সপোতে SWISH-এর অংশ গ্রহণ
বিল্ড এক্সপোতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে SWISH IAB। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্যাভিলিয়নটি উদ্বোধন করেন SWISH GLOBAL-এর সিইও ইসমাইল হোসেন।
প্যাভিলিয়নে SWISH-এর অত্যাধুনিক চীনামাটির বাসন টাইলস, স্নানের জিনিসপত্র এবং রান্নাঘরের জিনিসপত্রের চিত্তাকর্ষক সংগ্রহ প্রদর্শন করা হয়।
বাজারে আমদানি করা টাইলস পরিমাপের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতির সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং গ্রাহকের সুবিধা নিশ্চিত করতে SWISH-এর সিইও বিষয়টি স্পষ্ট এবং কার্যকরভাবে তুলে ধরেন।
তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “SWISH গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে এক্সপো।
ঢাকা/এস