ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ দেশের সিনেমাহলে মুক্তি পেয়েছিল গত বছর ১৫ নভেম্বরে। মুক্তির দুই মাস পরেই সিনেমাটি ওটিটিতে আসছে। দরদ-এ সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘দরদ’র একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আইস্ক্রিনের ওই পোস্ট বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। যদিও মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা দরদ। এর গল্প এগিয়েছে বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকার ঘটনাকে কেন্দ্র করে। খুনী হিসেবে সন্দেহের তীর গিয়ে পড়ে দুলু মিয়ার ওপর। এতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাতে ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে।
আরো পড়ুন:
‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’
প্রবীর মিত্রের মৃত্যুতে তারকাদের শোক-শ্রদ্ধা
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
করাচিতে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান: পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। গতকাল বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে তিনি এ কথা বলেছেন।
গতকাল পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা করেন ইকবাল হুসাইন। এরপর দ্য নিউজের সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ঢাকা-করাচি ফ্লাইট চালুর অগ্রগতি বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।
আরও পড়ুনবাংলাদেশে ফ্লাইট চালুর অনুমোদন পেল পাকিস্তানের এয়ার-সিয়াল১৯ মে ২০২৫জবাবে ইকবাল হুসাইন বলেন, ‘হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।’
এ ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশি আকাশসীমা ব্যবহার করতে পারে, একইভাবে বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলোও ভারতের আকাশসীমা দিয়ে উড়বে।
বিভিন্ন সূত্র বলছে, পাকিস্তানের ওপর ভারতের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকার কারণে ঢাকায় সহসা পাকিস্তানি এয়ারলাইনসের ফ্লাইট চালুর সম্ভাবনা নেই।
আরও পড়ুনবাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ডিসেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু হতে পারে২৬ নভেম্বর ২০২৫এর আগে হাইকমিশনার ইকবাল হুসাইন খান ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা দেন এবং তরুণ কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। তবে সীমিত প্রবেশাধিকার, সীমান্তে বিধিনিষেধ এবং আঞ্চলিক রাজনীতি এখনো অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
আরও পড়ুনপাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা চলছে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী২২ আগস্ট ২০২৫