ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ দেশের সিনেমাহলে মুক্তি পেয়েছিল গত বছর ১৫ নভেম্বরে। মুক্তির দুই মাস পরেই সিনেমাটি ওটিটিতে আসছে। দরদ-এ সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘দরদ’র একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আইস্ক্রিনের ওই পোস্ট বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। যদিও মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা দরদ। এর গল্প এগিয়েছে বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকার ঘটনাকে কেন্দ্র করে। খুনী হিসেবে সন্দেহের তীর গিয়ে পড়ে দুলু মিয়ার ওপর। এতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাতে ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে।
আরো পড়ুন:
‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’
প্রবীর মিত্রের মৃত্যুতে তারকাদের শোক-শ্রদ্ধা
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্টুডিও রাউন্ডে ‘ম্যাজিক বাউলিয়ানা’
মাছরাঙা টেলিভিশনে চলছে ‘ম্যাজিক বাউলিয়ানা’। প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে লোকসংগীতের এই রিয়েলিটি শো। অডিশন রাউন্ড, মাস্টার সিলেকশন রাউন্ড শেষে আজ শুরু হচ্ছে স্টুডিও রাউন্ড। অডিশন রাউন্ডের বাছাই ৪০ জন থেকে এই রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন ১৯ জন। এখান থেকেই পর্যায়ক্রমে সেরা ১০ এবং সেরা ৩ নির্বাচন করা হবে। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে আছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। উপস্থাপনা করছেন আইশা খান।
বর্তমান প্রজন্ম এবং সারা বিশ্বের কাছে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে নিবন্ধন করেছেন ৩৮ হাজারের বেশি প্রতিযোগী।
আরও পড়ুনবাংলা লোকগানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ শুরু হচ্ছে আবার০৭ আগস্ট ২০২৫এখান থেকে মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেন বাছাই ৪০ জন প্রতিযোগী। পরে তাঁরা গ্রুমিং সেশনে অংশ নেন। সেখানে তাঁদের গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা কৌশল শেখান অভিজ্ঞ মেন্টররা। এরপর অনুষ্ঠিত হয় ‘মাস্টার সিলেকশন’। এখান থেকেই ‘স্টুডিও রাউন্ড’-এ সুযোগ পেয়েছেন নির্বাচিত ১৯ জন।