Risingbd:
2025-12-09@14:57:25 GMT

ওটিটিতে আসছে ‘দরদ’

Published: 15th, January 2025 GMT

ওটিটিতে আসছে ‘দরদ’

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ দেশের সিনেমাহলে মুক্তি পেয়েছিল গত বছর ১৫ নভেম্বরে। মুক্তির দুই মাস পরেই সিনেমাটি ওটিটিতে আসছে। দরদ-এ সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘দরদ’র একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আইস্ক্রিনের ওই পোস্ট বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। যদিও মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা দরদ। এর গল্প এগিয়েছে বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকার ঘটনাকে কেন্দ্র করে। খুনী হিসেবে সন্দেহের তীর গিয়ে পড়ে দুলু মিয়ার ওপর। এতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাতে ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে। 

আরো পড়ুন:

‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’

প্রবীর মিত্রের মৃত্যুতে তারকাদের শোক-শ্রদ্ধা

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ওয়ার্নার ব্রাদার্স বিক্রিতে কীভাবে জড়ালেন ট্রাম্পের জামাতা কুশনার

ওয়ার্নার ব্রাদার্স ডিসকোভারির বেচাকেনা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স এই মিডিয়া সাম্রাজ্য কিনে নিতে প্রতিযোগিতার মাধ্যমে দরদামও ঠিক করে ফেলেছিল। তবে তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে শেষ মুহূর্তে এসে দাঁড়াল প্যারামাউন্ট স্কাইড্যান্স। তারা গতকাল সোমবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনে নিতে ১০ হাজার ৮৪০ কোটি ডলার দর হাঁকিয়েছে, যাকে হোস্টাইল বিড (প্রতিকূল দর) হিসেবে দেখা হচ্ছে।

ওয়ার্নার ব্রাদার্স কেনার দৌড়ে কয়েক সপ্তাহ ধরে চলা দর–কষাকষির লড়াইয়ে প্যারামাউন্ট ও কমকাস্টকে হারিয়ে গত শুক্রবার বিজয়ী হয়েছিল নেটফ্লিক্স। তারা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং সম্পদের জন্য ৭ হাজার ২০০ কোটি ডলারের ইকুইটি চুক্তি নিশ্চিত করেছিল।

তবে প্যারামাউন্টের সর্বশেষ এ উদ্যোগের অর্থ দাঁড়াচ্ছে, ওয়ার্নার ব্রাদার্স এবং এর জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এইচবিও এবং ডিসি কমিকস সম্পদ দখলের এই প্রতিযোগিতা শিগগিরই শেষ হচ্ছে না।

গতকাল সোমবার বিকেলে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা প্যারামাউন্টের প্রস্তাবটি খতিয়ে দেখছে। তবে নেটফ্লিক্সের ব্যাপারে তারা তাদের বর্তমান সুপারিশে পরিবর্তন আনছে না। তারা কোম্পানিটিকে প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রস্তাবের বিষয়ে ‘এ মুহূর্তে কোনো পদক্ষেপ না নেওয়ার’ পরামর্শ দিয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের প্রতি শেয়ারের মূল্য ৩০ ডলার বলে প্রস্তাব দিয়েছে প্যারামাউন্ট। এতে অর্থায়ন করছে অ্যাফিনিট পার্টনার্স। এ প্রতিষ্ঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়েজামাই জ্যারেড কুশনারের বিনিয়োগ সংস্থা। এতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সরকার-পরিচালিত বিনিয়োগ তহবিল রয়েছে।

এ প্রস্তাবের পেছনে এলিসন পরিবারের সমর্থন রয়েছে। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ল্যারি এলিসন হলেন প্যারামাউন্টের প্রধান ডেভিড এলিসনের বাবা এবং হোয়াইট হাউসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বুরব্যাংকে ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিও। ৮ ডিসেম্বর ২০২৫, ক্যালিফোর্নিয়া

সম্পর্কিত নিবন্ধ