Risingbd:
2025-12-08@12:28:58 GMT

ওটিটিতে আসছে ‘দরদ’

Published: 15th, January 2025 GMT

ওটিটিতে আসছে ‘দরদ’

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ দেশের সিনেমাহলে মুক্তি পেয়েছিল গত বছর ১৫ নভেম্বরে। মুক্তির দুই মাস পরেই সিনেমাটি ওটিটিতে আসছে। দরদ-এ সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘দরদ’র একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আইস্ক্রিনের ওই পোস্ট বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। যদিও মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা দরদ। এর গল্প এগিয়েছে বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকার ঘটনাকে কেন্দ্র করে। খুনী হিসেবে সন্দেহের তীর গিয়ে পড়ে দুলু মিয়ার ওপর। এতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাতে ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে। 

আরো পড়ুন:

‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’

প্রবীর মিত্রের মৃত্যুতে তারকাদের শোক-শ্রদ্ধা

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর!

গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান—ডিসেম্বর বা জানুয়ারির গোড়ার দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা।  

এদিকে, ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন মধুমিতা-দেবমাল্য। বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। এ অনুষ্ঠান হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 

আরো পড়ুন:

বিয়ে নিয়ে যা বললেন কেয়া পায়েল

‘বিগ বস’ বিজয়ী গৌরব খান্না কত টাকার পুরস্কার পেলেন?

ভারতীয় গণমাধ্যম মধুমিতার বিয়ের তারিখ ও ভেন্যুর খবর জানালেও এ নিয়ে এখনো কোনো ঘোষণা দেননি এই অভিনেত্রী। তবে গত সেপ্টেম্বরে বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মধুমিতা সরকার। এ অভিনেত্রী বলেছিলেন, “আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাই না। এটা একটু আড়ালে রাখতে চাইছি। কিন্তু খুব শিগগির আমার বিয়ে।” 

বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা সরকার বলেছিলেন, “কোনো শপিং বা কিছু এখনও শুরু হয়নি। এগুলো পূজায় পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়ছে, তাতে আশা করি পূজার পর এক-দেড় মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তবে ভেন্যু ঠিক করা আছে।”  

বিয়ের দিন-তারিখ নিয়ে এর আগে মধুমিতা সরকার বলেছিলেন, “এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ। বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি (ঘুরে বেড়াব) তৈরি করে যাব।”    

বিয়ের প্রস্তুতি ও কাজের চাপের মধ্যেও প্রেমটা কী চুটিয়ে করছেন? জবাবে মধুমিতা বলেছিলেন, “প্রথমত এক বছর হয়ে গেল আমরা প্রেম করছি। এই এক বছরে আমরা চুটিয়ে প্রেম করে নিয়েছি। বিয়ের আগে আমরা চাইছি যে, একটু ব্যস্ততা থাকুক। এতে এই যে দূরে থাকব, এই যে একে অপরকে মিস করব সেই ব্যাপারটা থাকবে।”   

বিয়ের আগে প্রেমিকের সঙ্গে কম দেখা হচ্ছে, তা স্মরণ করে মধুমিতা সরকার বলেছিলেন, “ও খুব সাপোর্টিভ এই সব ব্যাপারে। মানে ও এখন ব্যস্ত, ওর বিয়ের প্রস্তুতি চলছে। ও নিজেও কাজ করে সেটা নিয়েও ব্যস্ত। আর এই যে বিয়ের আগে একটু কম দেখা হচ্ছে। আমরা একে অপরকে মিস করছি, এটা আমরা উপভোগ করছি।”  

ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!     

অষ্টাদশী হওয়ার পরই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ