বগুড়ার শেরপুরে খাসি বলে ঘোড়ার মাংস বিক্রির সময় দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধর্মকাম এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধড়মোকাম এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে তৌহিদ আহমেদ (৩০) ও ফুলতলা এলাকার ইয়াকুব আলীর ছেলে সালমান হোসেন (২৪)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের তৌহিদ আহমেদের বাড়িতে কাটাকাটির শব্দ পেয়ে ভেতরে গিয়ে দেখতে পাওয়া যায় ঘোড়া জবাই করে মাংস কাটছে। এ সময় চিৎকার দিয়ে এলাকাবাসীকে ডাকলে ৪-৫ জন পালিয়ে গেলেও সালমান ও তৌহিদকে ধরে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে জবাই করা ঘোড়াসহ দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/এনাম/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান তোলারাম, রানার্স আপ আলমচান

নারায়ণগঞ্জ জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বন্দরের সরকারি আলমচান স্কুল এন্ড কলেজকে ২-১ গোলে পরাজিত করে জয় পেয়েছে সরকারি তোলারাম কলেজ।

সোমবার বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করে তোলারাম কলেজ।

খেলায় বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা প্রাইজমানি ও রানার্স আপ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দুই দলই ভালো খেলেছে। টুর্নামেন্টে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এর জন্য উভয় দল ধন্যবাদ প্রাপ্য। শৃঙ্খলার সাথে খেলাধুলা চালিয়ে গেলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারবো। নারায়ণগঞ্জ থেকেই আগামীতে নতুন করে মোনেম মুন্না জন্ম নিবে। যারা জাতীয় দলে মাঠ দাপিয়ে বেড়াবে।

নারায়ণগঞ্জের স্টেডিয়ামের চিত্র আমাকে হতাশ করেছে। তবে বর্তমান জেলা প্রশাসকের আন্তরিকতায় দ্রুতই এই স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হবে।’

অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক শরীফ মো. আরিফ মিহিরের সঞ্চালনায় অন্যান্যদের ভেতর আরও বক্তব্য রাখেন, সরকারি তোলারাম কলেজের অধ্যাপক বিমল চন্দ্র দাস, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, অ্যাডহক কমিটির সদস্য সাবিত আল হাসান, নূর জামাল হাসান, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাছির প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ