বগুড়ার শেরপুরে খাসি বলে ঘোড়ার মাংস বিক্রির সময় দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধর্মকাম এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধড়মোকাম এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে তৌহিদ আহমেদ (৩০) ও ফুলতলা এলাকার ইয়াকুব আলীর ছেলে সালমান হোসেন (২৪)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের তৌহিদ আহমেদের বাড়িতে কাটাকাটির শব্দ পেয়ে ভেতরে গিয়ে দেখতে পাওয়া যায় ঘোড়া জবাই করে মাংস কাটছে। এ সময় চিৎকার দিয়ে এলাকাবাসীকে ডাকলে ৪-৫ জন পালিয়ে গেলেও সালমান ও তৌহিদকে ধরে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে জবাই করা ঘোড়াসহ দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/এনাম/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

একটি বস্তু পড়ে কয় টুকরো হবে জানার কৌশল আবিষ্কার

বিজ্ঞানীরা বলেন, ‘‘মহাজগৎ জুড়েই রয়েছে ‘বিশৃঙ্খলা’। এই বিশৃঙ্খলার মধ্যে লুকিয়ে আছে জটিল শৃঙ্খলা’’। আর সেই শৃঙ্খলা মেনে একটি বস্তু ভেঙে পড়ে।

বিজ্ঞানীরা বলছেন,  একটি বস্তু ভেঙে কয় টুকরো হবে—এর নেপথ্যে রয়েছে একটি সূত্র ও প্রক্রিয়া। সেই প্রক্রিয়াই এ বার আবিষ্কার করলেন একদল বিজ্ঞানী। যা অনেক পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। ভাবা হচ্ছে, তরল পদার্থের ক্ষেত্রেও কাজ করবে এই আবিষ্কার। 

আরো পড়ুন:

শীতে চুলের কোমলতা হারিয়ে যাচ্ছে? একটি কাজ করুন

শীতে ত্বকের আদ্রতা ধরে রাখতে যেসব খাবার খেতে পারেন

একটি বস্তু ভেঙে টুকরো হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ‘ফ্রেজ ট্রানজিশন’ বলা হচ্ছে।  ফ্রান্সের আই-মার্সেই বিশ্ববিদ্যালয়ের এমানুয়েল ভিলারমো গবেষণাটি করেছেন। ভিলারমো বলছেন, ‘‘একটি বস্তু পড়ে ভেঙে ছড়িয়ে পড়তে চায়। চেষ্টা থাকে, যতটা বেশি সম্ভব ছড়িয়ে পড়া। যাকে বলা যায় ‘ম্যাক্সিমাম র‌্যান্ডমনেস’।’’ 

বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, এই সূত্রকে কাজে লাগিয়ে বাস্তবে অনেক জটিল সমস্যার সমাধান হবে। যেমন— জলবায়ুর পরিবর্তনের কারণে পার্বত্য অঞ্চলে শিলা ভেঙে পড়ে যায়। আবার ভারী বৃষ্টির কারণেও পাহাড়ের চূড়া থেকে শিলা ভেঙে পড়ে। সেই শিলা ভেঙে কত টুকরো হবে, সেই ঘটনার প্রভাবই বা কতটা হবে তা আগেই বোঝা যাবে। এর ফলে এড়ানো যাবে অনেক প্রাণহানি ও বিপর্যয়।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ