রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামী রোববার (১৮ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড.

কেরামত আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মী সম্মেলন উপলক্ষে সকাল ৯টায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। আর তাতে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

কর্মী সম্মেলন ছাড়াও এ দিন আরো কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার ভবনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী বলেন, ‘‘সম্মেলন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করতে চেয়েছেন। সম্মেলনটি রাজশাহী জেলা নিয়ে হবে। সম্মেলনে যারা অংশ নিতে আসবেন, তাদের যানবাহনগুলো শহরের বাইরে রাখা হবে। এতে করে শহরে কোনো ধরনের যানজট সৃষ্টি হবে না।’’ 

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন।

ঢাকা/কেয়া/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফর্মুলা ওয়ানে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন লান্ডো নরিস

আবুধাবিতে গতকাল রোববার ম্যাক্স ভেরস্টাপেনের চার বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানে চালকদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ব্রিটেনের লান্ডো নরিস। ভেরস্টাপেন আবুধাবি গ্রাঁ প্রিঁ জিতলেও সেটা ম্যাকলারেনের হয়ে নরিসের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় ঠেকাতে পারেনি।

ডাচ ড্রাইভার ভেরস্টাপেন ১২.৫ সেকেন্ড ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা অস্কার পিয়াস্ত্রিকে পেছনে ফেলে আবুধাবি গ্রাঁ প্রিঁ জেতেন। তৃতীয় হওয়া নরিসের সঙ্গে ভেরস্টাপেনের ব্যবধান ছিল ১৬.৫ সেকেন্ডের। বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জিততে আবু ধাবিতে বিজয় মঞ্চে থাকাটা নিশ্চিত করতে হতো নরিসকে। তৃতীয় হয়ে ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ তালিকায় ভেরস্টাপেনকে ২ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে ওঠেন নরিস। তৃতীয় পিয়াস্ত্রির সঙ্গে তাঁর ব্যবধান ১৩ পয়েন্টের।

বিজয় মঞ্চে অশ্রুসজল নরিস

সম্পর্কিত নিবন্ধ