রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামী রোববার (১৮ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড.

কেরামত আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মী সম্মেলন উপলক্ষে সকাল ৯টায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। আর তাতে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

কর্মী সম্মেলন ছাড়াও এ দিন আরো কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার ভবনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী বলেন, ‘‘সম্মেলন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করতে চেয়েছেন। সম্মেলনটি রাজশাহী জেলা নিয়ে হবে। সম্মেলনে যারা অংশ নিতে আসবেন, তাদের যানবাহনগুলো শহরের বাইরে রাখা হবে। এতে করে শহরে কোনো ধরনের যানজট সৃষ্টি হবে না।’’ 

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন।

ঢাকা/কেয়া/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

১০ জন নিয়ে ৯ উইকেটে উইন্ডিজকে হারাল নিউ জিল্যান্ড

দ্বিতীয় টেস্টে ছিল কিউইদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ পেসার ব্লেয়ার টিকনারের চোটে দল পরিণত হয়েছিল ১০ জনের স্কোয়াডে। কিন্তু সেই প্রতিকূলতাকেই যেন শক্তিতে পরিণত করলো নিউ জিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম টেস্টে ৫৩০ রানের বিশাল পুঁজি নিয়েও ১১ জনের কিউই দল ক্যারিবিয়ানদের হারাতে ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার চিত্রটি ভিন্ন।

ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পরপরই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ১২৮ রানে। এই ধসে মূল ভূমিকা রাখেন পেসার জ্যাকব ডাফি। যিনি ১৭.২ ওভার বোলিং করে মাত্র ৩৮ রান খরচায় ৫টি মূল্যবান উইকেট শিকার করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘ফাইফার’ (এক ইনিংসে পাঁচ উইকেট)।

আরো পড়ুন:

মেঘ বর্ষণের পর ক্রাইস্টচার্চে উইকেট বৃষ্টি

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩ রানে হারল উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল প্রথম ম্যাচের মতোই হতাশাজনক। ২ উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করা ক্যারিবিয়ানরা লাঞ্চের আগে ৬ উইকেট হারিয়ে ৯৮ রানে পৌঁছায়। লাঞ্চের পর কেবল ৯.২ ওভারের মধ্যেই বাকি উইকেটগুলোও পড়ে যায়।

ক্যারিবিয়ান ইনিংসের ধস শুরু হয় জাস্টিন গ্রিভস (২৫) আউট হওয়ার পর। ডাফির বলে এলবিডব্লিউ হওয়া গ্রিভসের উইকেটটি নিউ জিল্যান্ড রিভিউ নিয়ে নিশ্চিত করে। দিনের শুরুতে ব্র্যান্ডন কিং এবং হজ উইকেটের অসমান বাউন্স সামলে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও কিং ২২ রানে মাইকেল ব্রেসওয়েলের দুর্দান্ত থ্রোতে রান আউট হন। এরপর শাই হোপ এবং অধিনায়ক রোস্টন চেজ দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। হজ ধৈর্য ধরে ৩৫ রান করলেও শেষ রক্ষা হয়নি। পুল শট খেলতে গিয়ে উইল ইয়ংয়ের দারুণ ডাইভিং ক্যাচে তার ইনিংসের সমাপ্তি ঘটে।

জয়ের জন্য নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৬ রান। ডেভন কনওয়ে ২৮ এবং কেন উইলিয়ামসন ১৬ রান করে দ্রুতই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। চা বিরতির আগেই শেষ হয় ম্যাচের আনুষ্ঠানিকতা। যা ১০ জনের দল নিয়ে কিউইদের মনোবলেরই সাক্ষ্য দেয়।

প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিউ জিল্যান্ডের ডাফি।

মাউন্ড মঙ্গানুইয়ে আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

:: সংক্ষিপ্ত স্কোর ::

ওয়েস্ট ইন্ডিজ: ২০৫ ও ১২৮ (হজ ৩৫, চেজ ২৫, কিং ২২; ডাফি ৫/৩৮, রায়ে ৩/৪৫)
নিউ জিল্যান্ড: ২৭৮/৯ ডিক্লেয়ার ও ৫৭/১ (কনওয়ে ২৮*, উইলিয়ামসন ১৬*, ল্যাথাম ৯; ফিলিপ ১/১৭)
ফল: নিউ জিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জ্যাকব ডাফি (নিউ জিল্যান্ড)
সিরিজ: নিউ জিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ