কিশোরগঞ্জে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি
Published: 15th, January 2025 GMT
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের ভুলে দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নার্সকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতালে কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে দুই রোগীর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের পরিচালক ডা.
অভিযোগ উঠেছে, অপারেশন থিয়েটারে প্রয়োগের জন্য নির্ধারিত অ্যানেসথেসিয়ার ইনজেকশন অপারেশনের জন্য ওয়ার্ডের বেডে থাকা দুই রোগীকে পুশ করেন নার্স।
আরো পড়ুন:
‘খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ গেছেন, আর হাসিনা পালিয়ে’
ঝালকাঠি সদর হাসপাতাল
তত্ত্বাবধায়ককে হত্যাচেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্সচালক আটক
মারা যাওয়া রোগীরা হলেন- জেলার কটিয়াদী উপজেলার ধুলদিয়া গ্রামের ফালু মিয়ার ছেলে মো. মনিরুজ্জামান মল্লিক (৩২) ও নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো. জহিরুল ইসলাম (২২)।
হাসপাতাল সূত্র জানিয়েছে, মনিরুজ্জামান হার্নিয়ার অপারেশনের জন্য গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। খাদ্য নালিতে ছিদ্র থাকায় পেটে ব্যথা নিয়ে জহিরুল ইসলাম গত ১২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার তাদের অপারেশন হওয়ার কথা ছিল।
মারা যাওয়া রোগীদের স্বজনদের অভিযোগ, অপারেশনের আগে প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের বেডে দুই রোগীকে ইনজেকশন পুশ করেন। এর ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই দুজন ব্যথায় কাতরাতে শুরু করেন। পরে তাদের মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, ‘নরকিউ’ নামে অ্যানেসথেসিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, কিন্তু নার্স ওই ইনজেকশনটি ওয়ার্ডের দুই রোগীকে পুশ করেন। মারাত্মক এই ভুলের কারণে দুই রোগীর মৃত্যু হয়। তাদের মৃত্যুর খবরে আত্মীয় স্বজনরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বিক্ষোভ-মিছিল হয় হাসপাতালে। এতে স্থানীয় লোকজনও অংশ নেন। বিক্ষুব্ধরা হাসপাতালে ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া মনিরুজ্জামানের ভাই আব্দুর রহমান জুয়েল বলেন, “নার্স ক্ষমার অযোগ্য ভুল করেছেন। তার কারণেই আমার ভাই মারা গেছেন। যে ইনজেকশন অপারেশন থিয়েটারে দেওয়ার কথা, সেটি ওয়ার্ডেই পুশ করেন নার্স। একই ভুল করা হয় আরেক রোগীর ক্ষেত্রেও। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর দায় হাসপাতাল কর্তৃপক্ষও এড়াতে পারে না।”
মারা যাওয়া জহিরুলের চাচাতো ভাই মো. মোজাফ্ফর বলেন, “আমার ভাই আর্থিক সমস্যার কারণে প্রাইভেট হাসপাতালে না গিয়ে সরকারি হাসপতালে ভর্তি হয়।ভুল চিকিৎসার কারণে আমার ভাইকে হারিয়েছি। আমি ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি। যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।”
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইতোমধ্যে অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নার্সের শাস্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।”
তিনি আরো বলেন, “অপারেশন থিয়েটারে রোগীদের চেতনানাশক ইনজেকশন দেওয়ার কথা ছিল। নার্স নাদিরা বেগম সার্জারি ডাক্তারের পরামর্শ না নিয়েই রোগীদের ভুল ইনজেকশন পুশ করেন। যার কিছুক্ষণের মধ্যেই রোগীদের মৃত্যু হয়। তিনি যা করেছেন, সেটা ভুল করে করলেও অন্যায় করেছেন।”
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি জানতে পেরে হাসপাতালে যাই। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করি। আমরা মারা যাওয়া দুিই রোগীর পরিবারকে আশ্বস্ত করেছি অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প শ কর ন সরক র
এছাড়াও পড়ুন:
এল আইওএস ২৬.২, লক স্ক্রিনে লিকুইড গ্লাসের স্বচ্ছতা কমছে
আইওএস ২৬.২ সংস্করণে লিকুইড গ্লাস নকশার স্বচ্ছতা আরও নিয়ন্ত্রণের সুযোগ এনেছে অ্যাপল। নতুন এ হালনাগাদে ব্যবহারকারীরা লক স্ক্রিনে থাকা ঘড়ির স্বচ্ছতা আলাদাভাবে সমন্বয় করতে পারবেন। এতে প্রয়োজন অনুযায়ী ঘড়ির লেখা আরও স্পষ্ট করে দেখার সুযোগ মিলবে।
এর আগে আইওএস ২৬.১ সংস্করণে পুরো অপারেটিং সিস্টেমজুড়ে লিকুইড গ্লাস উপাদানের স্বচ্ছতা কমাতে একটি স্লাইডার যুক্ত করে অ্যাপল। অতিরিক্ত স্বচ্ছতার কারণে আইফোনসহ বিভিন্ন অ্যাপল যন্ত্রে লেখা ও গুরুত্বপূর্ণ তথ্য পড়তে অসুবিধা হচ্ছে—এমন ব্যবহারকারী অভিযোগের পরিপ্রেক্ষিতেই সেই পরিবর্তন আনা হয়।
আইওএস ২৬–এর মাধ্যমে অ্যাপল প্রথমবারের মতো নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ ‘লিকুইড গ্লাস’ চালু করে। এই নকশায় বাটন, স্লাইডার ও নোটিফিকেশনের মতো বিভিন্ন ইন্টারফেস উপাদান আধা স্বচ্ছ করা হয়। পাশাপাশি এগুলোকে কাচের মতো দৃশ্যমান করা হয়। ফলে এটি আগের নকশা থেকে আলাদা একটি দেখার অভিজ্ঞতা তৈরি করে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, এই নকশা আনা হয় অপারেটিং সিস্টেমকে আরও আধুনিক করতে এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্মার্ট গ্লাসের মতো নতুন ধরনের যন্ত্রের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই জানান, অতিরিক্ত স্বচ্ছতার কারণে নোটিফিকেশন পড়া কিংবা অ্যাপল মিউজিকে গানের শিল্পীর নাম দেখার মতো সাধারণ কাজেও অসুবিধা হচ্ছিল।
এই পটভূমিতেই আইওএস ২৬.১–এ লিকুইড গ্লাসের স্বচ্ছতা কমিয়ে অপেক্ষাকৃত ‘ফ্রস্টেড’ বা ঘোলাটে লুক ফিরিয়ে আনার অপশন যুক্ত করে অ্যাপল। আইওএস ২৬.২–এ লক স্ক্রিনের ঘড়ির জন্য আলাদা ‘গ্লাসিনেস’ স্লাইডার যুক্ত হওয়াও সেই ধারাবাহিকতার অংশ। তবে এবার পুরো সিস্টেমে একযোগে পরিবর্তন না এনে নির্দিষ্ট একটি উপাদানে কাস্টমাইজেশনের সুযোগ রাখা হয়েছে।
প্রযুক্তিবিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব পরিবর্তনের ফলে বোঝা যাচ্ছে লিকুইড গ্লাস নকশাকে অ্যাপল এখনো পুরোপুরি চূড়ান্ত রূপ হিসেবে দেখছে না। পরিবর্তনের সময়টিও তাৎপর্যপূর্ণ। চলতি মাসের শুরুতে অ্যাপল নিশ্চিত করে, লিকুইড গ্লাস নকশার পেছনে থাকা শীর্ষ ডিজাইন নির্বাহী অ্যালান ডাই প্রতিষ্ঠানটি ছেড়ে মেটায় যোগ দিয়েছেন। যদিও অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে সরিয়ে দেওয়া হয়নি। তাঁর স্থানে দায়িত্ব পেয়েছেন অ্যাপলের দীর্ঘদিনের ডিজাইনার স্টিফেন লেমে। অ্যালান ডাইয়ের তুলনায় স্টিফেন লেমের অভিজ্ঞতা মূলত ইন্টারফেস ও ইন্টারঅ্যাকশন ডিজাইনকেন্দ্রিক। অনেকের মতে, ব্যবহারযোগ্যতা নিয়ে লিকুইড গ্লাস নকশায় যে প্রশ্ন উঠেছে, তা সমাধানে এই দক্ষতাই এখন বেশি প্রয়োজন।
লিকুইড গ্লাসের পরিবর্তনের পাশাপাশি আইওএস ২৬.২ সংস্করণে যুক্ত হয়েছে আরও কয়েকটি নতুন ফিচার। ব্যবহারকারীরা এখন পরিচিত তালিকায় না থাকা ব্যক্তির সঙ্গে এয়ারড্রপ কোড তৈরি করে ফাইল বা ছবি শেয়ার করতে পারবেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ৩০ দিনের জন্য ‘পরিচিত’ এয়ারড্রপ কন্টাক্ট হিসেবে যুক্ত থাকবেন। কর্মক্ষেত্র বা স্বল্পমেয়াদি যোগাযোগের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হতে পারে। এ ছাড়া রিমাইন্ডারস অ্যাপে অ্যালার্ম ব্যবহারের সুবিধা যোগ হয়েছে। অ্যাপল নিউজে যুক্ত হয়েছে ‘ফলোয়িং’ ট্যাব এবং নেভিগেশনে আনা হয়েছে কিছু পরিবর্তন। অ্যাপল মিউজিকে যুক্ত হয়েছে অফলাইন লিরিকস সুবিধা। পডকাস্টস অ্যাপে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাপ্টার, ‘পডকাস্ট মেনশন’ ফিচারসহ আরও কিছু নতুন সংযোজন। অন্যদিকে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা এখন ঘুমের মান ও নির্ধারিত লক্ষ্য পূরণের ভিত্তিতে একটি ‘স্লিপ স্কোর’ দেখতে পারবেন, যা ঘুমের সামগ্রিক অবস্থা মূল্যায়নে সহায়ক হবে।
এ ছাড়া শুক্রবার অ্যাপল আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল টিভি, অ্যাপল ওয়াচসহ তাদের প্রধান পণ্যগুলোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। সক্রিয় হ্যাকিং অভিযানে ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা দুর্বলতা বন্ধ করতেই এসব আপডেট আনা হয়েছে।
সূত্র: টেকক্রাঞ্চ