নূর হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
Published: 15th, January 2025 GMT
বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মোঃ নূর হোসেনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে আহতের ভাগ্নিা রাকিবুল ইসলাম বাদী হয়ে হামলাকারি শেখ সিফাত ও তার পিতা রিং শাহীন ও দাদাী রাশিদা বেগমসহ ৫ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১২ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮(১)২৫ ধারা- ১৪৩/ ৩২৩/ ৩২৫/৩২৬/৩০৭/ ৫০৬ (২) পেনাল কোড। এর আগে গত রোববার (১২ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় বন্দর শাহী মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে।
মামলা ও এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে আওয়ামীলীগের শাসনামলে বন্দর শাহী মসজিদ এলাকার শেখ শাহিন ওরফে রিং শাহীন ও তার ছেলে সিফাত ওরফে কাটা সিফাত একই এলাকার মামুন ড্রাইভারের ছেলে ব্লাক জুম্মান ও একরামপুর ইস্পাহানী এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে হোয়াইট জুম্মানসহ তাদের সাঙ্গপাঙ্গরা আওয়ামী সরকার শাঁসন আমলে বন্দর শাহীমসজিদ, খালপাড়, রাজবাড়ী,দত্তবাড়ী,হাফেজীবাগ,সালেহনগর ও রেল লাইনসহ আশ পাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ মাদক ব্যবসা করে আসছিল। ভিকটিম নূর হোসেন উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকায় শক্ত অবস্থানের পাশাপাশি র্তীব্র প্রতিবাদসহ থানা পুলিশের কাছে নালিশ দিলে এ ঘটনায় উল্লেখিত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে।
এর জের ধরে শেখ সিফাতগং গত রোববার রাত সাড়ে ১০টায় নূর হোসেনকে খালপাড় মাদ্রাসা সংলগ্ন স্থানে একা পেয়ে এলোপাথাড়িভাবে কোপায়। নূর হোসেনের ডাক চিৎকারে আশ পাশের লোকজন জড়ো হতে থাকলে অবস্থা বেগতিক বুঝে হামলাকারী সিফাত বাহিনী সটকে পড়ে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, নূর হোসেন জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঘটন য়
এছাড়াও পড়ুন:
নবাগত জেলা প্রশাসকের সাথে এনজিবি’র সৌজন্য সাক্ষাৎ
নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ঐতিহাসিক পানাম নগর এর ছবির ফ্রেম ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় ছাত্রদের দ্বারা নারায়ণগঞ্জের ট্রাফিক কন্ট্রোল চলমান রাখা, মেট্রোরেল এমআরটি-২ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করা, গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জকে চলমান রাখা, তরুণদের পাশে থাকা ও সরকারি জায়গা দখলমুক্ত করে খেলার মাঠ করে দেয়া সহ নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
এনজিবির নেতৃবৃন্দরা জানান, আমরা দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চাই। ৫ই আগষ্টের পর আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। এ সকল বিষয়ে আমরা চাই প্রশাসন আমাদের সহযোগিতা করুক এবং আমরাও প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।
এনজিবির নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আহবায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব মোঃ আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সংগঠক ফাহিম মুনতাসির শুভ, আলিফ মাহমুদ, এইচ এম তাওহীদ, ফাহিম খন্দকার অনিক, আব্দুর রহমান গাফফারী, মাহবুবুর রহমান মুনাইম, কেন্দ্রীয় নারী সংগঠক আফসানা মিমি সুইটি, আজিজাহ তাসনিম, বন্দর থানা থেকে নির্জন হোসেন জয়, হানজালা প্রধান, মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক হাবিবুর রহমান হাবিব, সাকিব হাসান, নাবিল দেওয়ান, মুহাম্মদ নাসির, মুহাম্মদ ফাহিম, মোঃ ইমন, মোঃ আলিম, আবরার, ফয়সাল সহ প্রমুখ।