ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ নুর হোসেন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারীদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ অফিসের মোড়ে  এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন  ২১ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ ইমাম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোসররা এখনো এ দেশে বিচরণ করছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারদের রাজত্ব কায়েম হয়েছিল। নূর হোসেন চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলায় স্বৈরাচারের দোসররা তার উপর হামলা করেছে।

আমরা তৌহিদী জনতা এর দাঁতভাঙা জবাব দিব। আমরা প্রশাসন কে বলতে চাই সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শেখ সিফাতকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা এলাকাবাসী ও তৌহিদী জনতা নিয়ে বন্দর থানা ঘেরাও করব।

উল্লেখ্য, গত শনিবার (১১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকার বাসিন্দা সুমি আক্তারের পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে বন্দর থানা পুলিশ। নূর হোসেন উদ্ধারকৃত এসব অস্ত্র স্থানীয় বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ৫ই আগস্ট একাধিক হত্যা মামলার আসামি খান মাসুদের সহযোগী স্থানীয় কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ও তার অনুসারীদের উল্লেখ করে একটি ভিডিও ফেসবুকে আপলোড করে এবং এসব অস্ত্র দিয়ে এলাকায় ছিনতাই ও ডাকাতি করে বলে ভিডিওতে উল্লেখ করে। এর জের ধরে গত রোববার (১২ জানুয়ারি) তারিখ রাতে বন্দর শাহী মসজিদ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি নূর হোসেনের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে আহত করে দুর্বৃত্তরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল দ শ ন র য়ণগঞ জ র উপর ইসল ম

এছাড়াও পড়ুন:

ভাঙা হলো নারায়ণগঞ্জ আদালতপাড়ার বঙ্গবন্ধুর ৩ ম্যুরাল

নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালতের সামনের ম্যুরালগুলো ভেঙে ফেলা হয়।

এদিন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূণ কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসব ম্যুরাল ভাঙচুর করা হয়।

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণআন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে। এই শহরে আওয়ামী লীগের বাইতুল আমান, হিরা মহলসহ যেসব আস্তানা আছে, ফ্যাসিস্টদের সব গুড়িয়ে দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জ চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৯
  • চেম্বার থেকে সরে দাঁড়ালেন মডেল মাসুদসহ ৭ প্রার্থী
  • শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
  • গুড়িয়ে দেয়া হয়েছে চাষাঢ়ায় ওসমান পরিবারের আলোচিত বায়তুল আমান ভবন
  • থানা ও পৌরসভার ১০ ইউনিটের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভা 
  • রূপগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে স্মারকলিপি
  • রূপগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবীতে স্মারকলি
  • রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 
  • নারায়ণগঞ্জের ডিসি-এসপি অফিসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর 
  • ভাঙা হলো নারায়ণগঞ্জ আদালতপাড়ার বঙ্গবন্ধুর ৩ ম্যুরাল