বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় কিল্লারপুলে মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। 

এসময়ে প্রথম প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদ নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতাকর্মীদেরকে দলীয় সিদ্ধান্ত মেনে কর্মসূচি পালন করার পাশাপাশি দলের বদনাম হবে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় প্রথম সভায় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.

শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, সম্রাট হাসান সুজন, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখা মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘ দেড় বছর পর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও  সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন তাৎকালীন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ ন র ল ইসল ম স স হ দ আহম র রহম ন আহম দ প রথম

এছাড়াও পড়ুন:

ভাঙা হলো নারায়ণগঞ্জ আদালতপাড়ার বঙ্গবন্ধুর ৩ ম্যুরাল

নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালতের সামনের ম্যুরালগুলো ভেঙে ফেলা হয়।

এদিন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূণ কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসব ম্যুরাল ভাঙচুর করা হয়।

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণআন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে। এই শহরে আওয়ামী লীগের বাইতুল আমান, হিরা মহলসহ যেসব আস্তানা আছে, ফ্যাসিস্টদের সব গুড়িয়ে দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জ চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৯
  • চেম্বার থেকে সরে দাঁড়ালেন মডেল মাসুদসহ ৭ প্রার্থী
  • শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
  • গুড়িয়ে দেয়া হয়েছে চাষাঢ়ায় ওসমান পরিবারের আলোচিত বায়তুল আমান ভবন
  • থানা ও পৌরসভার ১০ ইউনিটের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভা 
  • রূপগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে স্মারকলিপি
  • রূপগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবীতে স্মারকলি
  • রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 
  • নারায়ণগঞ্জের ডিসি-এসপি অফিসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর 
  • ভাঙা হলো নারায়ণগঞ্জ আদালতপাড়ার বঙ্গবন্ধুর ৩ ম্যুরাল