মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
Published: 15th, January 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় কিল্লারপুলে মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
এসময়ে প্রথম প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদ নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতাকর্মীদেরকে দলীয় সিদ্ধান্ত মেনে কর্মসূচি পালন করার পাশাপাশি দলের বদনাম হবে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় প্রথম সভায় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখা মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘ দেড় বছর পর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন তাৎকালীন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ ন র ল ইসল ম স স হ দ আহম র রহম ন আহম দ প রথম
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিখন মন্ডলের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য মোঃ আলীনুর হোসাইন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মোঃ নোবেল মীর।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান প্রতীক। তাঁর সুস্থতা দেশবাসীর প্রত্যাশা। তিনি আরও বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে সোনারগাঁওয়ে বিএনপি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ।
সভাপতি আলীনুর হোসাইন বলেন, দেশনেত্রীর স্বাস্থ্য সুস্থতার জন্য বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই একযোগে দোয়া করছে। দোয়া মাহফিল প্রমাণ করে—খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন।
আয়োজক মোঃ লিখন মন্ডল বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে এ আয়োজন করা হয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসলে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। এজন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দল নেতা উজ্জ্বল প্রধান, সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাতুল রহমান রাজু, যুবদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা রোমান, রাজু, আলতাব লিটন ও মাহাবুব হাসান। এছাড়া সাবেক ছাত্রদল সভাপতি আবিরসহ শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।