রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের সুপারিশ
Published: 15th, January 2025 GMT
শুধু সংসদ সদস্য নয়, ‘রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী’ এর (ইলেক্টোরাল কলেজ) সংখ্যাগরিষ্ঠ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এ সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।
কমিশন প্রস্তাব করেছে, আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট; জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট এবং প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দেবে।
আইনসভার মেয়াদ পূরণের আগে যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেয়ার পরামর্শ দেন, সে ক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে স্পষ্ট হয়, নিম্নকক্ষের অন্য কোনো সদস্যের সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, রাষ্ট্রপতি আইনসভার উভয়কক্ষ ভেঙে দেবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ষ ট রপত র ষ ট রপত
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে তৈরি তিন জাহাজ রপ্তানি হচ্ছে আমিরাতে
চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রপ্তানি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাহাজগুলো ইউএইর প্রতিষ্ঠান মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এলএলসির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
জাহাজ তিনটির নাম—মায়া, এসএমএস এমি এবং মুনা। জাহাজগুলো হস্তান্তরের জন্য কর্ণফুলী নদীর তীরে প্রস্তুত রাখা হয়েছে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানিয়েছেন, ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী জাহাজগুলো তৈরি করা হয়েছে। এগুলো অফশোর সাপ্লাই, মালামাল পরিবহন এবং সমুদ্রবাণিজ্যের কাজে ব্যবহারের উপযোগী। হস্তান্তরের পর এগুলো সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবে।
প্রতিটি জাহাজের দৈর্ঘ্য ৬৯ মিটার। প্রস্থ ১৬ মিটার। ড্রাফট ৩ মিটার। আন্তর্জাতিক ক্ল্যাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাসের মানদণ্ড অনুযায়ী এগুলো তৈরি করা হয়েছে। জাহাজগুলোর গতি হবে ঘণ্টায় ১০ নটিক্যাল মাইল। প্রায় ৭০০ বর্গমিটার ক্লিয়ার ডেক স্পেস থাকায় ভারী যন্ত্রপাতি এবং বাল্ক কার্গো পরিবহনে এগুলো কার্যকর।
তিনটি জাহাজ হস্তান্তর বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পের জন্য ইতিবাচক অগ্রগতি বলে মনে করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
ঢাকা/রেজাউল/রফিক