রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের সুপারিশ
Published: 15th, January 2025 GMT
শুধু সংসদ সদস্য নয়, ‘রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী’ এর (ইলেক্টোরাল কলেজ) সংখ্যাগরিষ্ঠ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এ সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।
কমিশন প্রস্তাব করেছে, আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট; জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট এবং প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দেবে।
আইনসভার মেয়াদ পূরণের আগে যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেয়ার পরামর্শ দেন, সে ক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে স্পষ্ট হয়, নিম্নকক্ষের অন্য কোনো সদস্যের সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, রাষ্ট্রপতি আইনসভার উভয়কক্ষ ভেঙে দেবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ষ ট রপত র ষ ট রপত
এছাড়াও পড়ুন:
মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে আটক ৯
মাদকের বিনিময়ে মিয়ানমারে বাংলাদেশি সিমেন্ট পাচারের সময় ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনতে প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে প্রায় ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা। এগুলো মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল। ট্রলারসহ ওই ঘটনায় ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জব্দ করা বোট, আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান ও মাদক প্রতিরোধে কোস্ট গার্ডের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”
ঢাকা/তারেকুর/রফিক