শুধু সংসদ সদস্য নয়, ‘রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী’ এর (ইলেক্টোরাল কলেজ) সংখ্যাগরিষ্ঠ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এ সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। 

কমিশন প্রস্তাব করেছে, আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট; জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট এবং  প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দেবে। 

আইনসভার মেয়াদ পূরণের আগে যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেয়ার পরামর্শ দেন, সে ক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে স্পষ্ট হয়, নিম্নকক্ষের অন্য কোনো সদস্যের সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, রাষ্ট্রপতি আইনসভার উভয়কক্ষ ভেঙে দেবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ষ ট রপত র ষ ট রপত

এছাড়াও পড়ুন:

যেসব কারণে ভূমিকম্প হয়

পৃথিবীর ভূ-পৃষ্ঠের নিচের টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। বিশেষজ্ঞদের মতে, ‘‘পৃথিবী কয়েকটি বিশাল টেকটোনিক প্লেট দিয়ে গঠিত, যা পৃথিবীর ম্যান্টলের বা ভূ-পৃষ্ঠের নিচের উত্তপ্ত, সান্দ্র স্তর-এর উপর ভাসছে। এই প্লেটগুলো একে অপরের সাথে ক্রমাগত নড়াচড়া করে, ধাক্কা খায়। অথবা একে অপরের পাশ দিয়ে সরে যায়। এই গতিবিধির কারণে প্লেটের প্রান্ত বা চ্যুতি রেখা বরাবর শক্তি জমা হতে থাকে।যখন প্লেটগুলোর মধ্যে জমা হওয়া শক্তি হঠাৎ করে মুক্ত হয়, তখন পৃথিবী কেঁপে ওঠে। এই কম্পনই হলো ভূমিকম্প।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

আরো পড়ুন:

শীতকালে জলপাই কেন খাবেন?

ট্রয় নগরী যেভাবে প্রতিষ্ঠা হয়েছিলো

আগ্নেয়গিরি থেকে ম্যাগমা (ভূগর্ভস্থ গলিত শিলা) বেরিয়ে আসার সময় সৃষ্ট চাপ ও বিস্ফোরণের ফলেও স্থানীয়ভাবে ভূমিকম্প হতে পারে।

মানবসৃষ্ট কারণ

কখনও কখনও, বড় বাঁধ নির্মাণ, খনির কাজ, বা ভূগর্ভে বর্জ্য  ও পানি প্রবেশ করানোর মতো মানবিক কার্যক্রমের ফলেও ছোট আকারের ভূমিকম্প হতে পারে। 

সহজ কথায়, প্লেটগুলোর মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্ট চাপের আকস্মিক মুক্তিই হলো ভূমিকম্পের মূল কারণ। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ