রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের সুপারিশ
Published: 15th, January 2025 GMT
শুধু সংসদ সদস্য নয়, ‘রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী’ এর (ইলেক্টোরাল কলেজ) সংখ্যাগরিষ্ঠ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এ সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।
কমিশন প্রস্তাব করেছে, আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট; জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট এবং প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দেবে।
আইনসভার মেয়াদ পূরণের আগে যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেয়ার পরামর্শ দেন, সে ক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে স্পষ্ট হয়, নিম্নকক্ষের অন্য কোনো সদস্যের সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, রাষ্ট্রপতি আইনসভার উভয়কক্ষ ভেঙে দেবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ষ ট রপত র ষ ট রপত
এছাড়াও পড়ুন:
দুবাই এয়ার শোতে মহড়ার সময় বিধ্বস্ত ভারতের তৈরি তেজাস যুদ্ধবিমান
দুবাই এয়ার শোতে প্রদর্শনীর মহড়ার সময় ভারতের তৈরি একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। শুক্রবার দুবাই ওয়ার্ল্ড সেন্টার এলাকায় স্থানীয় সময় বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ভারতের বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, পাইলট প্রাণঘাতী আঘাত পেয়েছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছে বিমানবাহিনী। কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল আগুনের কুণ্ডলী ও ধোঁয়ায় ঢেকে যায়। সেখানে থাকা একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিমানটি বেশ নিচ দিয়ে উড়ছিল। এ সময় হঠাৎ সেটি বিধ্বস্ত হয়।
ভারতের তৈরি একটি তেজাস যুদ্ধবিমান