রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের সুপারিশ
Published: 15th, January 2025 GMT
শুধু সংসদ সদস্য নয়, ‘রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী’ এর (ইলেক্টোরাল কলেজ) সংখ্যাগরিষ্ঠ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এ সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।
কমিশন প্রস্তাব করেছে, আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট; জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট এবং প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দেবে।
আইনসভার মেয়াদ পূরণের আগে যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেয়ার পরামর্শ দেন, সে ক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে স্পষ্ট হয়, নিম্নকক্ষের অন্য কোনো সদস্যের সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, রাষ্ট্রপতি আইনসভার উভয়কক্ষ ভেঙে দেবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ষ ট রপত র ষ ট রপত
এছাড়াও পড়ুন:
খুলনায় দেড় হাজার অসহায় মানুষকে ‘মেহমানদারি’
খুলনায় একসঙ্গে দেড় হাজার মানুষকে দুপুরের খাবারের ‘মেহমানদারি’ করেছে ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে খাবারের আয়োজন করা হয়।
খুলনার বিভিন্ন প্রান্ত থেকে দাওয়াতে আসেন অসহায়, দরিদ্র ও এতিম শিশুরা। এই আয়োজনে অর্থায়ন করেছে অস্ট্রেলিয়া ট্রু ইউ ক্লাব।
আরো পড়ুন:
কুয়েটে শিক্ষার্থীকে অস্ত্রাঘাত, অপর শিক্ষার্থী বহিষ্কার
খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত
রূপসা উপজেলার বাসিন্দা সুমন শারীরিক প্রতিবন্ধী। হুইলচেয়ারে খুলনা জেলা স্টেডিয়ামে এসেছিলেন মেহমান হয়ে দাওয়াত খেতে। তিনি বলেন, “দুপুরের মেহমানদারি অনেক ভালো হয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন ভালো থাকে।”
খুলনা রেলস্টেশন বস্তি থেকে আসা আমেনা বেগম বলেন, “এই মেহমানদারি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তাদের এই খাবারের অনেক স্বাদ হয়েছে।”
মারকাজুল উমুল মাদরাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ বলেন, “মাদরাসার এতিম ও অসহায় ২১০ জন ছাত্র নিয়ে সেখানে যাই। এটা একটি মহৎ কাজ। আমাদের দেশের যারা ধনী ও বিত্তবান আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে ভালো হয়।”
ট্রু ইউ ক্লাবের ভলানটিয়ার এস এম ইমরান হাসান বলেন, “আমরা খুলনা ফুড ব্যাংকিংয়ের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম অর্গানাইজ করেছি। সবাইকে এক বেলা খাওয়াতে পেরে খুব ভালো লাগছে। খুলনা ফুড ব্যাংকিং যেহেতু প্রতিদিন খাবারের ব্যবস্থা করে, এজন্য তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে এই খাবারের আয়োজন করা হয়েছিল।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ