বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক
Published: 15th, January 2025 GMT
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফের বাহারছড়ার নোয়াখালীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহ বলেন, “টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।”
আটকদের মধ্যে ৮ জন নারী এবং ৩০ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই সমন্বিতভাবে কাজ করছে। আটক রোহিঙ্গাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর আগে, গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভ উপকূলের মুন্ডারডেইল ঘাটে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশের সময় বিজিবি তাদের আটক করেছিল।
ঢাকা/তারেকুর/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কানাডার সঙ্গে আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনায় বসবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে তৈরি করা কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরো পড়ুন:
ইডিএস মাস্টার্স ফেলোশিপ পেলেন ঢাবি শিক্ষার্থী
ট্রাম্প-জিনপিংয়ের বৈঠক ‘সফল’, যেসব বাণিজ্য বিরোধের ‘রফা’
শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য দুঃখ প্রকাশ করলেও দুই দেশের মধ্যে আলোচনার পুনরারম্ভ আর হবে না।
তিনি বলেন, “আমি তাকে খুবই পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল। বিজ্ঞাপনটি ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।”
অন্যদিকে, কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত বিজ্ঞাপনটিতে রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের ভাষণের অংশ উদ্ধৃত করে বলা হয়, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করে এবং কর্মসংস্থান হ্রাস করে। বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ট্রাম্প একে ‘ভুয়া’ আখ্যা দেন।
আল জাজিরা জানিয়েছে, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের দল রিগানের পুরোনো ভাষণ থেকে অংশ কেটে এক মিনিটের ওই বিজ্ঞাপন তৈরি করেছিল, যদিও ব্যবহৃত বাক্যগুলো রিগানের মূল বক্তব্য থেকেই নেওয়া হয়েছিল।
বিতর্কের পর ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন এবং জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্নি বলেন, কানাডা আলোচনায় বসতে প্রস্তুত।
উল্লেখ্য, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে দুই দেশের বাণিজ্য সম্পর্কে অস্থিরতা দেখা দিয়েছে।