বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক
Published: 15th, January 2025 GMT
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফের বাহারছড়ার নোয়াখালীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহ বলেন, “টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।”
আটকদের মধ্যে ৮ জন নারী এবং ৩০ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই সমন্বিতভাবে কাজ করছে। আটক রোহিঙ্গাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর আগে, গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভ উপকূলের মুন্ডারডেইল ঘাটে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশের সময় বিজিবি তাদের আটক করেছিল।
ঢাকা/তারেকুর/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাত্র দুইটি উপাদান দিয়ে ফেয়ার পলিশ করতে পারেন
ফেয়ার পলিশ রাসায়নিক উপাদানের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে করা হয়। ফেয়ার পলিশ এক ধরণের এক্সফোলিয়েশন। যা ত্বকের গভীর স্তরে কোষের কার্যকলাপ বাড়িয়ে রক্তসঞ্চালন উন্নত করে। এর ফলে ত্বক আরও সতেজ হয়। ফেয়ার পলিশ করলে অক্সিজেন ও ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ত্বকের উপরিভাগে পৌঁছাতে পারে।
ফেয়ার পলিশের উপকারিতা
• ত্বকের টেক্সচার পরিশীলিত করে
• ত্বক উজ্জ্বল করে
• ডিটক্সিফাই করে
• কোলাজেন ও ইলাস্টিন উৎপাদনে সহায়তা করে
• স্কিন টোন সমান করে
• পরবর্তী প্রোডাক্ট শোষণের জন্য ত্বক প্রস্তুত করে
• ত্বকে আলোকিত গ্লো আনে
আরো পড়ুন:
শীতে ত্বকের আদ্রতা ধরে রাখতে যেসব খাবার খেতে পারেন
শীতে চুল ‘ডিপ কন্ডিশনিং’ করার উপায়
ফেস পলিশ করতে যা যা লাগবে
সমপরিমাণ বেকিং সোডার সাথে আপনার নিয়মিত ফেসওয়াশ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি দিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
এবার ঘন পেস্ট নিয়ে মুখ, ঘাড় ও ডেকলেটেতে সমানভাবে লাগান। ২ মিনিট ম্যাসাজ করে উষ্ণ পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। আবার কাপড়টি উষ্ণ পানিতে ভিজিয়ে ১ মিনিটের জন্য মুখে রেখে হালকা ওয়ার্মিং ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন
উল্লেখ্য, সপ্তাহে একবার ফেয়ার পলিশ করতে পারেন।
ঢাকা/লিপি