ওয়াজ মাহফিলে সুদের বিরুদ্ধে আলোচনা করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হ‌য়েছে। বিভিন্ন মঞ্চে হাসনাতকে কথা বলতে দেখা গেলেও এই প্রথম কোনো মাহফিলে বয়ান দিতে দেখা গেলো তাকে।

ইতোমধ্যেই নে‌টিজেনদের নজর কেড়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি ও টুপি পরে মাহফিলে আলোচনা করছেন হাসনাত আবদুল্লাহ।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তার নিজগ্রাম দেবিদ্বার উপ‌জেলার গোপালনগরে আয়োজিত ওয়াজ মাহ‌ফিলে তি‌নি সুদের বিরুদ্ধে ওই আলোচনা করেন।

ভিডিওর শুরুতেই তাকে বলতে শোনা যায়, কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কী বলে। আমার দ্বীন আমাকে কী শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদের বলতে হবে।

হাসনাত আরও বলেন, আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে। যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবারসহ আশপাশে অনেকেই আছেন, এই ধরনের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু আমরা যখন বুঝেছি, যখন পড়াশোনা করে জেনেছি, আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি।

এই যে আমরা দেখি- টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন। আপনারা যদি আমাদের সহায়তা করেন, আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার।

এ সময় তিনি বলেন, ইসলাম তো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মেসিকে ‘ইতিহাসের সেরা’ মেনে তুলনা অপছন্দ ইয়ামালের

অভিষেকের পর থেকেই দারুণ সময় পার করছেন লামিনে ইয়ামাল। বয়স এখনো মাত্র ১৭ হলেও তিনি শুধু বার্সেলোনার ভবিষ্যৎ নন, বর্তমানও। পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর থেকেই তাঁকে তুলনা করা হচ্ছিল লিওনেল মেসির সঙ্গে।

মেসি নিজেও একাধিকবার প্রশংসায় ভাসিয়েছেন ইয়ামালকে। এবার ইয়ামাল কথা বলেছেন মেসির সঙ্গে তাঁর তুলনা নিয়ে। পাশাপাশি নিজেকে কীভাবে চেনাতে চান, সেটিও উল্লেখ করেছেন বার্সা তারকা।

ইয়ামাল খেলেন বার্সার রাইট উইংয়ে। যেখানে একসময় খেলতেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি। দুজনের মধ্যে আরও একটি মিল আছে। দুজনই উঠে এসেছেন বার্সার খেলোয়াড় তৈরির আঁতুড় ঘর ‘লা মাসিয়া’ থেকে।

আরও পড়ুনইয়ামাল যেভাবে ‘মেসি ২.০’ ১৭ জানুয়ারি ২০২৫

খেলার দিক থেকে নান্দনিক মিল তো আছেই। নিজেদের মধ্যে এই মিল নিয়ে ইয়ামাল সাংবাদিকদের বলেছেন, ‘আমি তার (মেসি) সঙ্গে নিজের তুলনা করি না। কারণ, আমি কারও সঙ্গেই নিজেকে তুলনা করি না। মেসির সঙ্গে তো অনেক দূরের ব্যাপার।’

ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রস্তুতির ফাঁকে ইয়ামাল

সম্পর্কিত নিবন্ধ

  • মেসিকে ‘ইতিহাসের সেরা’ মেনে তুলনা অপছন্দ ইয়ামালের