আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী হোসেন শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, “ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা-পুলিশ একাধিক মামলার আসামা শিল্পপতি শিশিরকে গ্রেপ্তার করে। পরে শনিবার রাতে নরসিংদী ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।”

ওসি আরও বলেন, “রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশি নিরাপত্তায় তাকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত নথি আনয়ন সাপেক্ষে পরবর্তীতে শুনানি করবেন বলে জানান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।”

আলী হোসেন শিশিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

ঢাকা/হৃদয়/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ