পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখল দেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সারজিস আলমের পরিবারের সদস্যসহ এক হাজারের বেশি মানুষ অংশ নেন।

জানাজায় দাদার সঙ্গে নানা স্মৃতিচারণ করে সারজিস বলেন, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই। আমরা ছোটখাট বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করি। কিন্তু দিন শেষে আমাদের সেই ছোটখাট বিষয়ও আর থাকে না। কয়েক গজ কাপড় আর কয়েক হাত মাটির নিচেই যেতে হবে। তিনি জানাজা নামাজ থেকেও শিক্ষা নিতে আহ্বান জানান। দাদার জন্য সবার দোয়া প্রার্থনা করেন তিনি।

প্রসঙ্গত, সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সারজিস আলমের দাদা মারা যান।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৫০ লাখ বাজেটে ৭৩ কোটি রুপি আয়! চমকে দিল যে সিনেমা

চলতি বছরে ভারতে বেশ কয়েকটি আঞ্চলিক সিনেমা ব্যাপক সাফল্য দেখিয়েছে। মালয়ালম সিনেমা ‘লোকাহ: চ্যাপটার ১ চন্দ্রা’ যার অন্যতম। এবার আলোচনায় একটি গুজরাটি সিনেমা ‘লালো—কৃষ্ণ সাদা সাহাতে’। মাত্র ৫০ লাখ রুপি বাজেটে নির্মিত সিনেমাটি আয় করেছে ৭৩ কোটি রুপির বেশি! বলা যায় বাজেটের ১৪০০ গুণ আয় এখন সিনেমাটির!

রেকর্ড আয়
গুজরাটি ধর্মীয় ড্রামাধর্মী সিনেমাটি মুক্তির সপ্তম সপ্তাহেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ছবিটি ধীরে ধীরে ১০০ কোটি রুপির মাইলফলকের দিকে যাচ্ছে। ছবির বাজেট ছিল মাত্র ৫০ লাখ রুপি, আর বর্তমানে টিকিট বিক্রির মাধ্যমে নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৭৩ দশমিক ৭২ কোটি রুপি। চলতি সপ্তাহে ছবিটির মুক্তির ৫০ দিন পূর্ণ হবে। শুরুর সপ্তাহে ছবিটি তেমন সম্ভাবনা দেখায়নি, তবে তৃতীয় সপ্তাহ থেকে আয় বাড়তে থাকে।

‘লালো—কৃষ্ণ সাদা সাহাতে’ সিনেমার দৃশ্য। ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ