রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪
Published: 4th, February 2025 GMT
রাজশাহীতে অটোরিকশাকে একটি বাস চাপা দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে একইদিন সন্ধ্যায় মারা যান দুইজন। ওই ঘটনায় হাসপাতালে আরো তিনজন চিকিৎসাধীন।
রাতে হাসপাতালে মারা যাওয়া দুইজন হলেন- তানভীর ফেরদৌস ও সাব্বির রহমান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তাদের বাড়ি।
আরো পড়ুন: রাজশাহীতে অটোরিকশাকে চাপা দিয়ে গেল বাস, নিহত ২
আরো পড়ুন:
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
গুলিতে আহত অন্তঃস্বত্ত্বা জন্ম দিলেন ছেলে সন্তান
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “নিহত আটোরিকশা চালক ইবরাহিমের ভাই ইসরাফিল বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে নাম না জানা বাস চালকের বিরুদ্ধে মামলা করেছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক।”
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস পবা উপজেলার নতুন কসবা এলাকার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে মধ্যরাতে আরো দুইজন মারা যান। মধ্যরাতে মারা যাওয়া দুইজন নির্মাণ শ্রমিক। তারা রাজশাহীতে কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
ঢাকা/কেয়া/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন দ ইজন র ঘটন
এছাড়াও পড়ুন:
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সব কার্যক্রম স্থগিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদীদের দোসর একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার নানা অপপ্রয়াসে লিপ্ত রয়েছে- এমন আশঙ্কায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ তাদের সব প্রকার কর্মসূচি ও কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।
অন্য কারো প্ররোচনায় কেউ কোনো কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব তাকেই নিতে হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
আরো পড়ুন:
ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
৭৭ উপজেলায় নতুন ইউএনও
শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এসব কথা বলেন।
এতে বলা হয়েছে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্য জাতীয় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। ঠিক এই মুহূর্তে ফ্যাসিবাদীদের দোসর, একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার নানা অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, তাই চলমান প্রেক্ষাপট ও উদ্ভুত পরিস্থিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সব ধরনের কর্মসূচি ও কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। যদি কারো প্ররোচণায় কেউ কোনো কর্মসূচি বা কোনো বিশৃঙ্খলা অথবা উদ্দেশ্যেমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন, হয়ে থাকেন তবে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।
অন্তর্বর্তী সরকারের আগ থেকেই পে-স্কেল, বেতন ভাতা, রেশনিং প্রথাসহ ৯টি দাবি নিয়ে আন্দোলন করে আসছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল