৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করা হবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। নতুন প্রক্রিয়া চালুর কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) আগামীকাল বুধবার থেকে  শুক্রবার পর্যন্ত কার্যকর থাকছে না।

সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, 'আমরা নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু করব।’

তবে যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

পাশাপাশি, আজ মঙ্গলবার থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

দূতাবাস এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে ক্লিক করার আহ্বান জানিয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পেঁয়াজ আমদানির অনুমতি বাড়াল সরকার

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সরকার আমদানি অনুমতির পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) থেকে প্রতিদিন ২০০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে আগের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

আরো পড়ুন:

আমদানি শুরু হওয়ায় চট্টগ্রামে পেঁয়াজের দামে ধস

৯০০ মে. টন পেঁয়াজ আমদানির অনুমতি, দাম কমছে

আবেদনের শর্তাবলি আগের মতোই বহাল থাকবে। অর্থাৎ ১ আগস্ট থেকে যারা আইপির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক মাত্র একবারই আবেদন করার সুযোগ পাবেন।  

শুক্রবার (১২ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

ঢাকা/এএএম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ