তাকাফুল ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা
Published: 4th, February 2025 GMT
নানা অনিয়মের কারণে নন লাইফ বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা দিতে হবে ১০ লাখ টাকা। আগে এই জরিমানা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদনের ফলে ৪ লাখ টাকা মওকুফ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
জানা গেছে, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নানা অনিয়ম উঠে আসে। বিষয়টি নিয়ে শুনানি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
শুনানির পর নানা অনিয়মের কারণে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা করে ১৪ লাখ টাকা। জরিমানার এই টাকা কমাতে কোম্পানির পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট আবেদন করে।
কোম্পানির আবেদন পেয়ে জরিমানার বিষয়টি রিভিউ করে আইডিআরএ। রিভিউয়ের মাধ্যমে জরিমানা অর্থ ৪ লাখ টাকা কমানো হয়। ফলে জরিমানা ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।
আগেও নানা অনিয়মের কারণে তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি ও তাদের পরিচালকরা জরিমানার কবলে পড়ে।
ঢাকা/এনএফ/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ক ফ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
চতুর্থ দিনেই ৮ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
এবারের অ্যাশেজ সিরিজে যেন তাল পাচ্ছে না ইংল্যান্ড। প্রথম টেস্ট তারা হেরেছিল মাত্র দুইদিনে। দ্বিতীয় টেস্টে লড়াইটা নিতে পারল চতুর্থ দিনে। আজ রবিবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে তারা হার মেনেছে ৮ উইকেটে। আর এই জয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে জো রুটের সেঞ্চুরি প্রথম ইনিংসে ৩৩৪ রান করে। জবাবে ব্যাটসম্যানদের সমন্বিত পারফরম্যান্সে ৫১১ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। এরপর ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৭৫.২ ওভারে ২৪১ রানে আউট হলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৫ রান। সেই রান তাড়া করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
আরো পড়ুন:
দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া
ফখর জামানকে শাস্তি দিল আইসিসি
৩৭ রানের মাথায় ট্র্যাভিস হেড (২২) ও ৪১ রানের মাথায় মার্নাস ল্যাবুশেন (৩) আউট হওয়ার পর ঝড় তোলেন স্টিভেন স্মিথ। তিনি মাত্র ৯ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করে। তার সঙ্গে জ্যাক ওয়েদারাল্ড ১৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার দুটি উইকেটই নেন গাস অ্যাটকিনসন।
ঢাকা/আমিনুল