তাকাফুল ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা
Published: 4th, February 2025 GMT
নানা অনিয়মের কারণে নন লাইফ বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা দিতে হবে ১০ লাখ টাকা। আগে এই জরিমানা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদনের ফলে ৪ লাখ টাকা মওকুফ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
জানা গেছে, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নানা অনিয়ম উঠে আসে। বিষয়টি নিয়ে শুনানি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
শুনানির পর নানা অনিয়মের কারণে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা করে ১৪ লাখ টাকা। জরিমানার এই টাকা কমাতে কোম্পানির পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট আবেদন করে।
কোম্পানির আবেদন পেয়ে জরিমানার বিষয়টি রিভিউ করে আইডিআরএ। রিভিউয়ের মাধ্যমে জরিমানা অর্থ ৪ লাখ টাকা কমানো হয়। ফলে জরিমানা ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।
আগেও নানা অনিয়মের কারণে তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি ও তাদের পরিচালকরা জরিমানার কবলে পড়ে।
ঢাকা/এনএফ/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ক ফ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের দুই পক্ষ। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে এক পক্ষ এবং বেলা একটার দিকে প্রশাসনিক ভবনের সামনে অন্য পক্ষ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে এক পক্ষের অভিযোগ, নির্বাচন কমিশন অযৌক্তিকভাবে ভোটার তালিকায় ‘অসংগতি’ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছে। সংবাদ সম্মেলনের পর তারা ঘোষিত তফসিল পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সামনে অবস্থান নেয়। তাদের সমর্থন দিচ্ছেন ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়ক।
আরও পড়ুনছাত্র সংসদ নির্বাচন হঠাৎ স্থগিত, উপাচার্যের দপ্তরের সামনে শিক্ষার্থীদের অবস্থান ০১ ডিসেম্বর ২০২৫অন্যদিকে ছাত্রদল–সমর্থিত শিক্ষার্থীদের আরেকটি অংশ সংবাদ সম্মেলন করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিল করে গঠনতন্ত্র মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাইদুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উম্মে হানী জহুরা ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের আল হুমায়রা জান্নাত।
তফসিল পুনর্বহালের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে