নানা অনিয়মের কারণে নন লাইফ বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা দিতে হবে ১০ লাখ টাকা। আগে এই জরিমানা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদনের ফলে ৪ লাখ টাকা মওকুফ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

জানা গেছে, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নানা অনিয়ম উঠে আসে। বিষয়টি নিয়ে শুনানি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। 

শুনানির পর নানা অনিয়মের কারণে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা করে ১৪ লাখ টাকা। জরিমানার এই টাকা কমাতে কোম্পানির পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট আবেদন করে। 

কোম্পানির আবেদন পেয়ে জরিমানার বিষয়টি রিভিউ করে আইডিআরএ। রিভিউয়ের মাধ্যমে জরিমানা অর্থ ৪ লাখ টাকা কমানো হয়। ফলে জরিমানা ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।

আগেও নানা অনিয়মের কারণে তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি ও তাদের পরিচালকরা জরিমানার কবলে পড়ে।

ঢাকা/এনএফ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ক ফ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক 

ঢাকা শাহবাগ মোড় অবরোধ তুলে নিয়েছেন ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে, ওই এলাকায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুরের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 

‘জাস্টিস ফর ৪৭’-এর সদস্য সাইফ মুরাদ বলেন, “শাহবাগ থানার ওসির অনুরোধ ও সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ তুলে নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেছেন, “৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ ছেড়েছেন। যানচলাচল স্বাভাবিক হয়েছে।”

ঢাকা/রায়হান/রফিক

সম্পর্কিত নিবন্ধ