নানা অনিয়মের কারণে নন লাইফ বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা দিতে হবে ১০ লাখ টাকা। আগে এই জরিমানা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদনের ফলে ৪ লাখ টাকা মওকুফ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

জানা গেছে, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নানা অনিয়ম উঠে আসে। বিষয়টি নিয়ে শুনানি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। 

শুনানির পর নানা অনিয়মের কারণে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা করে ১৪ লাখ টাকা। জরিমানার এই টাকা কমাতে কোম্পানির পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট আবেদন করে। 

কোম্পানির আবেদন পেয়ে জরিমানার বিষয়টি রিভিউ করে আইডিআরএ। রিভিউয়ের মাধ্যমে জরিমানা অর্থ ৪ লাখ টাকা কমানো হয়। ফলে জরিমানা ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।

আগেও নানা অনিয়মের কারণে তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি ও তাদের পরিচালকরা জরিমানার কবলে পড়ে।

ঢাকা/এনএফ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ক ফ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

কত টাকা আয় করেছে রাশমিকার নতুন সিনেমা?

ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরের শেষ থেকে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। টানা দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন। গত মাসে মুক্তি পেয়েছে তার হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা। বক্স অফিসে গড়পড়তা পারফর্ম করছে এটি।  

এদিকে, নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হলেন রাশমিকা মান্দানা। রাহুল রবীন্দ্রন নির্মিত তেলেগু ভাষার ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা ৭ নভেম্বর বিশ্বের ৫৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও বক্স অফিসে শুরুটা খুব একটা নজরকাড়া হয়নি। দুই দিনে কত টাকা আয় করেছে রাশমিকার এই সিনেমা? 

আরো পড়ুন:

উদয়পুরে বসবে বিজয়-রাশমিকার বিয়ের আসর?

৯ দিনে রাশমিকার সিনেমার আয় কত?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, দুই দিনে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা ভারতে আয় করেছে ৪.৪ কোটি রুপি, বিদেশে আয় করেছে ১.৫ কোটি রুপি। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫.৯ কোটি রুপি (৮ কোটি ১২ লাখ টাকা)। 

বলি মুভি রিভিউজ জানিয়েছে, দুই দিনে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৭.০৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭০ লাখ টাকা)। 

একজন তরুণী কলেজ জীবনে ভালোবাসা, সামঞ্জস্যতা ও আত্ম-অন্বেষণের পথে এগিয়ে যায়, যেখানে সে সম্পর্কের জটিলতা ও ব্যক্তিগত বিকাশের অভিজ্ঞতা অর্জন করে—এমন গল্প নিয়ে এগিয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার কাহিনি। রাশমিকার হৃদয়স্পর্শী অভিনয় ভক্তদের মন কেড়েছে।   

রাশমিকা মান্দানা বলেন, “এই সিনেমার চিত্রনাট্য রাহুল যখন আমাকে শুনিয়েছিলেন, তখন আমার চোখে জল এসেছিল। এমন অনেক মুহূর্ত ছিল, যা আমার হৃদয় ছুঁয়েছিল; যা আমি ব্যাখ্যা করতে পারিনি। সেই মির্টিং থেকে দু’টি জিনিস নিয়ে বেরিয়েছিলাম। এক. একটি চিত্রনাট্য, যা না করলে পাপ হতো। দুই. আজীবনের জন্য একজন বন্ধু।” 

৪২ কোটি রুপি বাজেটের এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনিনি এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স এবং গীতা আর্টস। রাশমিকা ছাড়াও এতে অভিনয় করেছেন—ধীক্ষিত শেঠি, অনু ইমানুয়েল, রাও রমেশ, রোহিণী প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ