নানা অনিয়মের কারণে নন লাইফ বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা দিতে হবে ১০ লাখ টাকা। আগে এই জরিমানা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদনের ফলে ৪ লাখ টাকা মওকুফ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

জানা গেছে, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নানা অনিয়ম উঠে আসে। বিষয়টি নিয়ে শুনানি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। 

শুনানির পর নানা অনিয়মের কারণে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা করে ১৪ লাখ টাকা। জরিমানার এই টাকা কমাতে কোম্পানির পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট আবেদন করে। 

কোম্পানির আবেদন পেয়ে জরিমানার বিষয়টি রিভিউ করে আইডিআরএ। রিভিউয়ের মাধ্যমে জরিমানা অর্থ ৪ লাখ টাকা কমানো হয়। ফলে জরিমানা ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।

আগেও নানা অনিয়মের কারণে তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি ও তাদের পরিচালকরা জরিমানার কবলে পড়ে।

ঢাকা/এনএফ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ক ফ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

ফের পেছাল তারিখ, জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন, ২০২৫-এর নির্বাচনের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি বলেছেন, “আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন হবে। আগামী ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে। এর মধ্যে যেসব কাজ বাকি আছে, সেগুলো সম্পন্ন করা হবে। আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আশাবাদী।”

এদিকে, জকসু নির্বাচনের পরিবর্তিত তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার), চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা, মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর (রবিবার), নির্বাচনী প্রচারণা ১৫ থেকে ২৭ ডিসেম্বর (মোট ১৩ দিন), ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা ৩০ ডিসেম্বর (ভোট গ্রহণের পর), ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর (মঙ্গলবার বা বুধবার, ভোট গণনার পর)।

এর আগে একাধিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করেছে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে নির্বাচন কমিশন।

ঢাকা/লিমন/রফিক

সম্পর্কিত নিবন্ধ