কুয়াকাটায় সাংবাদিককে কুপিয়ে জখম
Published: 5th, February 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটায় জহিরুল ইসলাম মিরন নামে এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক বরিশালে রেফার্ড করেন।
জহিরুল কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক।
তার মা বলেন, চিৎকার শুনে আমরা বাসা থেকে বের হয়ে দেখি জহিরুল উপুড় হয়ে পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলেকে যারা নৃশংসভাবে আঘাত করেছে তাদের বিচার চাই।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সাংবাদিক জহিরুল আজ ঢাকা থেকে ফেরেন। রাত সাড়ে ১২টার দিকে গাড়ি থেকে বাসার সামনে নামলে তাকে এলোপাথাড়ি কোপায় দুর্বৃত্তরা। রাত গভীর থাকায় স্থানীয় কিংবা বাসার মানুষ টের পায়নি।
ওসি বলেন, ইতোমধ্যে ফিলিং স্টেশন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের তদন্ত চলমান। আমরা এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারলেও আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা কল্যাণফ্রন্টের বিশেষ প্রার্থণা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শ্রী শ্রী শিব, শীতলা ও তাঁরা মায়ের মন্দিরে এ প্রার্থণা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রার্থণার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজীব মন্ডল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রতন সরকার, শ্রী প্রশান্ত সাহা, সুজিত হালদার, শিবু দাস, সুফল সাহা, রাজু ঘোষ, ভোলানাথ সাহা বিজয়, সদস্য শোভন দাস জয়, শংকর দাস, শ্রী সঞ্জিত কুমার, সুশান্ত দাস, সুখেন দাস, উত্তম দাস, জেমস বিশ্বাস, মিলন বিশ্বাস হৃদয়, সুজন চক্রবর্ত্তী, হরিদাস রায়, মহানন্দ দাস, সুশান্ত, অরবিন্দ, রাজীব দাস, শ্যামল বিশ্বাস, শুভ দাস, সজিব দাস প্রমূখ।