১২ নং ওয়ার্ডে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ্কার বিতরণ
Published: 6th, February 2025 GMT
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১২ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে নগরীর ডন চেম্বারে এই ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আশরাফুল হক তান্নার সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহাম্মেদ।
পুরুষ্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।
এসময় মহানগর যুবদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ষ ক র ব তরণ
এছাড়াও পড়ুন:
সাত ঘণ্টার ব্যবধানে রাজধানীতে আরেকটি হত্যাকাণ্ড
পুরান ঢাকার শ্যামবাজারে এক মসলা ব্যবসায়ীকে গুলি করে হত্যার পৌনে সাত ঘণ্টা পর রাজধানীতে আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে লালবাগ চৌরাস্তা মোড়ে মো. রিয়াদ (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আহত অবস্থায় রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা পথচারী মোহাম্মদ ফাহিম প্রথম আলোকে বলেন, লালবাগ চৌরাস্তা মোড়ে পিঠে ছুরিকাঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন রিয়াদ। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, রাত সোয়া আটটার দিকে রিয়াদকে জরুরি বিভাগে আনা হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে যান রিয়াদের মা নাছিমা বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, সন্ধ্যায় বাইরে যাওয়ার কথা বলে রিয়াদ বাসা থেকে বেরিয়েছিলেন। কারা, কেন তাঁর ছেলেকে হত্যা করেছে, তিনি জানেন না। রিয়াদ আগে একটি জুতার কারখানায় চাকরি করতেন। বর্তমানে কর্মহীন অবস্থায় ছিলেন।
রিয়াদ সপরিবার লালবাগের শহীদনগরে থাকতেন। তাঁর এক বছর বয়সী ছেলেশিশু রয়েছে। রিয়াদের বাবার নাম মো. সালাম।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলী প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার শ্যামবাজারে আবদুর রহমান ভূঁইয়া (৫৫) নামের এক মসলা ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। আশপাশের দোকানিরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।