কুমিল্লায় পেট্রলবোমায় বাসের আট যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
Published: 7th, February 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোটরসাইকেলে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
রাজধানীর বিজয়নগর কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। দুজন মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রিকশায় লুটিয়ে পড়েন হাদি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাদীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থা কাজ করছে। তবে কারা হাদিকে গুলি করেছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আমরা দুর্বৃত্তদের শনাক্তে কাজ করছি।’’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাদিকে যখন আনা হয় তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। এ কারণে সঙ্গে সঙ্গে তাকে সিপিয়ার দেওয়া হয়েছে। তবে তার মাথার ভেতর গুলি আছে ও কানের পাশে গুলিবিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এখনই তার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
শরিফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।
ঢাকা/এমআর//