ফসলি জমির মাঝখানে একটি ঘরে বসানো হয়েছে সেচপাম্প। সেই ঘরে পড়ে ছিল এক যুবকের লাশ। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। যদিও পরিবারের দাবি, ওই যুবককে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে।

গতকাল রোববার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার হয়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর। তিনি একই ইউনিয়নের বাসিন্দা নুরুল আবছারের ছেলে। নিহত আলমগীর লবণশ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সেচপাম্পটির মালিক নজির আহমদ স্থানীয় বাসিন্দা। রাতে নজির আহমদ ঘরটিতে গিয়ে দেখেন, ভেতরে আলমগীরের লাশ পড়ে রয়েছে। এরপর তিনি গ্রাম পুলিশের মাধ্যমে নিহত ব্যক্তির পরিবারকে বিষয়টি জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালেও স্থানীয় লবণমাঠে কাজ করেছেন আলমগীর। তাঁকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি পরিবারের সদস্যদের। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন তাঁরা।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে, এটি হত্যাকাণ্ড কি না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আলমগ র পর ব র

এছাড়াও পড়ুন:

।।  বাংলাদেশি কবিতা বিরল সম্মাননা ।।

আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র, কলকাতা, ভারত থেকে প্রকাশিত " দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থে বাংলাদেশি কবি অধ্যাপক আর.  কে. শাব্বীর আহমদ'র অভিনব ও মৌলিক সৃষ্টি ' বহমান সময় ' কবিতার জন্য তাঁকে বিশ্বসাহিত্যের ইতিহাসে একজন সম্মানিত কবি হিসেবে ২০২৫ স্মারক সম্মানে ভূষিত করা হয়।

স্মারক সম্মানে ভূষিত  কবি অধ্যাপক আর. কে. শাব্বীর আহমদ তাঁর অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি মনে করি এ সম্মাননা শুধু আমার একার গৌরব নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের গৌরব। আমি আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

সম্পর্কিত নিবন্ধ

  • ৪,৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • বকেয়া রিকশা ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০
  • ।।  বাংলাদেশি কবিতা বিরল সম্মাননা ।।
  • চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে কুকুর, মেয়রকে পরিচালকের চিঠি
  • এমপিওভুক্তির ৯১ ফাইল আটকে রেখেছেন ডিডি, দুদকের অভিযান
  • রাজশাহীতে মাউশির দপ্তরে দুদকের অভিযান
  • শেখ হাসিনা ফিরে এলে সাধারণ মানুষই উপযুক্ত ব্যবস্থা নেবে: মির্জা ফখরুল
  • শেখ হাসিনা ফিরে আসলে সাধারণ মানুষই ব্যবস্থা নেবে: মির্জা ফখরুল
  • রিকশা ভাড়ার ৫০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • বন্দরে গভীর রাতে বুড়া-বুড়ির বাড়িতে হামলা