খো খো ফেডারেশন ও বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ সকালে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটিও। কিন্তু আর্চারির কমিটি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সার্চ কমিটি। সেই পরিপ্রেক্ষিতে আর্চারির ঘোষিত কমিটি সরকার প্রত্যাহার করছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন সার্চ কমিটির প্রধান জোবায়দুর রহমান।

২০০২ সালে যাঁর হাত ধরে বাংলাদেশের আর্চারির শুরু, সেই কাজী রাজীব উদ্দীন আহমেদকে (চপল) সাধারণ সম্পাদক করে আর্চারি ফেডারেশনের ১৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপরই সার্চ কমিটি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করে ঘোষিত কমিটি তাদের নয় বলে জানায়।

সার্চ কমিটির দেওয়া তালিকা থেকে আর্চারির ঘোষিত কমিটিতে কতজন বদল হয়েছে, জানতে চাইলে জোবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটা বলা যাবে না। গোপনীয় বিষয়। তবে এটা বলতে পারি, আমাদের দেওয়া কমিটি থেকে অনেকেই ছিলেন না।’
কাজী রাজীব উদ্দিন আর্চারির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

আরও পড়ুনরাতে বাড়িতে আগুন, সকালে সুখবর পেলেন আর্চারির রাজীব৪ ঘণ্টা আগে

২৩ বছর ধরে আছেন এই পদে। তাঁর হাত ধরেই বাংলাদেশের আর্চারি আজকের অবস্থানে এসেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নীতি হলো, এক পদে দুই মেয়াদের বেশি থাকা যাবে না। যদিও সাধারণ সম্পাদক পদে ব্যতিক্রম হয়েছে স্কোয়াশে। আর্চারিতেও ব্যতিক্রম ধরে নেওয়া যাচ্ছিল। কিন্তু তাঁকে রেখে আর্চারির কমিটি ঘোষণার পর ক্ষোভে ফুঁসছে সার্চ কমিটি।

পাঁচ সদস্যের কমিটির প্রধান জোবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটা হলো এনএসসির সচিব আমিনুল ইসলাম সাহেবের উর্বর মস্তিষ্কের ফল (কমিটির বদল)। উনি মানুষকে মানুষ জ্ঞান করছেন না। ওনার উৎসাহে এটা হয়ছে। শুটিং, উশু, বক্সিংসহ আরও কয়েকটি ফেডারেশনের কমিটির নাম তিন মাস হয়ে গেছে ঘোষণা হয় না। আর্চারি ফেডারেশনের কমিটি পরশু জমা দিয়েছি আর আজই তা ঘোষণা হয়ে গেছে! উৎসাহের একটা সীমা থাকে। উপদেষ্টা মহোদয় এটা পুরোপুরি জানেনও না।’

আর্চারির মঞ্চে দিয়া ও রোমান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স র চ কম ট আর চ র র কম ট র র কম ট

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এর আগে আগামী মার্চে ফিফার আন্তর্জাতিক বিরতিতে নিজেদের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ঘোষণা করা হবে ব্রাজিলের বিশ্বকাপ দল। এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মার্চের দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত করেছে।

সিবিএফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এই দুটি প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। অরল্যান্ডোয় ক্রোয়েশিয়া ও বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হতে পারে কার্লো আনচেলত্তির দল। তবে সিবিএফ এখনো আনুষ্ঠানিকভাবে এ দুটি ম্যাচের ভেন্যু, দিন–তারিখ নিশ্চিত করেনি।

ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শেষে মার্চের প্রীতি ম্যাচে ব্রাজিলের দুই প্রতিপক্ষের নাম জানান সিবিএফ সভাপতি সামির জাউদ। ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে এই দুটিই হবে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, জুনে বিশ্বকাপে পা রাখার আগে ঘরের মাঠে একটি বিদায়ী ম্যাচ খেলারও পরিকল্পনা আছে ব্রাজিল দলের। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে আরও একটি প্রীতি ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সিবিএফ সভাপতি সামির জাউদ

সম্পর্কিত নিবন্ধ